টাইটেলঃ এবিবি-ফান প্রশ্ন-২০ || পেছন থেকে পেঁয়াজ কাটে কে ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পেছন থেকে পেঁয়াজ কাটে কে ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বর্তমান সমাজ এমন হয়েছে যে, আমাদের খুব কাছের লোকজন আমাদের পেছন থেকে প্রতিনিয়ত বিপদে ফেলানোর চেষ্টা করে এবং সমালোচনা করে । আসলে আমাদের আশেপাশের নিজেদের লোকজনই, আমরা খুব একটা ভালো না ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
পাশের বাসার ভাবি! তোমার এত সুন্দর চেহারা আর তোমার স্বামীর মাথায় টাক পড়া।🙆♂️🙆♂️🙆♂️
সামনে পেছনে আমার নিজের পেঁয়াজ আমি নিজেই কাটি কারণ আমি ব্যাচেলার।
পেছন থেকে পেয়াজ কাটে সে যে আপনার মত হতে না পেরে রাতে ঘুৃমাতে গিয়ে স্বপ্নে আপনার সাফল্য দেখে চিৎকার করে আশেপাশের মানুষের ঘুম হারাম করে।
অন্যের ভালো দেখলে যাদের জ্বলে,
তারাই পেছন থেকে পেঁয়াজ কাটে।
যে সবসময় অন্যের পেছনে কাঠি করে বা বাঁশ 🎋দেওয়ার চিন্তা করে সে। 😛
সহমত আপু
😆😆
যে সামনে থেকে কাটতে পারে না। সে
ঝালমুড়ি ওয়ালা দোকানের পেছন থেকে পেঁয়াজ কাটে 🤣🤣🤣🤣🤣
বাঘ আর মহিলা যেম এক ঘাটে কোনদিনও পানি খেতে চায় না, কারণ মহিষ মনে ভয় থাকে বাঘ তাকে ধরে খাবে। ঠিক আমাদের সমাজে এরকম কিছু কাছের বন্ধু রয়েছে। যারা নিজেরা উন্নত করবে না, আবার বন্ধুদের মধ্যে কেউ উন্নতি করলে,তাকে পিছন থেকে বাঁশ দেওয়ার চিন্তাভাবনা করে।
আমার মনে হয় পাশের বাড়ির পাড়া-প্রতিবেশী। 😅😅
কেন আবার, পেছন থেকে কলকাঠি নেড়ে সংসারে আগুন ধরানোর জন্য।
দিনশেষে যে যাই করুক না কেন তাকে তার কর্মফল ভোগ করতে হবে।
পেটাংগা মার্কা মানুষ গুলো এভাবে পেঁয়াজ কাটে ।
করিমনের বাপ ।
এটা সেরা ছিল🤣
পেছন থেকে পেঁয়াজ কাটে দুই সতীন।
২ধরনের লোক কাটে ১.যার পিয়াজি খাওয়ার ইচ্ছা হইছে কিন্তু কাটার জায়গা পাচ্ছে না।২.যার হাতে পিয়াজ চাকু তুলে দিয়ে পিছন ফিরে আছেন। সো নিজের পেছন সাবধান।কার কখন পিয়াজি খাওয়ার ইচ্ছা জাগে বলা যায়না।
যার অন্যের ভালো দেখলে শরীরে জ্বালায় সেই পিছন থেকে পিয়াজ কাটে।
আমি না ভাই🤪। পেয়াজ কাটা ভারি ঝামেলা, চোখে পানি এসে যায়। অন্য কিছু হলে চেষ্টা করে দেখতাম😁
সমাজে যারা বড় বড় কথা বলে, নীতিবান কাজের উদাহরণ দেয় তারাই মূলত পেছন থেকে পেঁয়াজ কাটে। এ ধরনের মানুষের দ্বারা সমাজের কোন উন্নতি হয় না তবে এরা আমাদের সমাজের জন্য অভিশাপ।
ভাইয়া, পেছন দিয়ে পেঁয়াজ তারাই কাটে, যাদেরকে আমরা আপন মানুষ ভেবে ভুল ্করি।
আমার নিন্দুকেরাই পেছন থেকে পেয়াজ কাটে। আমার অনুপস্থিতিতে বদনাম করে বেড়াই, বিপদে ফেলানোর চেষ্টা করে।
যারা দুর্বল তারা সব সময় পিছন থেকেই পেঁয়াজ কাটে ।
দাদা পিছন থেকে পেঁয়াজ কে কাটে এখনও বুঝতে পারলেন না!!! দাদা পেঁয়াজ পেছন থেকে আমার বদি কাটে রান্নার জন্য আর আপনি যেন ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যান সে ব্যবস্তা করতেছে।কারন ছেলে মানুষ বেশীক্ষণ বাসায় থাকলে না মাথা একেবারে খেয়ে ফেলে।এটা দাও, ওঠা দাও বলতে বলতে অস্থির করে ফেলে, তাই আমার বদি মানে দিদি ভাইয়ের এই ব্যবস্তা আপনার জন্য
যে শায়নের নতুন আম্মা হতে চাই সে... হা হা হা।
যার মন চায় সে পেছন থেকে পিঁয়াজ কাটুক। ঝাঁঝ তো তারই লাগবে। সামনে এসে না কাটলেই হয়।
যার কোন কাজ নাই। অন্যের পেঁয়াজ পেছন থেকে কাটাই তার স্বভাব।
দিন শেষে পেছন থেকে পেঁয়াজ কাটে বউ।
মনে পড়ে গেল আমার স্বার্থপর কিছু বন্ধুদের কথা সামনে ভালো পিছনে বাস
পাশের বাড়ির চাচি বুবুরাই এই কাজ বেশি করে।কারণ তাদের খেয়ে দেয়ে কাজ নেই। তাই কার পিছনে পিঁয়াজ কাটা যায় এ চিন্তাই করে সারাদিন।
অন্যের সুখ, শান্তি ও ভাল দেখলে যাদের গা জ্বালা করে, যাদের শরীরে ফুসকা পড়ে এবং যাদের রাতের ঘুম হয় না। তারাই মনে হয় পেছন থেকে পেয়াজ কেটে এ সমস্ত সমস্যার সমাধান পাওয়ার চেষ্টা করে।
কে আবার মানুষ 😛
বর্তমান সময়ে লোডশেডিং এর জন্য ফ্যান,আই পিএস,এর ব্যবসায়িরা🤪🤪
আমার মনে হয় এই কাজটি মেয়েরাই ভালো করতে পারে। তাদের তো খেয়ে দেয়ে আর কোন কাজ নেই।😆
মেয়েরা পেয়াজ কাটে বলেই পেটে খাবার জোটে 😛
যার খাইয়া দাইয়া কাম নাই অন্যকে বাঁশ দেওয়া ছাড়া সেই পেছন থেকে পেঁয়াজ কাটে।
খাইরুন খালা🤭
যে আমার আপনার পাশে ছায়ার মতো ঘুরে বেড়ায়,সেই আবার সুযোগ পেলে পেছন থেকে পেঁয়াজ কাটে।
আমার মনে হয় সব সময় বউ পেছন থেকে পেঁয়াজ কাটে।😀 পেঁয়াজ না কাটলে তো সংসারের রান্নাই হবে না। না খেয়ে মরতে হবে। 😭
যারা অন্যের ভালো দেখতে পারে না তারাই পেছন থেকে পেঁয়াজ কাটে।
যে সামনে থেকে পেঁয়াজ কাটতে পারেনা ,সেই পেছন থেকে পেঁয়াজ কাটে।অর্থাৎ যাদের সামনে কথা বলার যোগ্যতা নাই তারাই পেছনে কথা বলে।যেমন -ক্রিটিক্স
আমার বাসায় সকিনার মা পেছন থেকে পেঁয়াজ কাটে😢 সারাদিন ঘরে যা হয় তা পাড়ায় যায় রটায় আসে। সবার একই অবস্থা হবে মনে হয়
যেই ব্যাক্তি সদ্যমাত্র বউ এর সাথে ঝগড়া করে এসেছে।এখন বউ এর সাথে না পেরে অন্যের পিছনে লাগাই তার একমাত্র কাজ😂
অন্যের ভালো দেখলে যার গা জ্বলে সেই পিছন থেকে পেঁয়াজ কাটে।
যার মন এবং চিন্তা চেতনা কালো বা কুৎসিত সে সুন্দর মন বা ভালো মানুষের পেছন থেকে পেঁয়াজ কাটে।
যাদের মাথায় লম্বা লম্বা চুল, কুটনামিতে ভরপুর, হি হি হি
যে মানুষটি অন্যের সফলতা দেখে হিংসা করে সে পেছন থেকে পেঁয়াজ কাটে