আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০৮
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আর ভালো লাগে না,
নিজের ইচ্ছা গুলো পুরন করতে,
কখনও ইচ্ছে হয় না,
ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া করতে।
জীবনের এই পর্যয়ে এসে
ক্লান্তি দূর করার জন্য একটু
ভালো ঘুমের প্রত্যাশা করি।
তবে কি, এভাবেই কাটাতে হবে জীবনটা!
লেখক
লেখক এর অনুভূতি:
জীবনে সফল হওয়ার এই যুদ্ধে ভোগান্তির যেন শেষ নেই! দুঃখ কষ্ট সবকিছু মেনে নিয়ে হাসিমুখে জীবনটা চালিয়ে যাচ্ছি, যার জন্য মনে হয় জীবন থেকে সবকিছুই হারিয়ে গিয়েছে! এই বিষয়টি কবিতার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
স্বপ্নগুলো আকাশ ছোঁয়া,
পাব কি তার দেখা,
স্বপ্নের পিছন ছুটতে গিয়ে,
চারিদিকে তাকিয়ে দেখি আমি একা।
দায়িত্বের ভার কাঁধে নিয়ে চলছে এ জীবন,
জানিনা তার শেষটা হবে যে কখন,
জীবন যেন রেলগাড়ির মতন,
রোদ, বৃষ্টি, আকাশকে করেছে আপন।
অসাধারন লিখেছেন আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া।
জীবন মানে ছিলো আনন্দ,
বন্ধুর সাথে নদীর পাড়ে বসে গল্প করার মুহূর্ত।
আজ যেন হারিয়ে ফেলেছি,
আসলে এভাবেই কি?
জীবনটা শেষ হয়ে গেল।
এখন কি শুধু বিশ্রামের প্রয়োজন,
কেন জানি এখন চোখে শুধু ঘুম চলে আসে।
মনে হয় দুচোখ বন্ধ করে শুয়ে থাকি নিরবে,
ঘুমাতে চায় আমি এই অসীম শান্ত পরিবেশে।
মনে হলে কবিতার বাকি অংশ পড়লাম, ধন্যবাদ।
আপনাকে অনেকে ধন্যবাদ ভাইয়া❤️
ইচ্ছে করে না ঘরে বন্ধী থাকতে ,
ইচ্ছে করে দূর অজানার পথ
পারি দিতে ।
দিনের পর দিন স্বপ্নগুলো
হচ্ছে পূর্ণ একটু করে ,
তারপরও মন চায় দূর
আকাশটাকে ছুঁতে ।
ঘুম আর ঘুম শুধু
ছেয়ে আছে চোখটাতে ,
চাই জেগে জেগে রঙীন
স্বপ্নের জাল বুনতে ।
আপু আপনি যে এত ভালো কবিতা লিখতে পারেন এটা কিন্তু জানা ছিল না। কবিতার লাইনগুলো অসাধারণ হয়েছে।
মজা নিলেন নাকি সত্যি বললেন বুঝলাম না আপু🤔🤔
কি যে বলেন আপু মজা নিব কেন সত্যি সত্যি বললাম। ♥️♥️
অসাধারন হয়েছে, কে বলেছে আপনি কবিতা লিখতে পাড়েন না? আমার কাছে তো অনেক ভালো লাগলো।
আপনার কবিতার সাথে মিলিয়ে একটু লিখার চেষ্টা করি আপনি একটু পাম পট্টি দেন ভালো বলেন তাই ।
বাস্তবতার কষাঘাতে জীবন আমার বাঁধা
জীবন যেন আজ মনে হয় শুধুই গোলক ধাঁধা
ইচ্ছে গুলো হারিয়ে গেছে বাস্তবতার ভিড়ে
পৌঁছে গেছি অপূর্ণতার জীবন নদীর তীরে।
ক্লান্ত দুপুর, ক্লান্ত বিকেল, রাতের নিরালায়
কেটে গেল জীবন গেল শুধু অবহেলায়।
অপূর্ণ সব ইচ্ছে গুলো অপূর্ণই রয়
রাতের আঁধারে হতাশায় পাই যে বড্ড ভয়।
সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন আপু।
একটুখানি চেষ্টা করেছি ভাইয়া। হয়তো খুব একটা ভালো লিখিনি। তবে আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে।
আমি ক্লান্ত, জীবনের পিছনে ছুটে ছুটে,
আর পারিনা জীবনের সাথে গতিতে।।
আর কতদিন নিজের ইচ্ছার মৃত্যু ঘটবে,
তবে কি সব অপূর্ণতা নিয়েই বিদায় নিতে হবে??
জীবনের শেষ পর্যায়ে এসে
ক্লান্তি আমায় রেখেছে ঘিরে,
ক্লান্তি দূর করার জন্য একটু বিশ্রাম
বড়ই প্রয়োজন, কিন্তু নেই সেই ফুসরৎ,
তবে কি জীবন এভাবেই হবে ধূলিসাৎ??
বাহ, এক কথায় অসাধারন হয়েছে।।
স্বপ্ন গুলো দেয়না ধরা
ধরে অনেক বায়না।
কখন জানি ছুতেঁ পাবো
সোনা ময়না টিয়া।
স্বপ্ন দেখে বেঁচে থাকে
মধ্য বিত্তের ছেলে।
স্বপ্ন পুরন করতে গিয়ে
মাথার চুল পাকে।
দারুন ছন্দমিল ভাই।
জীবনটাকে সাজাতে হলে
ধৈর্য শক্তি নিয়ে সাথে
এগিয়ে চলবো পায়ে পায়ে
তাকাবো না আর পেছনে ফিরে।
জীবন যুদ্ধের এই সময়ে
থেমে আমি আর রবো না
যেতে হবে অনেক দূরে
ক্লান্তিটাকে পেছনে ফেলে।
মৃত্যু ছারা এই যুদ্ধ শেষ হবার নয় আপু।
ইচ্ছে করে অনেক কিছু
ডানা মেলে উড়তে,
নীল আকাশটায়
স্বপ্নের মাঝে ভাসতে।
সুখ দুঃখের মাঝেই জীবন
সুখী হতে চায় সবাই সর্বক্ষণ।
বাস্তবতাকে মেনে নিতে
ছুটতে হয় তার পিছু।
জীবনটাকে গড়তে,
কষ্টের নাই যে শেষ
তবুও সুখের খোঁজে
আছি আমরা বেশ।
বাহ বাহ, অসাধারন কবিতার ছন্দ।। দারুন।