এবিবি- ফান প্রশ্ন-১১৩ || বাঘের দুধ কিভাবে জোগাড় করবেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বাঘের দুধ কিভাবে জোগাড় করবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বাঘের দুধ খুবই দুষ্প্রাপ্য। কিন্তু আমি এক উপায়ে জোগাড় করতে পারি, সেটা হলো একটা ছাগলের গায়ে লিখে দেবো "আমি বাঘ" তারপর তার দুধ সংগ্রহ করে নেবো।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দেবো বাঘের দুধ দিয়ে বউকে বশ করা যায়। বাঘের দুধ সহ আমার সাথে যোগাযোগ করুন। এরপর দেখব বাড়ির সামনে লম্বা লাইন পড়ে গেছে। অবলা স্বামীরা সব বাঘের দুধ নিয়ে দাঁড়িয়ে থাকবে।
🤪🤪🤪
দারুন বুদ্ধি বের করেছেন তো আপু।
বুদ্ধি বের না করলে তো বাঘের দুধ পাওয়া যাবে না ভাইয়া। 🤭🤭
প্রেমের নামে মিথ্যে নাটক করা ,বাঘিনী ঘাড় মটকে দেবে যে।
আপাতত দুধ পাওয়া নিয়ে কথা। বাকিটা পরে চিন্তা করা যাবে🤣
গাঁধার স্ত্রী লিঙ্গ গাধি।তাই প্রথমে আমি বাজার থেকে একটি গাধি কিনে নিয়ে আসবো সঙ্গে কিছু বাঘের ছাল-চামড়া।তারপর বাড়ি গিয়ে বাঘের ছাল-চামড়াগুলি গাধির গায়ে পরিয়ে দেব।এরপর গাধি থেকে যে দুধ পাওয়া যাবে সেই দুধ বাঘের দুধ হয়ে যাবে।এভাবেই জোগাড় করে নেব বাঘের দুধ।
বাজার থেকে এক কেজি ছাগলের দুধ কিনে এনে। সবার কাছে বাঘের দুধ বলে চালিয়ে দিতে হবে। যেহেতু বাঘের দুধ খাওয়ার অভিজ্ঞতা কারো নেই। তাই সকলে এটাই মেনে নেবে।
এটা কোনো ব্যাপার। আমি তো প্রায়ই বাঘের দুধ খাই। মিথ্যা না কথাটা একেবারে সত্য।
আমাদের এলাকার নজরুল চাচা শখ করে তার গরুর নাম রেখেছে টাইগার। আমি প্রায়ই টাইগারের দুধ খাই। তো হলো না বাঘের দুধ খাওয়া। এটা যোগার করা আমার জন্য কোনো ব্যাপারই না।
মেয়েদের ভালোবাসার সঠিক মন পাওয়া আর বাঘের দুধ পাওয়া প্রায় একই কথা। তাই মেয়েদের মন থেকে যখন সঠিক ভালোবাসা পাব, তখন বাঘের দুধ পাওয়া হয়ে যাবে,হাহাহা।
মজা পাইলাম হাহাহা
গরুর গায়ে বাঘ লিখে
দুধ আনবো আমি,
আসল নাকি নকল এটা
আমি শুধু জানি,হা হা হা,,
ছাগল যদি বাঘ হয়
গরু হবে না কেন?
কখনো কখনো ছাগল-গরু
বাঘ হয়ে যায় যেন,,,,
♥♥
সুন্দরবনে যাবেন,বাঘ ধরবেন।গরুর দুধ যেভাবে নেওয়া হয় সেভাবেই বাঘের দুধ নিতে পারবেন।
অনেক সিম্পল প্রোসেজার🙂।
আপনি বাঘ ধরবেন নাকি বাঘ আপনাকে ধরবে এই কথা চিন্তা করেই কিন্তু দুধ আনতে যাবেন।🤣
ওটা স্বাগতা দিদি বুঝে নিবে, আমি জাস্ট প্রোসেজার বলে দিলাম🤣।
🤣🤣🤣🤣
টাকা দিয়ে। কারন ছোটবেলা থেকে একটি প্রচলিত কথা শুনে আসছি। তা হলো -টাকা হলে নাকি বাঘের দুধও পাওয়া যায়। তাই টাকা দিয়ে অতি সহজেই জোগাড় করা যাবে।
কি বুদ্ধি রে ছাগলের গায়ে বাঘ লিখে দুধ সংগ্রহ করবে।
ছোটবেলায় শুনতাম টাকা হলে নাকি বাঘের দুধ মিলে😉😉।হি হি।যাই হোক বাঘের দুধ দিয়ে কি হবে আগে সেটা জানা জরুরি, তারপর ভাববো কিভাবে জোগাড় করতে হবে বাঘের দুধ।😉😉
এই কথা এখনো শোনা যায়।
আর যদি আপনি বাঘের দুধ কোথাও পান তাহলে আমাকে এক কিলো দিয়েন তো। ভাবছি একটু পায়েস রান্না করে খাব বাঘের দুধ দিয়ে।
ছাগলকে বাঘের মতো রং করিয়ে দিলেই হয়। আমরা যা পেইন্টিং করি না ছাগলও কিন্তু বাঘের মতো হয়ে যেতে পারে।
গাভীর নাম বাঘ রেখে দেব। সিম্পল।
এটাও কি সম্ভব🤣🤣
এই দুনিয়ায় সব সম্ভব দাদা। আপনি বাঘিনী কে ছ্যাকা দেওয়ার যে প্ল্যান করছেন তার তুলনায় তো এটাই বেশি ইজি।
বাঘের দুধ জোগাড় করা তো খুবই সহজ বাঘের কাছে যাব বাঘের সাথে একটু ভাব বিনিময় করব, তারপরে আদর সোহাগ করে বাঘের কাছ থেকে দুধ নিয়ে পালিয়ে চলে আসব বাঘ যদি অনুমতি দেয় আর যদি বেঁচে থাকি।
বাঘ আপনাকে অনুমতি দিয়ে দিবে আপু। কারণ বাঘ তো আমাদের বন্ধু হয়। নির্দ্বিধায় বাঘের কাছে যেতে পারেন আপু। সাথে অবশ্যই হেলমেট পড়ে যাবেন।
বাঘের দুধ তো আমার কোন প্রয়োজনেই লাগবে না, এইজন্য সংগ্রহ করারও কোন প্রয়োজন নেই। যাদের প্রয়োজন তারা গিয়ে বাঘের কামড় খেয়ে আসুক।
ফুড পান্ডায় অর্ডার করবো কেননা যা কিছু দরকার সব নিমিষেই পাওয়া যায় ফুড পান্ডাতে।
গরুর গায়ে বাঘের মত ডোরাকাটা রং করে দিব তারপর গরুর দুধ সংগ্রহ করে বাঘের দুধ বলে চালিয়ে দিব তাইতো হয়ে গেল 🤷
সুন্দরবনে গিয়ে প্রথমে বাঘ কে হরিণের গল্প শুনিয়ে অন্যমনস্ক করব।যখন বাঘ অন্যমনস্ক হবে তখন বাঘের দুধ জোগাড় করে নিবো।🤣😃🤣
ওটা বাঘ,গাধা না।🤣... তবে চেষ্টা করতেই পারেন। যদি বেচেঁ থাকেন তাহলে অবশ্যই আপনার থেকে গল্প শুনে নেবো।
প্রথমে বাঘের কাছে গিয়ে তার গলায় ধরে কেঁধে কেঁধে বলবো বাঘ আমি প্রেম করার জন্য একটা মেয়ের পিছনে তিন বছর ধরে ঘুরতেছি কিন্তু সে রাজি হচ্ছে না। এখন সে শর্ত দিয়েছে যদি তাকে বাঘের দুধ দিয়ে প্রপোজ করি তাহলে সে রাজি হবে। আশা করি একথা বললে বাঘ দুধ দিতে রাজি হবে।😃😃😃
যদিও সেটা আমাকে খাওয়ার পরে।🤣🤣🤣
আমার কথা একদম সিম্পল, $২.০০ ডলারে যদি বাঘ দুধ দিতে রাজি হয় তাহলে ঠিক আছে। না হলে ভাই আমার জীবনের মায়া আছে 😖😫😵
আমার এক দাদা আমাকে ডায়লগ দিয়ে বলেছিল, টাকা হলে বাঘের দুধও পাওয়া যায়। তাই বাঘের দুধ জোগাড় করতে আমার বিশেষ কিছু করতে হবে না। আমি শুধু আমার সেই দাদাকে টাকা দিয়ে দেবো সে -ই বাঘের দুধ ম্যানেজ করে আমায় এনে দেবে। 🤭🤭
যেহেতু বাঘের ধারে কাছেও যেতে পারবো না! সো বাঘের দুধও সংগ্রহ করতে পারবো না 😁। তবে এটা সম্ভব হবে কল্পনায়!
এটাতো খুব সহজ ব্যাপার !!
একটা ছাগল কিনে তার নাম রেখে দিব "বাঘ"।
তাহলেই প্রতিদিন বাঘের দুধ পাওয়া যাবে হা হা হা।
জঙ্গলে গিয়ে একটি বাঘিনীর বাচ্চা চুরি করে নিয়ে আসবো।🤩 তাকে বড় করব মানুষের মতো মানুষ করে তার কাছ থেকে তখন খুব সহজেই দুধ পাওয়া যাবে।
প্রথমে জঙ্গলে যাবো এরপর এরপর মরা হরিণে মেডিসিন দিবো ৷ যাতে খাওয়া মাত্র বাঘিনী ঘুমিয়ে পরে ৷ আর তারপর তো দুধ পেয়ে গেলাম ৷ ..........
স্বাগতা দিদি চিন্তা করবেন ৷ টাকা থাকলে বাঘের চোখ ও পাওয়া যায় ৷ আর দুধ পাওয়া যাবে না ৷
বাঘের তো দুধই হয় না তো জোগাড় করবে কি। তবে হে বাঘিনীর দুধ জোগাড় করতে পারবো তবে জীবনটা দিয়ে আসতে হবে।