আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
হৃদয়ের মাঝে লুকানো আছে
যত যন্ত্রনার ব্যাথা
তোমার বিরহে নির্জীব আছে
যত কল্পনার কথা।
তুমি কি বুঝ হৃদয়ের ক্ষত
আড়ালে থাকা কষ্ট?
তুমি কি বুঝ স্পন্দন যত
তোমাতে সদা মত্ত?
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার সমীকরণটা হয়ে থাকে ভিন্ন, যাকে বুঝাতে চাই হৃদয়ের যত স্বপ্ন সে বুঝে সবটাই শুধু গল্প। যন্ত্রনার আড়ালে থাকা সব কষ্ট, বুঝে না সে কোনদিন হৃদয়ের স্পন্দনগুলো শুধু তারই জন্য।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





মনের মাঝে অব্যক্ত ভাষায়
কিছু শব্দ সাজানো গুচ্ছাকারে
সব দুঃখ ডুবসাগরে অচেতন
যত রাগ ,ক্ষোভ-অভিমানে।
তুমি কি শুনতে পাও এই আর্তনাদ
বুকফাটা কান্নার ধ্বনি?
তুমি কি চোখ মেলে দেখ অনুভূতিরা
আজ কেন তোমাতে শিকলে বন্দী?
বেশ সুন্দর হয়েছে, উপরের লাইনগুলোর সাথে একদম এককার হয়ে গেছে। ধন্যবাদ
অনুপ্রেরণা পেয়ে কবিতাটি পূর্ণতা দিলাম নিজে একটি পোষ্ট লিখে ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে ও🙏।
তুমি কি বোঝো মনের ব্যথা
হৃদয়ের নীল নিষিক্ত?
তুমি কি বোঝো আমার অব্যক্ত চাহুনি
প্রেমের আল্পনার মতো।
তুমি কি বোঝো চোখের ভাষা
আর পাঁজরের যত ক্ষত?
যদি না বোঝো তবে এসোনা
এসোনা আর কামনাময়ীর মতো।
বাহ,অনেক সুন্দর হয়েছে দাদা।
বুঝবেনা কেন অবশ্যই বুঝবে, না বুঝলেতো সমস্যা ।
এতদিন জানতাম আপনি একজন ভালো ফটোগ্রাফার। এরপর আপনার আর্ট দেখে মুগ্ধ হয়েছি। আপনি যে এত ভালো কবিতা লিখতে পারেন এটা কিন্তু জানা ছিল না ভাইয়া। সত্যি ভাইয়া কবিতার লাইন গুলো একেবারে দারুণ হয়েছে। অনুরোধ করবো ভাইয়া এখন থেকে সপ্তাহে একটা হলেও কবিতা পোস্ট আমাদের জন্য শেয়ার করবেন এবং আমাদেরকে পড়ার সুযোগ করে দিবেন। প্রতীক্ষায় রইলাম ভাইয়া।
আপনাদের মতো কবিতা লিখতে গেলে আমার দাঁত ভেঙে যাবে একেবারে। হিহিহি 😛
পুরাই মাথা নষ্ট অনু কবিতা।
ভাইয়া বুঝাতে পারলেই তবে বুঝবে। হি হি হি
কবিতা পড়ে তো রীতিমতো সন্দেহ তৈরী হয়েছে, বাড়িতে পুলিশ পাঠাতে হবে এটা যাচাই করার জন্য কে লিখেছে আপনি না ভাবি, হা হা হা
হাহাহা,, আমিই লিখেছি ভাই। আপনার কবিতার লাইনের তালে তালে হয়ে গেল 😜।
তাহলে একটু চেক করতে হবে, তালে তালে আর কি কি হয়, হা হা হা
তালে তালেই তো সব হয় ভাই 😜
এইটুকু সত্যিই অসাধারণ হইছে। ❤️
ধন্যবাদ 💝
হৃদয়ের মাঝে গেঁথে গেছে,
ভালোবাসার ফুলের কাঁটা।
কোনো ভাবেই ছাড়াতে পারছি না,
তোমার ভালোবাসা ছাড়া।
তুমি কি পারছোনা বুঝতে,
নাকি চাইছো না আমাকে খুঁজতে।
তুমি কি করবে অভিমান,
নাকি রেগে গিয়ে করবে অপমান।
বুকের ভেতরে রেখেছি আবেগে
তুমি আছো অন্তরের নিরিখে।
ফুলের কাঁটায় জর্জরিত আমি,
ভালোবাসা দিয়ে রাখবে কি তুমি।
হৃদয়ের কথাগুলো হৃদয়ে লুকিয়ে রয়
প্রিয় তোমার দেওয়া আঘাতগুলো
আমার প্রাণে নাহি সয়।
তোমার বিরহে ব্যথিত হৃদয়
কল্পনায় খুঁজে সুখ
পাইনি কভু ভালোবাসা পেয়েছি শুধু দুখ।
তুমি কি বোঝো বিরহ আমার
হৃদয়ের ব্যাকুলতা?
তুমি কি খুঁজো মনে লুকানো
হাজার স্মৃতির কথা?
অনেক স্বপ্ন জমানো আছে,
আছে অনেক চাপা বেদনা।
বুঝবে কি তা তুমি কোনোদিন?
নাকি এইভাবেই চলবে প্রতিদিন??
আঁকড়ে ধরতে চাই যে তোমায়,
তুমি কি তা বোঝো না?
নাকি বুঝেও শুধুই গল্প ভাবো?
আমায় ভালোবাসো না!!
তুমি কি বুঝ আমার হৃদয়ের,
আছে যত ভালোবাসা।
তুমি কি বুঝ আমার হৃদয়ে তোমার জন্য,
বেঁধেছি আমি বাসা ।
তুমি কি বুঝ তুমিময় কাটে,
আমার সারাটা দিন।
তুমি কি বুঝ তোমার অপেক্ষায়,
করি আমি ভালবাসার ঋন।
তোমারি প্রেমে হৃদযের যাতনা
কেঁদে মরে সয়ে শত বেদনা
তোমার দেওয়া শত কোটি প্রেম
হৃদয়ের গহীন বেধেঁছে আজ ফ্রেম।।
ভুলিবো কেমনে ওগো প্রিয় তোমায়
দিয়েছো যে প্রেম হৃদয়ে আমার
সহিবো যাতনা যতই দেওগো আমায়
মন প্রাণ দিয়ে ভালবাসিবো যে তোমায়।।
হৃদয়ের কষ্ট হৃদয়ে রয়,
কথাগুলো সব গল্প হয়,
স্বপ্নগুলো সব মিথ্যে হয়,
তুমি কি বুঝো হৃদয়ের ভাষা !
তোমার প্রতি রয়েছে,
আমার গভীর ভালবাসা।
আমার হৃদয়ের যত আচরণ,
তোমার হৃদয়ে করে বিচরণ।
বোঝনা তুমি হৃদয়ের স্পন্দন,
তাইতো হৃদয়ে হয় রক্তক্ষরণ।
Hello!
Please write to me in telegram @alexmove12345 or tell me your messenger.
I have an offer for you!
Thanks, have a nice day!
তুমি আমার স্বপ্ন।
তুমি আমার আশা।
তুমি কি বোঝনা আমার চোখের ভাষা।
তোমায় আমি কতটা ভালোবাসি মন দিয়ে দেখনা।