এবিবি-ফান প্রশ্ন- ৮১ || গল্পের গরু গাছে ওঠে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
গল্পের গরু গাছে ওঠে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
গল্পের গরুর শরীরে প্রচুর তেল থাকে তাই প্রচুর পরিমাণে লাফালাফি করে। লাফাতে লাফাতে গাছে উঠে যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যেভাবে শয়তানে কাতুকুতু দিলে লাঠির আগে ভূত পালায় ।ঠিক সেই ভাবেই আমার বন্ধু যখন প্রথমবারের মতো নেশা করে আমাকে গল্প শোনায়। ঠিক তখনই সে রাখালকে বাদ দিয়ে গরুকে গাছে উঠিয়ে দেয়।
গল্পের শুরুটা গাছে উঠে গরুটা
ইয়া মজা পায়,,,
বৌদিদের গোসল দেখে আর
তরুলতা খায়।
গাছে উঠে মজায় মজায়
ইভটিজিং করে,,
সুন্দরী মেয়ে দেখলে আবার
পাগলামি গান ধরে।
তাই তো দেখি গল্পের গরু
প্রায় গাছে চড়ে,,
চারিদিকের মজা নিয়ে
হাসতে হাসতে মরে,,,
♥♥
হায় হায়... এ তো দেখছি চরিত্রহীন গরু🥺
গল্পের লেখকরা গরুকে গাছে চড়িয়ে বখাটে বানিয়ে দেয়।...... হা হা হা হা.......
হা হা হা,,,,
আরে কাহিনীতো অন্য জায়গায়, গরু তার সাবের বিএফকে নিয়ে চিন্তিত তাই তার গতিবিধি লক্ষ্য করার জন্য মাঝে মাঝেই গাছে চড়ে হি হি হি।
গরু তার সাবেক গার্লেফ্রেন্ডের টেনশনে কখন জানি আবার চাঁদেও চলে যায়। হা হা হা😀😀
গল্পের মধ্যে গরুকে ব্যার্থ প্রেমিক মনে করা হয়েছে। তাই ক্ষোভে, কষ্টে সুইসাইড করার জন্য গাছে উঠেছে।হা হা হা।
আহারে আপনার গল্পের গরুটা এতটাই ব্যর্থ হয়েছে যে সে গাছে উঠে সুইসাইড করতে চলে গেল।
কি আর করবে ভাই!ছ্যাকাট্যাকা আবার অনেকেই সহ্য করতে পারে না।
মশার কামড় থেকে বাঁচতে গরু গাছে ওঠেছে😃😃।
গল্পের গরুর শরীরে কাল্পনিক সুপারম্যানের শক্তি থাকে।তাই গরু মাঝে মাঝে আকাশে উড়তে, গাছে চড়তে ভালোবাসে।একবার এক বাঘের তাড়া খেয়ে গরু প্রাণভয়ে গাছে চড়ে বসে ঠিক যেমন গল্পের "ল" "প" এর ঘাড়ে চেপে বসেছিল।
গরু যেহেতু আকাশে উড়তে পারে না বা গাছে উঠতে পারে না তাই গল্পের লেখকরা নিজেদের কাল্পনিক শক্তি দিয়ে গরুকে গাছে চড়িয়ে আর আকাশে উড়িয়ে গরুর শখ পুরন করে।....... হা হা হা হা........
এই জন্যই তো বললাম ,কাল্পনিক সুপারম্যানের শক্তি ।😊
বিয়ে করে কেউ শান্তিতে আছে এই কথাটা যেমন মনের কল্পনা তেমনি গল্পের গরু গাছে উঠাও সম্ভব। মন তো অনেক কিছুই কল্পনা করে। 🤪🤪
বিয়ে করে ভূতেরা শান্তিতে থাকে। কারণ তাদের জীবন মরার পর অদ্ভুত হয়ে যায়😁
বিয়ের পরে মানুষ কল্পনায় শান্তি খুজে আর গরু কল্পনায় গাছে চড়ে শান্তি খুজে। 🤪🤪 হা হা হা হা 🤪🤪
গল্পের গরুগুলো অদ্ভুত টাইপের হয়ে থাকে তারা যে কোন কিছুই করতে পারে সেজন্যই গল্পের গরু গাছে ওঠে।
খুব সহজ সমাধান, গরু গাছকে গোয়াল ভেবেছিল।
হা হা হা 🤣
গোয়াল ভাবার আর কোন জায়গা পেল না।... হা হা হা 🤪🤪🤪🤪
আমরা জানি বিড়াল ঠেলায় পড়লে সাধারনত গাছে উঠে আর গল্পের গরুও গাছে উঠে তবে এক্ষেত্রে কারন ভিন্ন। আমার মনেহয় গল্পের গরুর গায়ে যেহেতু তেল বেশি থাকে তাই গরম ও বেশি লাগে। গাছে উঠলে গায়ে হাওয়া-বাতাস বেশি লাগবে এই চিন্তা থেকেই গাছে উঠে।
যেহেতু গল্পের লেখক লেখেই ফেলেছে তাই লেখকের মান-সম্মান রক্ষাও তো গরুর দায়িত্ব। তাই না .. হা হা হা 🤪🤪
তারা গরু হলেও তো মানুষ... তাদের ভিতরেও যথেষ্ট দায়িত্ববোধ রয়েছে। 🤣🤣
গরুকে নিয়ে গল্প লিখাতে, আনন্দে আত্বহারা হয়ে খুশিতে গাছে উঠে যায়।😂
আপাতত আমি তো গরুকে গাছে উঠতে দেখিনি তবে দেখলে পরে কারণ জানিয়ে দেবো হা হা হা।
ঠিক আছে ভাইয়া আপনার গরু গাছে ওঠা দেখার অপেক্ষায় রইলাম।
গল্পের লেখক তার গরুকে কিছু সুপার পাওয়ার দিয়েছে তাই গরু গাছে উঠে গেছে। তবে বলা যায়না গল্পের লেখক তাকে চাঁদেও পাঠিয়ে দিতে পারে 😄
এখন তো লেখক গরুকে গাছে তুলে পরে দেখা যাবে গরুকে চাঁদেও পাঠাবে। হা হা হা😄😄
যে গল্প লেখে তাকে শয়তানে লাড়ে চাড়ে। তাই সে গল্পে গরুকে গাছে তুলে।..... হি হি হি হি হি হি.....
গল্পের গরুগুলোর শরীরে সব সময় চৈত্র মাসের গরম লাগে তাই ঠান্ডা হওয়ার জন্য গাছে উঠে যায় হা হা হা হা হা।
গরু ঠান্ডা হওয়া লাগানোর আর জায়গা পেল না। হা হা হা🤪🤪
একেবারে কাছে থেকে শীতল বাতাস লাগাবে গরুর গায়ে। হা হা হা হা🤪🤪🤪🤪
গল্পের গরু এঁড়ে গরু হয়, তাই লাফালাফি করতে করতে গাছে উঠে পড়ে। এঁড়ে গরু একটু লাফালাফি করবে এটাই স্বাভাবিক, বরং এঁড়ে গরুর লাফালাফি না করাটাই অস্বাভাবিক।
এঁড়ে গরুর গাছে তোলা গল্প বাজরা একটু সাবধান, নিজের মাথায় উঠে পড়লে কিন্তু আবার সমস্যা আছে।🤓🤓🤓
কারণ গল্পের গরুর পায়ের সংখ্যা চারটির বদলে দুইটি থাকে। তাই গল্পের গরু গাছে ওঠে।
গল্পের গরু গাছে ওঠে ফল খেতে 😂
গল্পের গরু ঘাস না খেয়ে পাতা খাওয়া শুরু করে দিয়েছে,
তাই গরু গাছে ওঠে।
গল্পের গরুর মধ্যে বাঁদরের একটি হাড় প্রবেশ করে গেছে ,এই জন্য সুযোগ পেলেই গল্পের গরু গাছে উঠে যায়।
যেহেতু এটি গল্প, গল্পে সবকিছুই সম্ভব। ঠেলায় পড়ে গরুটি গাছে উঠে যেতে পারে কিংবা মঙ্গল গ্রহে ও যেতে পারে। গল্পের চাহিদা অনুযায়ী স্থানের পরিবর্তন হতে পারে 🥱🙄
হয়তো কিছুদিন পরে গল্পে জানতে পারবো গরু মঙ্গল গ্রহে ও গেছে। হা হা হা🙄🙄
গল্পের গরুর কারেন্ট অনেক। সাথে রয়েছে লম্বা লম্বা হাত। আর সেই হাত দিয়ে গাছ বেয়ে গাছে উঠে যায়। এইতো।
গল্পের গরু ভূতকে খুব ভালোবাসে। আর ভূতের সাথে প্রেম করার জন্যই গাছে উঠে।
সিম্পল পাতা খেতে গাছে ওঠে।কতই আর মাটিতে দাঁড়িয়ে খাবে,তার কি একটু গাছে উঠে পাতা খাওয়ার শখ জাগতে পারে না? বাস্তবের গরু তো গাছে উঠতে পারে না,তাই গল্পের গরু ওঠে।
মাটিতে কি ঘাস, লতাপাতার অভাব পড়েছে নেকী।
মাটির টা তো প্রতিদিন খায়।অরুচি ধরে গেছে।
গল্পের গরু গাছের উপর থেকে নিচের দিকে পিছলা খাবে তাই গল্পের গরু গাছে উঠে।
আসলে কারা কারা গল্প পড়তেছে,
সেটা দেখার জন্য গল্পের গরু গাছে ওঠে। 😀😀
গরুকে নিয়ে গল্প লিখতে লিখতে কখন যে গরুকে গাছে তুলে দেয়া হয় ঠিক নিজেই বোঝা যায় না।