আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২২

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

মানুষ থেকে মানুষ হওয়ার
জন্য করি লড়াই,
এই পৃথিবীর মিথ্যে মায়ার
করব না আর বড়াই।

লেখক

@selinasathi1

লেখক এর অনুভূতি:

এই কবিতার মূলভাব হল মানুষের জীবনে সত্যিকারের মানুষ হয়ে ওঠার প্রচেষ্টা এবং পৃথিবীর মিথ্যে মায়া ও ভোগের বিষয়গুলোর প্রতি আকর্ষণ ত্যাগ করা। কবি বলছেন যে, তিনি মানুষের মধ্যে সত্যিকার মানবিক গুণাবলী অর্জনের জন্য সংগ্রাম করেন এবং পৃথিবীর মিথ্যা আকর্ষণ ও অহংকারকে গুরুত্ব দেন না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

মানুষ থেকে মানুষ হবার
যুদ্ধ চলছে আমার,
মায়ার জালে জড়াইনি তাই
করি না অহংকার।

নিজেকে গড়ছি ধীরে ধীরে,
সত্যের পথে চলে
মিথ্যে মোহে পড়বো না আর
মানুষ হবো বলে।

 last year 

বাচবো মোরা লড়াই করে
সততার সাথে ,
মিথ্যে মরীচিকা শেষ হয়ে যাক
এ সুন্দর ভুবন থেকে,
মনুষত্ব থাক সবার মাঝে,
অন্যায়ের প্রতিবাদ করে
স্বাধীনভাবে যেন বাঁচতে পারি,
বন্ধু হয়ে যেন সবার পাশে থাকতে পারি
সৎ পথে চলে একিই কাঁধে কাঁধ মিলে।

 last year 

মানুষ থেকে মানুষ হওয়ার
জন্য করি লড়াই,
এই পৃথিবীর মিথ্যে মায়ার
করব না আর বড়াই

মানুষের মতোই দেখতে আমি
রক্তে মাংসে গড়া প্রাণী,
সত্যিকারের মানুষ হইলাম কিনা
আজ ও তা না জানি।

মানুষ আমি দেখতেই শুধু
আসল মানুষ তো হইলাম না,
মিথ্যে মায়ায় রইলাম পড়ে
সঠিক মানুষ চিনলাম না।

 last year 

ক্যামোফ্লাজ কে মায়া হিসেবে ধরে নিলে
পৃথিবীর সমস্ত আশ্চর্য ঘটনাই
এই বৃত্তের মাঝে ধরা দেয়

কুয়াশা সরে গেলেই শূন্য
কিচ্ছু নেই

অথচ মানুষ ইটের মাঝে কীট হয়ে
সংরক্ষণ পন্থায় বেড়ে উঠছে
মাঝে মাঝে গিরগিটি
মাঝে মাঝে প্রজাপতি।

কে কার দিকে তাকায়
কাকেই বা বলব প্রহসন?

 last year 

মিথ্যে সবই মিথ্যে অনেক
তারমাঝে এই পথ
অহংকারের দুনিয়াতে
মিথ্যে হেফাজত

মানুষ কবে হব আবার
মানুষ সাজার আগে
মনুষ্যত্ব গুছিয়ে তখন
হৃদয় মধ্যে জাগে

মানব জীবন চাইবে সেদিন
এমন একটা দিন
মিথ্যে, নকল ভাঙবে ক্রমে
সব হবে মসৃণ।

 last year (edited)

মানুষ থেকে মানুষ হওয়ার
জন্য করি লড়াই,
এই পৃথিবীর মিথ্যে মায়ার
করব না আর বড়াই।

তবু জীবন চলছে হরদম,
চলবে তার নিজস্ব গতিতে।
মাঝে মাঝে দুঃখ-কষ্টরা
ধরা দেয় মনের স্মৃতিতে।

বিষন্ন মন হতাশ হয়ে,
খুজে নেয় সে একাকীত্ব।
মনের সুখে না হলে সুখী,
হতে পারবেনা দিয়ে অর্থবিতত্ত।

তাই মানুষের মত মানুষ হয়ে,
থাকতে হবে এই পৃথিবীতে।
পৃথিবী থেকে বিদায় নিলেও যাতে করে,
থাকো সবার মনের স্মৃতিতে।

 last year 

মিথ্যে মায়ায় পড়ে বলো,
লাভ কি আছে ভাই?
সময় হলে যেতে হবে,
চির সত্য তাই ।।

অহংকার আর বড়াই করে ,
বৃথা সময় যায়,
ভেবে দেখ এসব কিছুর,
দাম আছে কোথায়?

 last year 

সত্যিকারের মানুষ হওয়ার
আজকে করি পণ
মানুষ হওয়াই বড় কথা
যেনো সর্বজন।

মানবিক গুনাবলী
করতে হবে অর্জন
পৃথিবীর মিথ্যা অহংকার
করতে হবে বর্জন।

 last year 

ছোট থেকে বড় আমরা সবাই সমান
সমতার জন্য প্রতিনিয়ত করছি লড়াই
সৎ পথে চলবো মোরা
করব না কোন অসৎ পথের বড়াই।

 last year 

মিথ্যের আশা দেখিয়া,
আমি হতে চেয়েছি অনেক বড়।
সেই আশাতেই স্বপ্নগুলো,
দেখেছি আমি অনেক বড়।

স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল,
মিথ্যে বেড়ার জালে,
আজও আমি খুজে বেড়াই,
সত্যে সুখের শান্তির প্রাণে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 116717.20
ETH 4513.43
SBD 0.86