এবিবি ফান প্রশ্ন- ২৭৬ || শীতকালে বিয়ে বেশি এবং ডিভোর্স কম কেন হয়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শীতকালে বিয়ে বেশি এবং ডিভোর্স কম কেন হয়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি এখনো বিয়ে করিনি, যদি বিয়ে করতাম তাহলে এই বিষয়টি ঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম। তবে অভিজ্ঞদের মতামত কাম্য করছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যারা এখন ডিভোর্স দেয়ার কথা ভাবছে, তারাও কিছু সময় অপেক্ষা করছে শীত শেষ হলেই তারা ডিভোর্স দিয়ে দেবে। তাই গরমের সময় ডিভোর্সের সংখ্যাটা বেশি মনে হলেও এটা শীতের পেন্ডিং কেস গুলোই 😂😂
ঠান্ডা কাটিয়ে নিজেকে উষ্ণ রাখার সেরা উপায় এটা, আরে ভাই বুঝলেন না যে পরিমান কাউ কাউ করে বউরা তাতে শীত এমনিতে পালিয়ে যায় হা হা হা।
কথা হচ্ছে, আপনার সামনে ভাবি কাউ কাউ (গরু গরু)করে কেন? মানে আপনাকে ডাকে বুঝি? আপনি বুঝেন না, তাই ভাবি রেগে যায়.... এমন কিছু? 🫣🫣
প্রমান পেয়ে গেলাম কিন্তু, হা হা হা।
শীতকালে মানুষের আবেগ কাজ করে বিবেক কাজ করে না। শীতের সময় খুব সহজে মেকআপ নষ্ট হয় না তাই আসল চেহারাটাও প্রকাশ পায় না। এজন্য বিয়ে যেমন বেশি হয় তেমনি ডিভোর্সের সংখ্যাও কমে আসে আর কি।🤣🤣
এত ভালো লজিক 🤣
ভাই বেশিরভাগ ছেলেরা সারা বছর অপেক্ষা করে থাকে শীতকালে বিয়ে করার জন্য। কারণ শ্বশুরবাড়িকে বাফেট রেস্টুরেন্ট ভেবে ইচ্ছেমতো খেতে পারে শীতকালে😂😂। তারপর বউ নিয়ে রাতের বেলা আরাম করে ঘুমাতে পারে। আর যারা ডিভোর্স দেওয়ার জন্য মনস্থির করে ফেলে,তারাও ভাবে যে শীতটা অন্তত শেষ হোক,তারপর ডিভোর্স দিবো। কারণ আরাম পাগলেও বুঝে🤣🤣।
ভাই রে ভাই! শীতকালে বেশি বিয়ে হয় কনে এবং কনের বান্ধবীদের মেকাপ যেন ঠিকঠাক থাকে, সেই সুবিধার জন্য। আর শীতকালে যে পরিমাণ বিয়ে হয়, গিফট দিতে দিতে তো শীতকালে ডিভোর্স দেয়ার টাকাও থাকে না! এছাড়াও শীতকালে আলাদা হলে ম্যালা অসুবিধা আছে ভাই। একই লেপের তলে থাকলে গরম হয় সহজে (হাত, পা এসব)। ডিভোর্স দিলে তো নতুন করে লেপ- কাথা কিনতে হবে নতুন করে, তারউপর একা একা তো আগের মতোন গরমও হবে না! তারচেয়ে কয়েক মাস সহ্য করাই বুদ্ধিমানের কাজ।
শীতকালে কম্বল গরমের সাথে বিয়ে সমানুপাতিক আর কম্বল ঠান্ডার সাথে ডিভোর্স ব্যাস্তানুপাতিক। এই জন্য শীতকালে বিয়ে বেশি এবং ডিভোর্স কম হয়।🤣🤣
কারণ শীতকালে নতুন নতুন বিয়ে করার আনন্দে খাওয়া-দাওয়া,ঘুমানো আর ভ্রমন করার চিন্তা থাকে।শীত ফুরালেই সেই চিন্তাগুলো হাওয়া হয়ে যায় গরমে তাই শীতকালে ডিভোর্স কম হয়।
বাহ আপু তাহলেতো সকল দাম্পত্য জীবনে শীতকাল সারাজীবন থাকা প্রয়োজন। তাহলে কখনো আর ডিভোর্স আসবে না। 🥴🥴
হি হি☺️☺️
আমার কাছে মনে হয় শীতকালে মানুষের আবেগটা একটু বেশি থাকে। আর আবেগ বেশি থাকলে ভালোবাসা শীতে জমে গারো হয়ে যায় 😍 তাই জন্য শীতকালে বিয়ে বেশি হয় আর ডিভোর্স কম হয়। 😀
এটা একদম ঠিক বলেছেন ভাইয়া শীতকালে মানুষের আবেগ মনে হয় একটু বেড়ে যায়। 🤣🤣
হুম শীতকালে শীত যত বেশি পড়বে আবেগ তত বেশি হবে 🤣😎
ভাইরে ভাই শীতকালে একা ঘুমানো যে কী কষ্ট সেটা আমার মতো সিঙ্গেল রাই ভালো জানে হা হা। এইজন্যই শীতকালে সবাই বিয়ে করে। যেন আর একা ঘুমানো না লাগে। ডিভোর্স কম হওয়ার কারণও ঠিক ঐটাই।
শীতকালে একা একা লেপ গরম হয় নাহ সেজন্য বিয়ে বেশি।🤩 আর শীতকালে ডিভোর্স দিলে একা হয়ে পড়বে সেজন্য ডিভোর্স কম হয়।😜😜
যুক্তি আছে কথায় 🤣। একমত ভাই আপনার সাথে।