আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৭


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

জীবনের রং বদলে যায়
সাদা থেকে রঙিন,
রঙিন থেকে রংহীন--
কিন্তু মানুষ রইয়ে যায়,
একই স্বভাব,যা অবিকৃত গহীন।।

লেখক:

@green015

লেখকের অনুভূতি:

জীবন সরল থেকে কঠিন,যা কালো পাতায় নাম লেখায়।কিন্তু স্বভাবগুলো মানুষ ধরে রাখার চেষ্টা করে যেকোনো পরিস্থিতিতে।।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

জীবন রঙে রঙে ভরা,
সময় বয়ে নেয় ধরা।
আলো আঁধার মিশে যায়,
মন তবু স্বপ্নে ভায়।

স্বপ্ন ভাঙে, জাগে আশা,
ভালোবাসা দেয় নতুন ভাষা।
সবই বদলায়, রঙিন দৃশ্য,
মানুষ থাকে চির অনন্য।

 last month 

জীবনের রং বদলে যায়
সাদা থেকে রঙিন,
রঙিন থেকে রংহীন--
কিন্তু মানুষ রইয়ে যায়,
একই স্বভাব,যা অবিকৃত গহীন।

সময় বদলায়,
ভোর হয় রাতের ছায়ায়,
রং মুছে যায়, রং আবার ফিরে আসে,
তবু মানুষ লুকিয়ে রাখে
একই স্বভাব, একই হৃদয়—
যা অচল, গভীরে বাসে।

 last month 

ভালো লিখেছেন ভাইয়া।

 last month 

জীবনের রং বদলে যায়,
বেঁচে থাকে শুধু স্মৃতি,
হাসিমুখে ভুলে যাব।
টেনে নিবো সম্পর্কের ইতি।

দুঃখ আমার চির সাথী,
ছারে না আমার সঙ্গ।
হাসিমুখে বরণ করি,
দুঃখই আমার একটা অঙ্গ।

রংহীন জীবন আমার,
শুনতে কেমন বেসুর।
ছন্দে ছন্দে লিখতে গেলে,
কান্না আসে অঝোর।

 last month 

সুন্দর লিখেছেন আপু।

 last month 

জীবনের রং বদলায় বারেবারে,
সাদা থেকে রঙিন স্বপ্নের আঁধারে।
রঙিন থেকে মুছে যায় রং,
থেকে যায় শুধু নিঃসঙ্গতার ঢং।

তবু মানুষ রয়ে যায় নিজের মতো,
স্বভাবের গহীনে চিরন্তন যত।
অবিকৃত রূপে, গভীর নিশ্বাসে,
দীপ্তি ছড়ায় অন্তরের আকাশে।

 last month 

জীবন, রোদের তীব্র দহনে,
হয়ে যায় ফ্যাকাশে।
জীবন, অঝোর বৃষ্টির কারনে,
হয়ে যায় স্যাঁতসেঁতে।

জীবন, চলে জীবনের নিয়মে।
পরিবেশ, পরিস্থিতির সাথে,
সামঞ্জস্য করে।
মানুষ, সে তো আঁকড়ে ধরে
থাকতে চায় নিজেকে।

 last month 

আপনার কবিতার প্রতিটি লাইন কিন্তু সুন্দর লিখেছেন ভাই। ভালো লাগলো পড়ে কবিতা খানা।

 last month 

ধন্যবাদ ভাই। জেনে খুশি হলাম।

 last month 

জীবন নদীর মতো,
কখনো শান্ত কখনো উত্তাল,
হাসির আলোয় ভরে যায়,
আবার কষ্টে হয় নিস্তব্ধ কাল।

রং বদলায় ঋতুর মতো,
সকাল থেকে রাত,
তবুও মানুষ একই থাকে,
ভেতরে জমে অবিনাশী প্রভাত।

Absolutely fantastic initiative, @abb-fun! I'm so excited to see this micro-poetry contest taking off within the Amar Bangla Blog community. The blend of simplicity and depth in @green015's featured poem is truly captivating, and the idea of encouraging users to expand on these verses is brilliant. It's a fantastic way to spark creativity and engagement!

The rules are clear, the rewards are enticing, and the potential for poetic expression is immense. I'm eager to see the unique and heartfelt continuations that emerge from this contest. Steemit needs more initiatives like this! Keep up the amazing work! I'll be watching and resteeming for sure.

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 110136.93
ETH 3854.31
USDT 1.00
SBD 0.59