এবিবি-ফান প্রশ্ন ১৫০ || নাই মামার চেয়ে কেন কানা মামা ভাল?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
নাই মামার চেয়ে কেন কানা মামা ভাল?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কানা মামা থাকলেও তো তাকে ডাকা যায় মামা মামা বলে।আর মামা না থাকলে যেমন ডাকও দেওয়া যায় না ঠিক তেমনি মামীও পাওয়া যায় না, ফলে মামাতো ভাই বোন মিস হয়ে যায়।চাকরি মিস হয়ে যায়, কারণ আজকাল মামা না থাকলে চাকরি-বাকরি হওয়াও কঠিন ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কানা মামা থাকলেতো তাও, মামা বলে ডাকা যায়, সেই সূত্রে মামা বাড়ির দুধ ভাতও পাওয়া যায়। কিন্তু যেখানে মামা থাকে না সেখানে তো দুধ ভাতের প্রশ্নই ওঠে না। তাই নাই মামার চেয়ে কানা মামা ঢের ভালো।
মামা কানা হলেও ভালো অন্তত বিপদের সময় ঢাল হিসেবে ব্যবহার করা যাবে।
মামা ভাগিনা যেখানে বিপদ নেই সেখানে 😅
মাঝে মাঝে তো মামার কান্দে বিপদ উঠিয়ে দিয়ে পগার পার হওয়া যাবে 🤪
মামা কানা হলেও পটিয়ে পাটিয়ে জিনিস তো কেনা যাবে। কিন্তু মামা না থাকলে কিনবো কি করে?🙂 তাই নেই মামার থেকে কানা মামা ভালো।
চাকরির বাজারে গিয়ে দুর সম্পর্কের কানা মামার একটু হাওয়া যদি শরীর লাগে তাহলে তো চাকরিটা হয়ে যায়। চাকরি পেলে নাহয় কানা মামাকে একটা চশমা কিনে দিবো। আর বলবো নাই মামার চেয়ে আমার কানা মামাই ভালো।
😅😅
কারন কানা মামার কাছ থেকে খুব সহজেই সম্পত্তি হাতানো যায় ,আর মামা যদি নাই থাকে তাহলে তো কপালে কিছুই জোটে না।
Good
Thank you.
মামার যদি বিয়ে হয়ে যায় তাহলে এটা আর সম্ভব না। যা করার বিয়ের আগে করে নিতে হবে। একবার মামী চলে আসলে কিছুই পাবে না। হা হা হা....
আপনি যে মামী আসার আগেই সব হাতিয়ে নিবেন তা তো জানি। আপনি যা বিপদজ্জনক
অন্যের জিনিষ হাতানোর দরকার নেই। আমার যা আছে আমি তাতেই খুশি।😎
এত সম্পত্তি কি করবেন আপু? আপনি তো দেখি খুব সহজেই সম্পত্তি হাতানোর ধান্দা করতেছেন। হাহাহা
মামা না থাকার চাইতে কানা মামা হলেও লাভ আছে। কারণ অন্তত তার নাম ভাঙিয়ে একটা চকলেট হলেও খেতে পারব। তাই নাই মামার চেয়ে কানা মামা ভাল।🤣🤣
এক কথায় বলতে গেলে কোন কিছু না থাকার চাইতে থাকাই ভালো। তাই বলা হয় নাই মামার চেয়ে কেন কানা মামা ভাল।
বউ জীবনে যতই প্যারা দেক না কেন,একাকী নিঃস্ব থাকার চাইতে প্যারা দেওয়া বউ থাকা ভালো।
নাই মামা বলতে,মামা না থাকলে তো পুরোই লস মানে ক্ষতি। আর কানা মামা থাকলে তো যেকোন সময় যেকোন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে,কারণ কানা মামা বলে কথা। তাই কানা মামা থাকলে লাভ আর লাভ। আর সেজন্যই লোকে বলে নাই মামার চেয়ে কানা মামা থাকা ভাল।🤣🤣🤣
Good