এবিবি-ফান প্রশ্ন- ২২ || বেদনার রং নীল নাকি লাল?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বেদনার রং নীল নাকি লাল?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি মনে করি, প্রেমে ছ্যাঁকা খেলে যে বেদনার অনুভুতি হয় তার রঙ নীল। আর অন্য সব বেদনা লাল রঙের ই হয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





চমৎকার উত্তর
হা হা হা
দারুন বলেছেন।
বিয়ে না করেই এই অভিজ্ঞতা, তাহলে চিন্তা করেন বিয়ে করলে কি হবে আমার কপালে। হা হা হা
বিয়ের আগে বেদনার রং নীল থাকে। আর বিয়ের পরে সব লাল বাতি জ্বলে যায়। 😆😆
এই যা দিলেন তো আরিফ ভাইকে ভয় দেখিয়ে হা হা হা
ঘটনা সত্য । বিবাহিত পরুষ মানুষেরা আপনার সাথে একমত হবে।
বেদানার রং যেহেতু লাল, বেদানার বোন বেদনার রং ও লালই হবে।
অন্তরে ব্যথা লাগলে বেদনার রং নীল হয় আর শরীরে ব্যথা লাগলে বেদনার রং লাল হয়।
একজন ছ্যাকা খোরকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা বেদনার রং কি সে বললো আমায় এক বোতল বিষ এনে দাও 🤪 বিষের রং কি ? আমি বললাম নীল। তাহলে বেদনার রং নীল 😕
এবার সে আমায় বললো বাসায় যাও বউ লাল বাতি জ্বালাবে 🤪 তাহলে কষ্টের রং কি?
আমি বললাম লাল 😜
আমি মনে করি বেদনার কোন রং নেই। বেদনার স্বাদ রয়েছে।কারণ যখন প্রেমে ছেঁকা খেয়ে বাঁকা হয়ে যায়। তখন বেদনার কারণে শুধু চোখ দিয়ে পানি বের হয়,
কোথায় পান এত সুন্দর সুন্দর আনসার ভাই, দম ফাটিয়ে আসলাম অনেকক্ষণ ধন্যবাদ আপনাকে।
বেদনার রং নীল হয়। কারণ আমরা বেশি আঘাত পাই মেয়েদের থেকে। মেয়েরা হচ্ছে কাল নাগিনী আর কাল নাগিনী ছোবলের বিষ নীল হয়। হা হা হা😃😃😃
অতিরিক্ত বেদনার কারণে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। অক্সিজেনের ঘাটতির কারণে শরীরের বর্ণ নীল হয়ে যায় এই জন্য বেদনার রং নীল।
অনেকে বলে বেদনার রং নীল হয় আমি বলব বেদনার রং কালো। কারণ মানুষের যখন মন খারাপ থাকে তখন স্বাভাবিকভাবেই সে অনেক বিমর্ষ ও উদাসীন থাকে খুব মনমরা হয়ে থাকে। তখন আমরা বলি মুখ গোমরা কেন।
দাঁড়ান ভাই, বেদনাগুলোকে আগে বস্তায় ভরি তারপর সোজা গবেষণাগার এ যাবো, লাল, সাদা, নীল, কালো সবগুলোর সাথে মেচিং করার চেষ্টা করবো, তারপর যে ফলাফল আসে সেটা দিয়ে একটা পোষ্ট করে ফেলবো, হা হা হা হা
এটা কিন্তু দারুন আইডিয়া ভাই, বেদনার আসল রং জানা যাবে।
🤣🤣🤣🤣🤣চমৎকার বললেন ভাইয়া