এবিবি-ফান প্রশ্ন - ১৫৪ || মেয়েরা কাঁদে বিয়ের আগে, আর ছেলেরা কাঁদে বিয়ের পর । কিন্তু কেন? ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েরা কাঁদে বিয়ের আগে, আর ছেলেরা কাঁদে বিয়ের পর । কিন্তু কেন? ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মেয়েরা বিয়ের আগে অবশ্যই কান্না করবে কারণ তারা নিজের পরিবারকে ছেড়ে স্বামীর বাড়িতে চলে যাবে, কিন্তু ছেলেরা বিয়ের পর কান্না করার কারন হচ্ছে তারা ভাবে যদি তাদের বউ তাদের ফেলে আবার বাপের বাড়ি চলে যায়। 😁 🤭 এমন একটি প্রশ্নের মজার মজার উত্তর গুলো জানতে চাই আপনাদের কাছে থেকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কথায় আছে না বিয়ে মানে দিল্লি কা লাড্ড খেলেও পস্তায় না খেলেও পস্তায়।বিয়ের আগে মেয়েরা লাড্ডু খাওয়ার জন্য কান্না করে। আর বিয়ের পরে ছেলেরা লাড্ডু খেয়ে কান্না করে।
🤣🤣😆
মেয়েরা বিয়ের আগে এই কথা ভেবে কাঁদে যে, শশুর বাড়ি গিয়ে তাকে মেকাপ করতে হবে কম আর থালাবাটি,হাড়ি,কলস পরিস্কার করতে হবে বেশি।
বিয়ের পরে ছেলেরা আর রান্না করা খাবার খেতে পারে না বরং তাকেই রান্না করে বউকে খাওয়াতে হয়,বউয়ের ফাই ফরমাস খাটতে হয় এই জন্য ছেলেরা বিয়ের পরে কাঁদে।
তাহলে মেয়েরা বিয়ের আগে না জেনেই কান্না করে কিন্তু পরে বুঝতে পারে, আর ছেলেরা না জেনেই বিয়ের আনন্দে নাচানাচি করে আর পরে বুঝে মজা🤣
হুম😔আজ আপনাদের নারী দ্বারা শোসিত সমাজে পুরুষের শাসনের স্বীকার 🤣🤣
মেয়েরা বিয়ের আগে কাঁদার কারন হলো তানিয়া,জরিনা,সাদিয়া,সাবিনা,মারিয়া,কারিমা, এঞ্জেল পরী নামের আইডি গুলো এখন সে শশুড় বাড়িতে কিভাবে কন্টোল করবে সেই জন্য,হা হা হা।🤣🤣🤣
আর ছেলেরা বিয়ের পড়ে কাদাঁর কারন হলো ঘরের রাক্ষসের কারনে মানি ব্যাগের টাকা হাওয়ার মত শেষ হয়ে যায় সেই জন্য,হা হা হা🤣🤣🤣
হাহাহা কথা কিন্তু সত্যিই।
what a logic 🤣🤣
আসলে মেকআপে চকচক করা এই লাড্ডুর যে এতো ঝাঁজ সেটাতো আর পুরুষরা প্রথমে বুঝতে পারে না, আর মেয়েরা কান্নার অভিনয় দিয়ে বুঝায় সে আসলে মিষ্টি এবং নরম মনের। কিন্তু বিয়ের পর যখন ঝাঁজের খেলা শুরু হয় তখন পুরুষদের কান্না ছাড়া আর উপায় থাকে না।
ভাইয়া আপনি কাঁদেন নাকি ?😜😜
আচ্ছা তাই নাকি, তার মানে আপনি ও কান্না থেকে বাদ পরেন নাই😆😆 বুঝতে পারছি
পেঁয়াজ কাটতে গিয়ে কারো চোখে পানি আসে নাই এই কথা কেউ বলতে পারবে না, হি হি হি। তবে ভালোবাসার খাতিরে, শান্তি চুক্তির বিশ্বাসে আমরা সবটা মেনে নেই।
হা হা সব বুঝি সব বুঝি😅🤭
জানি তো আপনারা বুঝে শুনেই সব করেন। এটা মহা অন্যায়, ডাবল মামলা হওয়া উচিত আপনাদের নামে, হি হি হি।
ছেলেরা বিবাহের মাধ্যমে একটি অবলা নারীকে নিজের বাড়িতে আশ্রয় দেয়!!
আর বিবাহের পরে তাদের আচার-আচরণ হয়ে ওঠে ইজরাইলিদের মতো।
কারণে অকারনে ইসরাইলিদের মতো এরকম বোমা ফাটালে কান্না ছাড়া তো আর কোন উপায় থাকে না।
আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। 😅😅
সত্যিই ভাই, এই ইজরায়েলদের হাত থেকে বাচতে হলে সকল পুরুষ জাতিকে এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।😁😁
ঠিক
মেয়েরা বিয়ের আগে কাঁদে কারণ তার আরামের জীবন শেষ হবে এটা ভেবে ভেবেই। কিন্তু ছেলেরা কাঁদে বিয়ের পর কারণ বিয়ের পর সারাজীবন ছেলেদের থালা-বাসন ঘষামাজা করতে হবে আর বউয়ের আঁচল ধরে থাকতে হবে এইজন্য।☺️☺️
থালা বাসন মাজার জন্য একটা কাজের লোক রেখে নিলেই তো ঝামেলার চলে যায়।😂 তারপরও কিন্তু বউয়ের অত্যাচারে ছেলেরা সারা জীবন কাঁদে।😭
কাজের লোককে বেকার টাকা দিয়ে লাভ কি,সেই টাকায় তো শপিং হয়ে যাবে।হি হি😊😊
আল্লাহ আপনাদের হেদায়েত দিক,,আমিন
বিয়ের পরেই মেয়েদের আর কষ্ট থাকেনা, তখন তারা বরকে কাঁদাতে ব্যস্ত থাকে। তাই বিয়ের আগেই শেষ কান্না করে নেয় এবং বিয়ের পরে সবসময় প্যারা দিয়ে রবকে কাঁদায়। তাই ছেলেরা বিয়ের পরে কাঁদে।
মেয়েরা বিয়ের আগে সুখের কান্না কাঁদে আর ছেলেরা বিয়ের পর ঠেলায় পড়ে কাঁদে। 🤪🤪
আসলে মেয়েদের বিয়ের দিনটা থেকে তাদের জীবনের সুখের দিন শুরু হয়। আর ছেলেদের জীবনের সবথেকে দুঃখের দিন শুরু হয়। তো স্বামীর এই দুঃখের দিনের কথা চিন্তা করে মেয়েরা কাঁদে। কারণ স্বামীর এই দুঃখের দিনে বৌ কাঁদবে না তো কে কাঁদবে বলেন ? আর বিয়ের পর থেকে বৌয়ের সব দায়িত্ব যেমন ছেলের। তাই বৌয়ের কাঁদার দায়িত্বও ছেলেরা নিয়ে নেয়।
মেয়েদের বাড়িতে এসে ছেলেরা বিয়ে করে নিয়ে যাচ্ছে কিন্তু মেয়েদের পরিবারের কেউই বাধা দিচ্ছে না, এটা ভেবে মেয়েরা কান্না করে।🙃😎😁
আর ছেলেরা বিয়ের পরে বউয়ের চাপে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় পরিবারের কেউই বাধা দেয় না, এটা ভেবে কান্না করে। 😎😁🙃