এবিবি-ফান প্রশ্ন ১৭৯ | পুরুষ মানুষের দ্রুত চুল পাকে কেন। ।

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

পুরুষ মানুষের দ্রুত চুল পাকে কেন ।

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

আমি নিজেই এর ভুক্তভোগী। কি করবো বুঝতে পারছি না, তাই আপনাদের মতামত জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

ভাইয়া পুরুষ মানুষের ঘরে বউয়ের প্যারা,অফিসে কলিগের প্যারা,বাহিরে গার্লফ্রেন্ডের প্যারা,মার্কেটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্যারা। চুল পাকবে না তো কি কাচাঁ থাকবে...? মাথা যে থাকে এটাই বেশি,হা হা হা।🤣🤣🤣

 2 years ago 

ভাই এখন চুল পাকার থেকে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে পুরুষ মানুষের মধ্যে। 🤭🤪

 2 years ago 

নারীর চুল কাঁচা রাখতে গিয়েই পুরুষের চুল পেকে যায়।

 2 years ago 

এটা একদম বাস্তবধর্মী সত্যি কথা বলেছেন ভাই।

 2 years ago 

সুন্দরী বউকে সামলানোর চেষ্টা করতে করতে, আর তার পিছনে নজরদারি করতে করতে ওই চুল আর চুল থাকে না হয়ে যায় হাতে গোনা কয়েকটি সরু কাঠি 😐। তারপর চুল গজানোর জন্য যেই না মাথায় দিয়েছে ঘী এর প্রলেপ, ওমনি ওই কাঠি গুলোতেও পাক ধরতে শুরু করে 🙂।

সুন্দরী gf থাকলে যে কি যন্ত্রণা সেটা পুরুষ মানুষ ছাড়া কেউ বোঝে না।😂

 2 years ago 

কেনো দাদা , তোমার gf কি খুব সুন্দর?? তুমি কীভাবে বুঝলে এই যন্ত্রণা 😂😂😂।

খুব সুন্দর। এই জন্যই তো চাপে আছি।🥺🥺

 2 years ago 

তাহলে একটু কম সুন্দর মেয়ে দেখে রিলেশনে যেতে পারতে দাদা। তাহলে আর এত চাপ থাকতো না 😂।

 2 years ago 

দাদা , আমি অনেক খুঁজে খুঁজে পুরুষ মানুষের চুল পাকার তিনটা কারণ বের করেছি-

১. যেসব অবিবাহিত ছেলেদের গার্লফ্রেন্ড নাই তারা গার্লফ্রেন্ড পাওয়ার তীব্র আশা রাখে। এই চিন্তায় তাদের চুল পেকে যায়।

২. যেসব অবিবাহিত ছেলেদের গার্লফ্রেন্ড আছে তাদের খরচ মেটানোর জন্য অনেকটা যুদ্ধ করতে হয়। টাকা পয়সার জোগাড় থেকে শুরু করে সবকিছু মেইনটেইন করা খুবই কঠিন কাজ। এই চিন্তায় ছেলেদের চুল পেকে যায়।

৩.বিবাহিত পুরুষদের বউ আর সংসারের টেনসনে খুব তাড়াতাড়ি চুল পেকে যায়।

উপরোক্ত কারণগুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে পুরুষ মানুষ হলে কোন অবস্থায় রক্ষা নেই। যে কোন অবস্থায় চুল পাকতে তাদের বাধ্য। এইজন্য দেখা যায় পুরুষ মানুষের চুল অল্প বয়স থেকেই পাকা শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত এই প্রসেস চলতে থাকে।

 2 years ago 

অবিবাহিত পুরুষ মানুষের চুল পাকে বাবা-মাকে বোঝানোর জন্য যে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আর বিবাহিত পুরুষদের চুল পাকে উকি মেরে পাশের বাড়ির ভাবিকে দেখতে দেখতে।🤭🤭

 2 years ago 

কারন পুরুষ মানুষ বেশি সন্দেহবাতিক হয়।তাই বউয়ের চিন্তায় দ্রুত চুল পাকে।হি হি

আমার তো বউও নেই আবার gf ও নেই তাহলে আমার চুল কেনো পেকে যাচ্ছে...?😭

 2 years ago 

কারণ তোমার gf তোমাকে রেখে পালিয়েছে সেই চিন্তায়।

আমার আবার gf কবে হলো। হা হা হা....😂

 2 years ago 

তাহলে তুমি gf এর স্বপ্ন দেখতে দেখতে মাথায় একদিন ঘি ঢেলেছিলে এইজন্য এখন চুল পেকে যাচ্ছে ।☺️☺️

 2 years ago 

চুল পাকে মূলত বয়সে।তবে ইদানীং সময়ে পুরুষ মানুষের দ্রুত চুল পেকে যায়। তার মূল কারন টেনশন।আর এই টেনশনের উৎপত্তি মেয়ে মানুষ।যদিও পুরুষ মানুষের সুখের জন্য মেয়েরা ভুমিকা রাখে। তবে বর্তমান সময়ে সেটা খুবই কম।

 2 years ago 

পুরুষ মানুষের দ্রুত চুল পাকে কেন ।

শুনেছি বেশি টেনশন করলে মানুষের চুল পেকে যায়। আর পুরুষ মানুষের সাংসারিক এবং বাইরের বিভিন্ন ধরনের টেনশন মাথায় নিয়ে চলতে হয়, যার ফলে পুরুষ মানুষের দ্রুত চুল পেকে যায়।

 2 years ago 

পুরুষ মানুষ মেয়ে মানুষের তুলনায় এক ডিগ্রি কম বোঝে, এজন্য তাদের চুল দ্রুত পেকে যায়।

এক ডিগ্রি কম বোঝার সাথে চুল এ পাক ধরার কি সম্পর্ক...? হা হা হা হা....

 2 years ago 

কম বুঝলে তো সমস্যা,এতে তার ব্রেনে চাপ পড়ে যে আমি কম বুঝি।এটা ভাবতে ভাবতেই চুলে পাক ধরে যায়। বুঝে নিন এবার ব্যপারটা। 🤣

 2 years ago 

বৌ ও গার্লফ্রেন্ডকে কিভাবে একসাথে সামলাবে ,সেই চিন্তায় পুরুষ মানুষের দ্রুত চুল পাকে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.032
BTC 107968.52
ETH 3888.76
USDT 1.00
SBD 0.57