এবিবি- ফান প্রশ্ন-১০৮ || নতুন বছরে আপনাদের সংকল্প কি?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

নতুন বছরে আপনাদের সংকল্প কি?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

নতুন বছরের আমার সংকল্প ঘুমের পরিমাণ বাড়ানো 😁।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 months ago 

সংকল্প ডিপেন্ড করছে অফিসের উপর। কামনা করছি আমার অফিস কাল থেকে ১ বছর বন্ধ থাকবে কিন্তু মাসে মাসে সেলারি একাউন্টে চলে আসবে। আর আমি দেশের ৬৪ জেলায় ঘুরব। আহা কে ঘুম থেকে ডাকল, স্বপ্নটা ভেংগে গেল।

 3 months ago 

এরম স্বপ্ন যেন সবার হয়

 3 months ago 

শান্তি চুক্তির পূর্ণ প্রতিফলন, অশান্তির সাথে বিচ্ছেদ ঘটানো। সুখের দরজার তালা ভাঙ্গা আর দুঃখের দরজায় ডাবল তালা লাগানো। পার্কে ঢুকার অনুমতি নেয়া, বাদামের সাথে ফেল সখ্যতা বৃদ্ধি করা। আর কিছু বলতে গেলে মুখে তালা লেগে যাবে, হা হা হা।

 3 months ago 

সুখের দরজার তালা ভাঙতে গিয়ে আবার যেন দরজার কবজি না খুলে আসে। তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। 😅😅😅

 3 months ago 

আর বাদাম ওয়ালাদের বাকিগুলা 😜😜

 3 months ago 

তালা লাগবেনা। লাগলেও চাবি করিয়ে নিতে হবে। হাঃ হাঃ

 3 months ago 

গত বছরের শেষে যেসব সংকল্প করেছিলাম, এবছরেও সেসব সংকল্প করব।এবং সামনে বছরেও সেসব সংকল্প করব।কারন পূরণ তো হবে না।এভাবেই সংকল্প করেই যাব।

 3 months ago 

এইবার পূরণ করতেই হবে।

 3 months ago 

বেস্ট অফ লাক দাদা।

 3 months ago (edited)

নতুন ভাবে জীবন শুরু করবো, ভালো ভাবে পড়াশুনা করবো। আরো কত কিছু আছে তবে এসব না হয়ে অলস হয়ে যাবো। হিহিহি।

 3 months ago 

আমি তো বই কিনতে কিনতে টেবিল শিক্ষিত বানিয়ে ফেলবো। নিজে তো আর শিক্ষিত হতে পারলাম না। 🤪🤪🤪

 3 months ago 

পরের টা হলে আগের টা এমনিই হয়ে যাবে। 😁

 3 months ago 

তবে আমার পরিকল্পনা এখন যেই হারে ঘুমাচ্ছি সেই হারেই ঘুমানো 🤭। আমি এখনও একটু বেশিই ঘুমাই😁। আর একটা পরিকল্পনা হচ্ছে অনেক অনেক টুর দেওয়া, তবে সেটা স্টিমের দাম বাড়ার উপর ডিপেন্ড করে🥺। আর হচ্ছে আগামী বছরও যেন এভাবেই আমার বাংলা ব্লগের সাথে থাকতে পারি💜।

 3 months ago 

একদম পারফেক্ট উত্তর দিয়েছেন আপনি। ভ্রমণ আর ঘুম। আহা😊😊😊😊

 3 months ago 

আহা। ঘুম সেই হারেই থাকুক। হাঃ হাঃ

 3 months ago 

ভালো একটা চাকরি জোগাড় করতে হবে, তাড়াতাড়ি বিয়ে শাদী করে জীবনটাকে শেষ করে দিতে চাই, শান্তিময় জীবন আর ভালো লাগছে না জীবনে কিছু প্রবলেম দরকার 😀😂🔫

 3 months ago 
ভাবছি এই বছর একটা চিরকুমার সংঘ করবো এবং সেই সংঘের সেক্রেটারি হবো আমি। তারপর দলবল নিয়ে ঘুরে বেড়াবো সব পার্কে এবং বনে জঙ্গলে। আর যেখানেই প্রেমিক-প্রেমিকা দেখতে পারব, রীতিমতো বোম মেরে উড়িয়ে দেবো।
 3 months ago 

আমিও সেই দলে নাম লেখাবো

 3 months ago 

নতুন বছরে আমার সংকল্প নতুনভাবে সবকিছু শুরু করার।

 3 months ago 

বাহ্। খুব সুন্দর। নতুন ভাবেই চলা।

 3 months ago 

নতুন বছরে আপনাদের সংকল্প কি?

যে করেই হোক স্টিমের দাম বাড়াতে হবে।

 3 months ago 

ধ্যান করা শুরু করি চলো।

 3 months ago 

নতুন বছরে আপনাদের সংকল্প কি?

নতুন বছরে আমার সংকল্প।
বিগত বছরের সব ব্যর্থ স্মৃতি গুলোকে ভুলে গিয়ে নতুন করে পাহাড়ের গুহায় ছয় মাস ধ্যানে বসে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে নতুন করে মেয়ে পটাতে হবে।

 3 months ago 

তা আগে কয়টা ছিলো ভাইয়া?

 3 months ago 

তারপর আবার গুহায় ফেরত যেতে হবে

 3 months ago 

ঐ যে আমিও ঘুমাতে পারি না বাবুর জন্য ঠিকমত☹,সেই জন্য চাই দিনের অর্ধভাগ ঘুম, তার পাশাপাশি পুরো রাত ঘুম🤭।এরপর আসি এই বছর যা যা পাই নাই, আগামী বছর যেন তার থেকে ১০ গুন বেশি পাই,হাহাহা।

 3 months ago 

১০গুণ ঘুম বেড়ে গেলে সমস্যা হবে 🤣

 3 months ago 

নতুন বছরে আমার সংকল্প অশান্তির সাথে ব্রেকআপ করে শান্তির সাথে প্রেমের সম্পর্ক তৈরি করব।
কে কে আমার সাথে আছেন হাত তুলুন !!!

 3 months ago 

আমি আছি

 3 months ago 

চলুন দাদা শান্তিকে খুঁজতে শুরু করি।
শান্তি..ই...ই....ই...ই !!!!

 3 months ago (edited)

নতুন বছরে মাথায় এত এত স্বপ্ন। কোনটা রেখে কোনটা বলবো। তার মধ্যে দু একটি না হয় আপনাদেরকে বলি-
1.একদিনের জন্য ফাটাকেষটো হওয়ার চেষ্টা করব।
2.সব পার্ক গুলোকে একদিনের জন্য বন্ধ করে দিব।
3.রান্না করার দায়িত্ব পুরুষদেরকে দিয়ে দেব।
4.রাত্রে আটটার পর কপোত কপোতিদের বাহিরে চলাফেরা বন্ধ করে দিব।😀😀😀😀😀😀

 3 months ago 

৩ নাম্বারে অনেকেই পটু

 3 months ago (edited)

নতুন বছরে আপনাদের সংকল্প কি?

নিজের কাজের গতিকে দ্বিগুণ করে এবং সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই। সাথে অজস্র মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চাই।

 3 months ago 

আপনি জায়গা করে নিয়েছেন

 3 months ago 

নতুন বছরের প্রথমেই বিয়ের বিভিন্ন ব্লগ দেখবো, তাহলে বিয়ের সম্ভবনা বেশি হবে আশা করছি। 🙈🙈🙈

 3 months ago 

তাহলে দেখা শুরু করে দিন। এইবছর হবেই

 3 months ago 

নতুন বছরে আমি চাইবো সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে যেতে। পুরাতন বছরের ভুল গুলোকে ভুলে যেয়ে নতুন বছরে যেনো ভালো কিছু করতে পারি এই প্রত্যাশাই থাকবে। আমার বাংলা ব্লগের প্রতিটি মানুষ এর জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা। সবাই যেনো সুন্দর ভাবে নতুন বছরটি অতিবাহিত করতে পারি সেই প্রার্থনাই থাকবে। ❤️❤️❤️।

 3 months ago 

অতীত ভুলে এগিয়ে যাওয়া শ্রেয়

 3 months ago 

স্টুডেন্টদের লিডার হয়ে বিনা পরিক্ষায় সব ক্লাসে পাশ করে দেয়ার দাবি উত্থাপন করা।

 3 months ago 

অনলাইনে হলে বেশী ভালো হয় নাকি?

 3 months ago 

কোনো কিছুই বেশি করে করবো না😁। হালকা করে ঘুমাবো 😪, হালকা করে খাবো 🌝। হালকা করে নতুন জামা কিনবো 🌚।

 3 months ago 

হালকা করে নতুন জামা। তাহলে তো পুরো দোকান উঠে আসবে। হাঃ হাঃ

 3 months ago 

😂😂 তা হালকা করে আসবে🌚।

 3 months ago 

নতুন বছরে আপনাদের সংকল্প কি?

সৃষ্টিকর্তার প্রতি বেশি বেশি আনুগত্য প্রকাশ করার।

 3 months ago 

আচ্ছা। বেশ ভালো ইচ্ছে।

 3 months ago 

কামনা করি, সব ধরনের স্থবিরতা কাটিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। দেশে ফিরে আসুক শান্তি, সমৃদ্ধি, স্বস্তি ও গতিময়তা। নতুন বছরে আমার সংকল্প হলো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে নিজের জীবনেকে সুন্দর করে তোলা।

 3 months ago 

দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো।

 3 months ago 

০১। সিংগেল কমিনিটির নির্বাচানে সভাপতির পদে নির্বাচন করা।😅
০২। ১৪ই ফ্রেবরুয়ারীতে সমস্ত পার্ক সহ বিনোদনের জায়গা গুলো তালাবদ্ধ করা।😅
০৩। ফুচকা, চটপটি,আইসক্রিম,চকলেটের দাম শত গুন বৃদ্ধি করা।😅

গুম হয়ে যাওয়া ভয়ে আর কিছু বললাম না।😄😄

 3 months ago 

বাহ অসাধারণ উত্তর 🤣🤣

 3 months ago 

নতুন বছরে নতুন করে পড়ার রুটিন বানাবো। আর রুটিন বানাতে বানাতেই খাতা আর কলমের কালি শেষ করব। কিন্তু পড়া আর পড়বো না। 😅😅😅

 3 months ago 

আহা রে। বই গুলো নতুন থেকে যাবে

 3 months ago 

নতুন বছরটা নতুন করে সাজিয়ে নেবো, সবার সাথে ভালো ব্যবহার করব এবং সবাইকে সাথে নিয়ে আনন্দময় মুহূর্ত উপভোগ করব এবং আমার বাংলা ব্লগকে ব্লগিং করে যাব।

 3 months ago 

তাই হোক। বছর ভালো কাটুক।

 3 months ago 

নতুন বছর থেকে আমার সংকল্প হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর।

 3 months ago 

অপেক্ষায় রইলাম ভাই 🙏

 3 months ago 

নতুন বছরের শুরুতেই কক্সবাজার ট্যুরস দিতে চাই। সম্ভব হবে কিনা জানিনা ব্যস্ততার কারণে, তবে এটাই সংকল্প ছিল।

 3 months ago 

পারবেন। প্ল্যান করে নিন শুধু।

 3 months ago 

প্রথমত অতীতের সব ব্যথা ভুলে যাব আর নতুন বছরে স্টিমের দাম বেড়ে যাবে আর আমি অনেক বড়লোক হয়ে যাবে তখন একটা বিয়ে করে লাইফ সেট করে নিব 🙂 বাকিটা ডিপেন্ড করতেছে স্টিমের দাম বাড়ার উপরে 😪

 3 months ago 

আহা। এইটা সবার স্বপ্ন

 3 months ago 

ভাবছি কয়েক ডজন জিএফ একচেন্জ করে আনবো।মানে পুরণগুলো জমা দিয়ে নতুন আনবো। প্রেমিকার সাথে থাকতে থাকতে জীবনটা বেদনা হয়ে গেছে😁

 3 months ago 

অতীতে সব স্মৃতি ভুলে নতুন বছর যেন নতুনভাবে শুরু করতে পারি। স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি বাবা মায়ের 🌼

 3 months ago 

স্বপ্ন গুলো পূরণ হোক

 3 months ago 

আমার পরিকল্পনা ঠিক আপনার উল্টো টা দাদা ঘুমের পরিমাণ কমানো। আর লেখাপড়া, কাজ, প্রেম সবকিছু পরিকল্পনা অনুযায়ী করা হি হি।।।

 3 months ago 

তাহলে তাই হোক

 3 months ago 

পুরোনো সব ছুড়ে ফেলে
নতুনকে করবো বরণ।
বিয়ে শাদী সব সেরেছ
নেই তো প্রেমের কারণ,
তারপর ও কেউ যদি হাত বাড়ায়
করবো নাকো বারণ
সুযোগ পেলে বউকে ছেড়ে
করবো তাকে আপন।
হা.হা..হা...

 3 months ago 

পাড়া শুদ্ধ লোক পেটাবে। হাঃ হাঃ

 3 months ago 

পুরোনো বছরের দুঃখের স্মৃতি ভুলে যাবো।আর পুরনো বছরের সুখ ও সাফল্যের স্মৃতি মনে করে সামনে এগিয়ে যাবো।

 3 months ago 

সব পেছনে ফেলে এগিয়ে যান

 3 months ago 

হা দাদা সেটাই চেষ্টা করছি।অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.06
JST 0.025
BTC 27265.97
ETH 1772.76
USDT 1.00
SBD 2.73