আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৬৯ || by abb-fun
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
অপেক্ষার হিসেবে যোগ হচ্ছে অভিমান,
তোমায় খুঁজে এ মন ছুটছে অবিরাম,
দেখা নাহি পাই তোমায় কোথাও,
তোমাতেই বাঁচি তবু তুমি হারাও।
লেখক
লেখক এর অনুভূতি:
একজন ভালোবাসার মানুষের অপেক্ষায় রয়েছে মন।ভালোবাসার মানুষটিকে ঘিরেই তার পুরো পৃথিবী, আর তাকেই এখন খুঁজে বেড়ায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমি প্রত্যাশায় আছি দাঁড়িয়ে,
অভিমানের সঙ্গে লড়াই করে
তোমার খোঁজে চিরকাল মন হয়েছে অস্থির,
তবু তোমার অস্তিত্বের পাই না আমি দেখা,
তোমায় না পেয়ে তাই বসে কাঁদি একা।
খুব সুন্দর লিখেছেন ভাইয়া।
ধন্যবাদ আপু, আমার লেখা এই লাইনগুলোর প্রশংসা করার জন্য।
অনেক সুন্দর লিখেছো দাদা।
ধন্যবাদ বোন, আমার লেখার প্রশংসা করার জন্য।
বেশ চমৎকার লিখেছেন। আপনার কবিতা লেখার হাত ভালো।
দাদা, আপনার কাছ থেকে এই প্রশংসামূলক মন্তব্যটি পেয়ে অনেক ভালো লাগলো।
তোমার অপেক্ষার প্রহর গুনে
জমেছে শত অভিমান
তোমারই বিহনে আজ
মনের এত পিছুটান।
কভু না ছুইতে পারি তোমায়
তোমার হৃদ মাঝারে থেকে
খুঁজে বেড়াই আমায়।
অপেক্ষা করি শুধু তোমার,
জানি অভিমান ভাঙবে একদিন।
সেদিনের পথ চেয়ে,
আছি আমি এখনো বসে।
তোমায় খুজে এই মন,
মনে বাজে সারাক্ষণ।
স্মৃতিগুলো বারবার,
মনে পড়ে যাচ্ছে আমার।
বাহ দারুন লিখেছেন তো।
অভিমানে আছো এখন
আমার থেকে দূরে,
নিরব রাতে একলা ঘরে
ডাকি মধুর সুরে।
অপেক্ষাতে দিন কেটে যায়
পাইনা তোমার দেখা,
তোমার জন্য প্রিয় এই -
অনু কবিতা লেখা।
তোমায় ভেবে চোখ ভিজে যায়
আসবে ফিরে কখন
ঠোঁটের কোণে ফুটবে হাসি
দেখব তোমায় যখন।
আপু আপনার কবিতা গুলো আমার কাছে বরাবরই ভালো লাগে। আজকের লাইনগুলোও অনেক সুন্দর হয়েছে।
এটাই আমার পরম পাওয়া। যখন অনেকেই আমাকে ইনবক্স করেও বলে আপনার কবিতাগুলো আমার কাছে দারুন লাগে। তখন কি যে ভালো লাগে। আমার কবিতার লাইন গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
যে কোন বিষয়েই এত সহজ ভাষায় গুছিয়ে কিভাবে কবিতা বানিয়ে ফেলেন আপু! খুব জানতে ইচ্ছে করে!
অনুভব আর অনুভূতি আর প্রচন্ড ইচ্ছা শক্তি থেকেই লিখতে পারি।সব সময় ভালো থেক আপু। খুব ভালো থেকো। শুভ কামনা।
নিঝুম রাতের বিশাল মায়াবী জালে
বেধে রেখেছি তোমাকে বুকের মধ্যে।
তোমার খোঁজে স্থানান্তরিত অবুঝ মন,
অভিমান ভুলে ছুটে আসো সারাক্ষণ।
ওয়া ভাই দারুন লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো।
বেশ ভালো লিখেছেন।
আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম দাদা।
অন্তহীন পথে একেলা হেঁটে যাই।
অজানা গন্তব্যেও তোমায় পেতে চাই।
কখনো কখনো নিজেকে শূন্যতায় খুঁজে পাই।
মাঝে মাঝে আবার নিজেকে লুকাতে চাই দূর অজানায়।
কল্পনায় হারাই নিজেকে রঙের ভেলায়।
সেথায় আবার তুমি থাকো বেলা অবেলায়।
আঁকা বাঁকা মেঠো পথের ধূলিকণায়,
তোমার উষ্ণতা আজও খুঁজে পাই।
দারুণ লিখেছো।
🌹🌹💓💓🌹🌹
সত্যি ভাই আপনি দারুন দারুন অনু কবিতা লেখেন আপনার কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। ভালোবাসার মানুষের স্মৃতি কখনো ভোলা যায় না।
অপেক্ষায় দিন কাটাতে কাটাতে ক্লান্ত এ জীবন,
তোমার জন্য জন্মেছে অদ্ভুত শুন্যতার মন,
অ-দেখারা সবখানে হাহাকার তোলে,
তোমার স্মৃতিতেই বাঁচি অদৃশ্য হয়ে।।
বাহ্ আপু অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার সুন্দর মতামত পড়ে অনুপ্রাণিত হলাম,অসংখ্য ধন্যবাদ দাদা।
তোমায় পাওয়ার অপেক্ষার মায়া
মনের গহীনে শত স্বপ্ন আঁকা।
পাইনিকো কোথাও খুঁজে তোমাকে,
আছি শুধু অপেক্ষার মিছে মায়া।
তোমার জন্য দিতে পারি ,
সারা জীবন পাড়ি।
অপেক্ষার শেষ প্রহরে,
তোমার জন্য থাকব বাড়ি।
সারাদিন সারারাত
তুমি রয়েছো মনের ভিতর
তোমার অপেক্ষায় থাকতে থাকতে,
যাচ্ছে জীবন হাঁটতে হাঁটতে ।
বেশ ভালোই লিখেছেন কিন্তু ভাই।
কষ্টের আদলে যোগ হচ্ছে অভিমান,
তোমায় ভেবে মন হচ্ছে সদা ক্লান্ত,
দূরে সরিয়ে রাখতে চাই ভাবনাগুলো
তবুও তোমার ছায়া হৃদয়ের গলিতে।