আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতা আসর -১১

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

এই আমাদের বাংলা ব্লগ,
এই আমাদের দাদা।
বাংলা উইটনেসকে ভোট দিয়ে
আমরা হব রাজা।
দল বেঁধে সব ছুটে এসো,
বাংলা ব্লগকে ভালোবাসো।
দাদার চাওয়া কর যে পূরণ,
তিনিই যে আমাদের করেছেন আপন।

লেখকঃ

@tangera

লেখকের অনুভূতিঃ

বর্তমানে আমরা খুব চ্যালেঞ্জের মধ্যে রয়েছি বাংলা উইটনেসের ভোট নিয়ে।তাই এই বিষয়টি নিয়ে একটি কবিতা লিখলাম সবাইকে উৎসাহ দিতে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

এই আমাদের বাংলা ব্লগ
সবার ভালোবাসা,,
বাংলা উইটনেসকে ভোট দিয়ে
পূরণ করব আশা।

মাথার উপর ছাতা হয়ে
আছেন প্রিয় দাদা,
আমার বাংলা ব্লগে সবাই
একই সুতায় বাধা।।

বাংলা ভাষার মর্যাদা কে
শীর্ষে নেয়ার লক্ষ্যে,
বাঙালিরা আমরা সবাই
আছি দাদার পক্ষে।

দাদার স্বপ্ন হবে পূরণ
এই আশাটা করি,,,
এসো সবাই দল বেধে আজ
দাদার হাতটি ধরি।
♥♥

 2 years ago 

পরস্পরের সাথে পরস্পরের মনের সংযোগ
সীমানা ছাড়িয়ে ভাষা দিয়ে বাড়ছে যোগাযোগ,
ভাষার টানে-প্রাণের টানে সবাই আমার ব্লাংলা ব্লগে
হৃদয়ের ভাব-অনুভূতি দিয়ে সাজাচ্ছি ব্লগকে,
স্বপ্ন মোদের শীর্ষে যাওয়া ভাষাকে সামনে রেখে
ব্লকচেইনে রাজত্ব করা দাদাকে লিডার মেনে।

 2 years ago 

এই আমাদের বাংলা ব্লগ,
এই আমাদের দাদা।
বাংলা উইটনেসকে ভোট দিয়ে
আমরা হব রাজা।
দল বেঁধে সব ছুটে এসো,
বাংলা ব্লগকে ভালোবাসো।
দাদার চাওয়া কর যে পূরণ,
তিনিই যে আমাদের করেছেন আপন।

এই আমাদের বাংলা ব্লগ
যেখানে দাদাই আমাদের সব।
বাংলা উইটনেসকে দিয়েছি ভোট
বেঁধেছি আজ বাংলার ঐক্যজোট।

আনন্দ আজ বাঁধন হারা ,
বাংলা ব্লগ সবার সেরা ।
দাদার স্বপ্নে আজ করছি বিচরণ
হবেই হবে একদিন সুখ আহরন ।

 2 years ago 

বাংলা ভাষা ভালোবাসি, বাংলা আমার প্রাণ
আমার বাংলা ব্লগ দাদার দেওয়া দান।
দাদা সবার চোখের মনি, বাংলা ব্লগের প্রাণ
তাইতো দাদাকে রাজা বানাতে
বাংলা উইটনেসকে একটি ভোট দিয়ে যান।

 2 years ago 

সময়ে হোক বা অসময়ে,
দাদা আছেন আমাদের নিয়ে।
হাজারো ব্যস্ততার মাঝে,
পাই যে মোরা তারেই কাছে।

এ যেন এক অমূল্য রতন,
পাবে না কেউ তাহার মতন।
শত বাধা-বিপত্তিতে,
থাকি মোরা একই সাথে।

 2 years ago 

চলছে এখন চরম উত্তেজনা,
আমার বাংলা ব্লগের পদচারনা।
দাদাই করেছে এসবেরই সৃষ্টি,
বাংলা উইটনেসে সকলের পড়ুক সুদৃষ্টি।
সব বাঁধা পেরিয়ে ,হাতে হাত রেখে,
বাংলা ব্লগকে ভালোবেসে পৌঁছাও উচ্চশিখরে।
দাদার রঙিন স্বপ্ন পূরণ,
সবাই মিলে বাংলাকে করো হে বরণ।।

 2 years ago 

এই আমাদের বাংলা ব্লগ,
এই আমাদের দাদা।
বাংলা উইটনেসকে ভোট দিয়ে
আমরা হব রাজা।
দল বেঁধে সব ছুটে এসো,
বাংলা ব্লগকে ভালোবাসো।
দাদার চাওয়া কর যে পূরণ,
তিনিই যে আমাদের করেছেন আপন।

আপন করে দাদা আমাদের দিয়েছে বাংলা ব্লগ,
এই পরিবারের সদস্য হয়ে আমি হয়েছি ধন্য।
ধন্য মোরা একইসাথে মাতৃভাষার জন্য,
মাতৃভাষায় ব্লগ করে আমরা পেয়েছি আনন্দ।
একই সাথে থাকব মোরা আনন্দ আর মজা করে,
এপার ওপার দুই বাংলা মিলে থাকবো।
মোরা আমার বাংলা ব্লগের ছায়া তলে।

 2 years ago 

দাদা দাদা দাদা
দাদা আমাদের সব,
আমাদের জন্য তৈরি করেছেন
আমার বাংলা ব্লগ।

বাংলা উউটনেস আমার ভোটে
আছে এখন ১৭ নাম্বারে,
বাকিরা সবাই ভোট দিয়ে
নিয়ে আসেন ১ নাম্বারে।

Loading...
 2 years ago 

দাদার যে তুলনা,
আর কিছুতে হবে না।
দাদা সাথে আছে বলে,
ভোট দেব দলে দলে।
আমাদের এ প্রচেষ্টা,
থাকবে জানি সর্বদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59264.94
ETH 2604.33
USDT 1.00
SBD 2.38