আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৬

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আমরা পথ হারা পথিক
কোন কয়েন কোথায় আছে,
তাহা হারাইলে খোঁজা জটিল।
তাও ভালোবাসি তোমায় $PUSS,
এবার উড়েছে Trader দের হুশ!

লেখক

@nusuranur

লেখক এর অনুভূতি:

কয়েকদিন ধরে আমরা সকলেই $PUSS নিয়ে বিশাল ব্যস্ত।তাই ভাবলাম তা নিয়েই কবিতা লিখি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

puss_mini_banner4.png

Sort:  
Loading...
 last month 

তুমি এসেছ আমার বাংলা ব্লগে, হে $PUSS
উড়িয়ে দিলে সবার হুশ।
তোমাকে যায় না পাওয়া দিলেও ঘুষ।
তুমি সবার ভালোবাসা, প্রিয় $PUSS.

দাদা বলে, কিনো না কেউ। এটা মজার জন্য
কিন্তু সবাই কিনছে তোমায়, হয়ে হণ্য
কি যাদু করেছ তুমি, জানি না কি জন্য?
তুমি মোদের করেছ পাগল, তোমার জন্য ধন্য।

 last month 

ট্রেডাররা এখন চুপিচুপি ভাবে
পুশ কয়েন একাউন্টে কিভাবে আসে?
জিরো থেকে হিরো হবে মুহূর্তে,
পুশ কয়েন যদি থাকে নিজের একাউন্টে।
চুপি চুপি তোমরা সবাই কেনো পুশ
একদিন তোমরা সবাইকে করবে বেহুশ।
অনেক হলো কথা, এবার যাবার বেলা
যাওয়ার আগে এই বলে যাই ,
পুশ কয়েন সবার ভাগ্য ঘুরাবে ভাই।

 last month 

$PUSS এর জোড়ে করবো বাড়ী,
সাথে কবে নতুন গাড়ী,
নতুন নতুন কয়েন দিয়ে,
ঘুরবো আমি দেশ বিদেশে।।

ভাবছি আমি এখন বসে,
$PUSS কে করবো বিয়ে,
হবো আমি মহারানী,
$PUSS হবে আমার সবই ।।

 last month 

সবার প্রিয় $PUSS কয়েন,
কিনতে থাকি আমরা।
TRADE করে স্বপ্ন দেখি,
বড় হব তাই আমরা,

তাই তো মোরা একই সাথে,
বড় হওয়ার স্বপ্ন দেখি।
সবার প্রিয় $PUSS কয়েন,
জমা করে তাই রাখি।

 last month 

কবিতাটির মাধ্যমে মনের অনুভূতি যেন প্রকাশ পেয়েছে

 last month 

আমরা দিশাহারা বিচরণকারী
যেখানে কয়েন আমাদের আলোর ফুয়ারা,
উধাও হওয়াটা বড্ড বেশি কঠিন।
তাই ভালোবাসি আশার আলো $PUSS,
এবার শুরু হবে আমাদের কমিউনিটির আসল চমক।।

 last month 

পথ হারা পথিক হয়ে,
হাঁটে যাচ্ছি একলা।
যে পথে হাঁটতে গেলেই,
বড়লোক হব তাড়াতাড়ি আমরা,

তাই তো মোরার স্বপ্ন দেখি,
$PUSS কয়েন নিয়ে।
কল্পনাতে হাজারো স্বপ্ন,
দেখি এখুন চেয়ে।

 last month 

আকাশে মেঘের ছায়া,
মাটিতে বৃষ্টি নাচে,
$PUSS-এর সুরে বাজে,
ট্রেডারের মনে নতুন আশা।

কখনো লাভ, কখনো ক্ষতি,
তবু ভালোবাসা অটুট রয়।
কয়েনের এই দুনিয়ায়,
$PUSS নিয়ে এগিয়ে যাই।

 last month 

পুস এসেছে মোদের ঘরে
ভীষণ খুশি তাই
অন্য কয়েন খুঁজতে গেলে
ক্লান্ত হয়ে যাই

তাই মোরা চাই পুসের বাজার
থাকব সুখে শেষে
এমন কয়েন আর কি আছে
ভারত বাংলাদেশে...

সকল কয়েন থাকবে পিছে
পুস করবে রান
বাংলা ব্লগে উঠবে তুফান
দাদার জয়গান।

 last month 

নির্মম পথে চলেছি নিরন্তর,
কোথায় থামার নেই যে খবর।
তবু হৃদয়ে তোমার ছবি আঁকি,
$PUSS এ ভালোবাসার বাঁধনে বেঁধেছি পাখি।

ট্রেডের হাওয়ায় উড়ছে নিশান,
চোখে ঝলসানো স্বপ্নের গান।
হুশ উঠেছে, বুঝেছে সবাই,
তোমার ছোঁয়ায় লাভের মিছিল থামবে না কভুই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63508.13
ETH 2493.92
USDT 1.00
SBD 2.68