এবিবি ফান প্রশ্ন- ৩৩৯ || মেয়েদের কন্ঠ ভালো হলে বলে কোকিল কন্ঠ, তাহলে ছেলেদের ক্ষেত্রে কি বলতে হবে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েদের কন্ঠ ভালো হলে বলে ওরে ভাই এতো কোকিল কন্ঠ, তাহলে ছেলেদের ক্ষেত্রে কি বলতে হবে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এই বিষয়টা আমার জানা নেই, তবে জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেয়েদের সুন্দর কন্ঠকে কোকিল কন্ঠ বলা হলে
ছেলেদের কণ্ঠকে কাক কন্ঠ বলতে হবে।কারন
কোকিলের নিজস্ব বাসা থাকে না কাকের বাসায় ডিম পাড়ে।তেমনি মেয়েদের নিজস্ব বাড়ি নেই সবসময় পরের বাড়িতেই জীবন কাটাতে হয়।তাছাড়া কাকের মধ্যে কিছুটা ফাটা বাঁশের মতোই পুরুষ কন্ঠ খুঁজে পাওয়া যায়।
ছেলেদের এরকমটা হলে তো তাদেরকে বলা হয় হাফ লেডিস 🤣🤣। ছেলেরা মেয়েদের মতো কোন কিছু করলেই তাদেরকে হাফ লেডিস বলা হয়। আর এই জন্য ভালো কন্ঠ হলেও তাদেরকে হাফ লেডিসই বলা হবে😁😜।
শেষ পর্যন্ত টিয়া পাখি বলতে হবে। ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগলো। এখন থেকে তাহলে আপনাকে টিয়া পাখি বলে ডাকতে হবে ভাইয়া।🤣🤣
আপনার আইডিয়াটা বেশ ভালই মনে হচ্ছে আমার কাছে। মেয়েদেরকে কোকিল পাখির সাথে তুলনা করা গেলে ছেলেদেরকে টিয়া পাখির সাথে তুলনা করা যেতেই পারে।
আরে আমার তো মনে হয় এখানেই জেন্ডার গত ভুল। ছেলেদের কণ্ঠ ভালো হলে হবে কোকিল। আর মেয়েদের কণ্ঠ ভালো হলে হবে কোকিলা। কিন্তু সাধারণত ছেলেদের কণ্ঠ ভালো হয় না। ছেলেদের কন্ঠ তো হয় মাস্তান মাস্তান। হি হি হি।
একদম ঠিক কথা বলেছেন আপু, বেশিরভাগ ছেলেদের কন্ঠ আসলেই মাস্তান মাস্তান হয় 🤣।
এমন কেমন কথা আপু! সব ছেলে কে মাস্তান বানিয়ে দিয়েছেন কিন্তু 🤔
আপু আপনার এই কমেন্টটি আমাদের ভাই দেখলে আপনার খবর আছে। এই কমেন্টের মাধ্যমে আমাদের ভাইকে আপনি সহজেই মাস্তান বানিয়ে দিলেন। যাইহোক আপনি এখন দেখে শুনে থাকবেন ভাইয়ের থেকে 😁
মেয়েদের কন্ঠ কোকিল কন্ঠ হলে ছেলেদের হবে কাক কন্ঠ। কারণ কোকিল সবসময় কাকের বাসায় ডিম পাড়ে। কোকিলের সাথে কাকের যথেষ্ট মিতালি রয়েছে।😜
ভাই আপনার কথায় কিন্তু যথার্থ যুক্তি রয়েছে।
মেয়েরা অনেক চালাক হয় ছেলেদের থেকে তাই তো তাদেরকে কোকিল বলা হয়। কোকিল ও খুব চালাক কারণ কোকিল কাকের বাসায় ডিম পাড়ে।
আমি মনে করি এটা একটি প্রতিভা, আর যদি মেয়েদের প্রতিভায় তাদেরকে কোকিল কন্ঠ বলা যায় তাহলে ছেলেদেরকে ছেলে কোকিল কন্ঠ বলতে হবে।(কারণ কোকিল ও তো ছেলে মেয়ে হতে পারে) 😂😂
আসলেই ভাই কোকিলের ভেতরেও ছেলে মেয়ে আছে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে।
হাহাহা।।ঠিক ঠিক।🤣🤣
মেয়েদের কন্ঠ ভালো হলে মেয়ে কোকিল বলা উচিত। আর ছেলেদের কন্ঠ ভালো হলে ছেলে কোকিল বললেই হয়ে গেল।🤩 তাহলে মিলে যায় সেজন্য ছেলেদের কন্ঠে ভালো হলে ছেলে কোকিল হাহাহা।
আসলেই বন্ধু ছেলেদের কণ্ঠ ভালো হলে তাকে ছেলে কোকিল বলা হবে।
মেয়েদের কোকিল কন্ঠ হলেও ছেলেরা সব সময় রাজা। কারণ রাজাদের কোন জাত থাকে না, রাজারা সব সময় রাজা।তাই ছেলেদের কন্ঠ সুন্দর হলে সেটা সবার ঊর্ধ্বে যার সাথে কোন কিছুর তুলনা হয় না।
মনের সান্তনা বড় সান্তনা। মনে মনে রাজা হয়ে বসে থাকেন। একদিন দেখবেন রাজা আছে কিন্তু রাজ্য নাই আর রানীও নাই।🤣🤣
এককথায় বলতে গেলে,ছেলেদের কন্ঠ ভালো হলে সবাই বলে হিরো আলমের কন্ঠ 😂😂। আমাকেও কিন্তু বেশ কয়েকজন এই কথা বলেছে। তবে আপনারা কিন্তু আমাকে এই কথা বলবেন না 🤣🤣।
না ভাই আপনি অনেক সুন্দর কন্ঠের অধিকারী।
মেয়েদের কন্ঠ কোকিল কণ্ঠি হলে,ছেলেদের কন্ঠ হচ্ছে সেই কোকিল কণ্ঠেরও রাজা।কেননা মেয়েরা যদি রানী হয় সেই ক্ষেত্রে ছেলেরা তাদের রাজা।সেই দিক থেকে ছেলেদের কন্ঠ ভালো হলে তাকে কোকিল কণ্ঠের রাজা বলা যায়।
আরে আমার তো মনে হয় ছেলেরা কাক কণ্ঠের রাজা। কারণ তারা কাকা করতেই বেশি পছন্দ করে।🤣🤣
আপু এই কাক এর কাকা না থাকলে কিন্তু কোকিলের কন্ঠ ছাগলেও শুনতো না😁।আর কোকিল কন্ঠ হয়েও বা লাভ কি আপু,ডিম তো কাকের কাছে কাকের বাসাতেই পাড়তে হয়,সুতরাং কাক ছাড়া কোকিল অসহায়😁😂।