এবিবি-ফান প্রশ্ন- ৮৯ || মানুষ মানুষের সামনে না লেগে সবসময় পেছনে লাগে কেনো?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মানুষ মানুষের সামনে না লেগে সবসময় পেছনে লাগে কেনো?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আসলে মানুষ তার ই পেছনে লাগে যাদের মানুষ ভয় পায় কিংবা হিংসা করে।আর তার সামনে যেতে তো ভয় পাবেই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারন পেছনে থেকে খুব সহজেই নিজের দোষ ঢাকা যায় আর হাজারটা মিথ্যে কথা ইনিয়ে-বিনিয়ে বলা যায়।কিন্তু সামনে লাগলে তো গণপিটুনিতে নিশ্চিত পটল তোলার জোগাড় হবে, তাই সবাই প্রানের ভয়ে পেছনেই লাগে।
ভাইয়া পেছন থেকে কথা বলতে ভয় লাগে না। সামনে থেকে বললে কখন কি হয় কিছু তো বলা যায় না। নিজের জীবনের তো মায়া আছে, তাই না.... হি হি হি ।😁😁😁
কথা সত্য, তবে পেছনে চোখ না থাকা একটা বড় কারণ।😁😁
ধুর এতো একদম সহজ প্রশ্ন, লেজ খুঁজে ভাই লেজ, নিজের লেজ হারিয়ে গেছে তাই অন্যের পিছনে গিয়ে খুঁজে দেখে তার লেজ পাওয়া যায় কিনা, হি হি হি।
ভাইয়া আপনার কমেন্টের মধ্যে শিয়ালের গন্ধ পাচ্ছি। এসব কাজ তো শিয়াল মামা করে, হি হি হি।
আগের জনমে মানুষ বাঁদর ছিল সেটা প্রমাণ করার জন্যই সবাই একেকজনের পেছনে লাগে।নিজের ঐতিহ্য ধরে রাখার জন্য তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। 😅😅😅😅
কারন দাত ব্রাশ না করায় গন্ধ থাকে মুখে,তাই মুখো মুখি না লেগে পেছনে লাগে।
এটা তো মানুষের স্বভাব।মানুষের সব ঠিক করা যাবে,আর স্বভাব তো ঠিক করার মতো নয়।তাই
ধূর্ত শেয়াল সবসময়ই ঘাপটি মেরে পেছন থেকে আক্রমণ করতে পছন্দ করে, ভয় কিন্তু একমাত্র বাঘের থাবার। যে যাই বলুক সময় মতো লেজ গুটিয়ে ঠিক পালায়।
পিছে তো দেখো। @nusuranur
যারা মানুষের ভালো চাই না তারা সামনের দিক থেকে না লেগে পিছনের দিক দিয়ে লাগে যাতে অল্পতেই বেশি ক্ষতি করা যায়।
সামনে লাগাতে হলে সৎ সাহসের প্রয়োজন
হয়, সেটা নেই বলেই মানুষ মানুষের পিছনে লাগে। মানুষ অসৎ উদ্দেশ্য নিয়েই মানুষের পেছনে লাগে কারণ অসৎ উদ্দেশ্য নিয়ে কখনো কারো সামনে যাওয়া যায় না।