আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
জীবন আমার যেমন তেমন,
কোন-মতই আছি।
প্যারা নিয়েই জীবন আমার,
বেশ ভালোই আছি।
জীবন আমার যেমন তেমন
ট্রেনের মতই চলে,
গন্তব্যের ঠিকানা নেই
ধীর গতিতেই চলে।
লেখক
লেখক এর অনুভূতি:
দুঃখ এবং কষ্ট আমাদের জীবনের দুটি অংশ। একে অপরকে ছাড়া যেন কোনটাই পরিপূর্ণ নয়। তাই জীবনে যেরকম সুখের প্রয়োজন আছে ঠিক তেমনি দুঃখের প্রয়োজন আছে। সমস্যাহীন পৃথিবী যেন খোসা ছাড়া ডিমের মতো।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জীবন মানে প্যারা শত ব্যস্ততায় থাকি
ব্যস্ততার মাঝে আনন্দ পেয়ে
নিজের মতো করে বাঁচি,
শত কষ্টের মাঝে একটু সুখ পেলেই
মনে মনে হাসি।
জীবন চলে নদীর মত
জীবন আমার আগের মতই,
চলছে জীবন জীবনের গতিতে
ঠিক যেমন গতি হারা নদীর মত।
মাঝে মাঝে আমরা ব্যস্ততার মাঝেও আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি। কারণ আনন্দ আমাদেরকে বাঁচিয়ে রাখে। আপু আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন হয়েছে।
জীবন আমার যেমনই হোক
কাটছে ভীষণ ভালো,,
প্যারা থেকে শিক্ষা নিয়ে
ছড়িয়ে দেবো আলো।
ট্রেনের মত জীবন আমার
ট্রেনের মতই চলে,
গন্তব্যের স্বপ্নচূড়া
যাবে না বিফলে।
জন্মটা হোক যেমন তেমন
কর্মটা হোক ভালো,,
সফলতার আলো দিয়ে
দূর করব কালো।
♥♥
অসাধারণ লিখেছেন আপু... আমার তো খুব ভালো লেগেছে আপনার অংশটি।
ধন্যবাদ প্রিয় আপু
♥♥
সত্যি আপু মাঝে মাঝে প্যারা থেকে আমরা জীবনের অনেক শিক্ষা পাই। আর জীবন হয়তো জীবনের মতই চলছে। আপনার লেখা কবিতার লাইন গুলো অসাধারণ হয়েছে আপু।
ধন্যবাদ আপু
♥♥
বাহ্ আন্টি আপনার অনু কবিতাটি চমৎকার হয়েছে পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আন্টি।
জীবন আমার যেমন তেমন,
কোন-মতই আছি।
প্যারা নিয়েই জীবন আমার,
বেশ ভালোই আছি।
জীবন আমার যেমন তেমন
ট্রেনের মতই চলে,
গন্তব্যের ঠিকানা নেই
ধীর গতিতেই চলে।
স্টেশন কত এলো গেলো
হিসাব যে তার এলোমেলো,
ছোটার সুখেই ছুটে ফিরি
পিছে ফেলে পাহাড় গিরি
বন্ধন সকল ছিন্ন করি,
দুনিয়া জুড়ে ছুটে ফিরি।
জীবন আমার যেমন তেমন
প্যারার মাঝেই আছি,
এত প্যারা চাপে পড়ে
মরে গেলেই যেন বাচি।
ক্যায়া বাত! ক্যায়া বাত!! বেশ কবিতাও লিখা হয় দেখছি৷ দারুণ লিখেছি বৃত্ত।
ধন্যবাদ ধন্যবাদ।অনেক উৎসাহিত হলাম
সত্যি ভাইয়া জীবনের স্টেশন কত এলো কত গেল কিন্তু শেষে হিসাব মেলানো বড় মুশকিল। তবুও আমরা সুখ পাওয়ার আশায় ছুটে চলেছি। দারুন লিখেছেন ভাইয়া।
ধন্যবাদ আপু।
জীবনে অনেক বাধা বিপত্তি আসবে তারপরও আমাদেরকে এই জীবন নিয়ে চলতে হবে। দাদা আপনার অনু কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকেও ধন্যবাদ দাদা উৎসাহিত করার জন্য।
জীবন নামের রেল গাড়িটা
চলে যাচ্ছে বেশ,
সুখ-দুঃখআমার জিবনে,
নেই তো তার শেষ
সুখের পেছনে ছুটে যারা
সুখ তাদের দেয় না ধরা,
দুঃখ আমার বসতবাড়ি
দুঃখ চলার সাথী,
এই দুঃখকে ছুটি দিয়ে
সুখ নিয়ে আসি ।
জীবন আমার যেমন তেমন
ব্যস্ততায় কাটে,
এত প্যারা মাথায় নিয়ে
জীবনটা কি বাঁচে।
জীবন আমার যেমন তেমন,
হাসি খুশি থাকি।
কাজে কর্মে ব্যস্ততায় আমি,
তবুও সুখে থাকি।
জীবন আমার যেমন তেমন,
অনেক সমস্যা নিয়ে থাকি।
পরিবারের সবাই একসাথে মিলে,
সমাধান করেই বাঁচি।
জীবন আমার যেমন তেমন,
ঠেলা গাড়ির মতো,
সেটাকে এগিয়ে নিয়ে,
প্লেনের মতো চলি।
জীবন আমার যন্ত্রণাময়,
সুখের পাখি হয় উদয়,
একটু মনে সুখ দিয়ে,
ফুরুত করে যাই উড়ে।
জীবন আমার নদীর মতো,
বেয়ে চলছে কোন মতো।
প্যারাময় এই জীবনে,
চিল করি ক্ষণে ক্ষণে।
জীবন আমার যেমন তেমন,
নৌকার মতোই ভাসে,
কুল কীনারা পায় না খুঁজে,
তবুও আছে ভেসে।
বাহ দারুন লিখেছো তো। জীবন এতো যন্ত্রণা হয় কেন
? জীবন নিয়ে এত প্যারা নিলে হবে চিল করতে হবে বন্ধু চিল
হ্যাঁ বন্ধু জীবনে চিল করতে হবে চিল। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
অচিন গন্তব্যের পথে
প্রিয় বাড়িয়েছি হাত
জীবনের ঠিকানা খুঁজতে গিয়ে
পেয়েছি শুধুই আঘাত।
সপ্ন নিয়ে ভালো আছি
সপ্ন নিয়ে বাঁচি
জীবন নামের রেলগাড়িটা
চলছে ধিকী ধিকী।
বাহ আপু অসাধারণ লিখেছেন। আসলেই আপু স্বপ্ন নিয়ে ভালো আছি স্বপ্ন নিয়েই বেঁচে আছি।
ওয়াও আপু আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। সত্যি বলতে জীবন তো ঠিক এভাবেই চলে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
জীবন আমার যেমন তেমন
যাচ্ছে এমন কেটে
ঝুট ঝামেলা নিয়ে আমার
নিত্যটা দিন কাটে।
জীবন আমার চলে যাচ্ছে
বহতা নদীর মতো
বয়ে চলি নিরবধি
শত কিছুর মাঝেও।
হয়তো জীবন কেটে যায় জীবনের মত। তবুও আমরা হয়তো কোন নতুন আশা নিয়ে বেঁচে থাকি। আপু আপনার লেখা কবিতার লাইনগুলো চমৎকার হয়েছে।
জীবন নিয়ে ভালোই আছি বেশ
ঘুরে বেড়াচ্ছি বিন্দাস
হঠাৎ করেই বেড়ে যায় টেনশন
তাইতো থেমে যায় মন
জীবন আমার দুঃখে ভরা,
আশার আলো দেয়নি ধরা।
পাবো কি দেখা সে আলো
মন হবেনা আর তখন কালো।
হয়তো আবার জীবন হবে রঙিন
করতে হবে অপেক্ষা সময়ের।
জীবন আমার চলছে বেশ,
হৃদয়ে নেই দুঃখের রেশ
ওয়াও বন্ধু তুমি দেখছি বেশ দারুণ অনু কবিতা লেখা শিখে গিয়েছো। তোমার অনু কবিতাটি পড়ে অনেক অনেক ভালো লাগলো বন্ধু অসংখ্য ধন্যবাদ তোমাকে।
জীবন আমার এমনি
বেঁচে আছি তেমনি
সুখ আছে যতদিন
টাকা ছিল ততদিন
জীবন চলছে জীবনের মত
লক্ষ্য নেই আমার
জীবনের গতি খুঁজতে
জীবন গেল মুছে
অর্থ ছাড়া জীবনে ভালো থাকা সত্যিই অনেক কঠিন। তবে অনেক সময় অর্থ দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না। তবে যাই বলুন না কেন আপনার লেখা কবিতার লাইন গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া।