এবিবি ফান প্রশ্ন- ৩৪৮ | ভালো কবি হওয়ার জন্য কি প্রয়োজন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভালো কবি হওয়ার জন্য কি প্রয়োজন?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

অনেক তো চেষ্টা করছি কিছুতেই পারছি না। যারা কবিতা লিখছেন তাদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 19 days ago 

ভালো কবি হওয়ার জন্য প্রথমেই আপনাকে ভালো কবি হওয়ার ভাব ধরতে হবে! কয়েকটা দিন ভালো কবি হওয়ার ভাব ধরে ধার করা কয়েকটা কবিতা লিখে পোস্ট করবেন, সাথে আপনার কবি কবি টাইপের কয়েকটি সুন্দর সুন্দর ভাবুক ছবিও যুক্ত করে দিবেন। মেয়েদের ইনবক্সে গিয়ে মেয়েদের পটানোর চেষ্টা করবেন। সকল মেয়েদের সাথেই প্রেম করার চেষ্টা করবেন এবং এই কাজ টায় সফল হলে পরবর্তীতে আপনি নিজে নিজেই অটো ভালো কবি হয়ে যাবেন! একেকজনের থেকে একেক রকম প্রেমের ফিল নিবেন আর তা কবিতার ভাষায় প্রকাশ করে ফেলবেন!

 19 days ago 

আপু, এটা কি টিপস দিলেন আপনি 🤣🤣। মেয়েদের ইনবক্সে টিপস দিলে তো দৌড়ানি দিবে পরে। 😂

 18 days ago 

মারধর খাওয়ার নিনজা টেকনিক 😆

 19 days ago 

ভালো কবি হওয়ার জন্য কি প্রয়োজন?

ভালো কবি হওয়ার জন্য প্রেম করতে হবে অথবা প্রেম করে ছ্যাকা খেতে হবে। অনুভূতি ছাড়া ভালো কবিতা লেখা সম্ভব হয় না তাই অনুভূতি তৈরি করার জন্য এই দুটি সেরা পন্থা।

 18 days ago 

প্রেম কি আগুন যে ছ্যাকা লাগে 😆

 18 days ago 

প্রেমের একপাশে আগুন, আরেক পাশে বরফ 😎

 19 days ago 

ভালো কবি বলেন, লেখক বলেন আগে তাকে ভালো পাঠক হতে হবে! ভালো পাঠক হলে তবেই সব সম্ভব! সাথে চেষ্টা ও গল্পনার জগতটাকে বুঝতে হবে। 🌸

 18 days ago 

অন্য মানুষের মন বোঝাটাও জরুরি মনে হয়।

 19 days ago 

ভালো কবি হওয়ার জন্য কি প্রয়োজন?

কবি হওয়ার জন্য প্রয়োজন ঐশ্বরিক ক্ষমতা। এবং এই ক্ষমতা আপনি চাইলেই অর্জন করতে পারবেন না। এটা পুরোপুরি সৃষ্টিকর্তা প্রদও। সেজন্য এটা বলা মানুষের পক্ষে সম্ভব না।

 18 days ago 

তবে চেষ্টা করলে হয়তো কিছুটা পারা যায়। তাই নয় কি?

 18 days ago 

হ‍্যা দাদা সেটা ঠিক। কথায় বলে চেষ্টায় সব হয়।

 19 days ago 

ভালো কবি হওয়ার জন্য কি প্রয়োজন?

ভালোবাসায় মন কানায় কানায় ভর্তি থাকতে হবে এবং প্রকৃতির প্রতি অপরিসীম ভালোবাসতে থাকতে হবে।

 18 days ago 

প্রেম দরকার মনে খুব।

 19 days ago 

ভালো কবি হবার জন্য প্রেমে ছেকা খাওয়া প্রয়োজন।

 19 days ago 

হাহাহা ভাই আপনি কিন্তু বেশ দারুণ বলেছেন।

 18 days ago 

পুড়ে গেলে ফোস্কা পড়ে যাবে যে 😛

 19 days ago 

কবি হলো দুই রকম। এক হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মত কবি, আর এক হল কলকাতার বিখ্যাত রোদ্দুর রায়ের মতো কবি। তবে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মত কবি হতে হয় অর্থাৎ ভালো কবি হতে হয় তাহলে, শব্দ জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। তবে শুনেছি, অনেক সময় লোকে ভালো রকমের ছ্যাকা খেলে বড় বড় কবি হয়ে যায়। তাছাড়া অনেক সময় কবিদের সংস্পর্শে থাকলেও ভালো কবি হওয়া সম্ভব। এক্ষেত্রে রোদ্দুর রায়ের সংস্পর্শে থাকলে আবার ব্যাপারটা উল্টে যাবে।

 19 days ago 

ভালো কবি হওয়ার জন্য কি প্রয়োজন?

প্রতিটা মানুষের সাথে ভালোভাবে মিশে নানান রকম অনুভূতির সৃষ্টি করুন মনের ভেতর। মনের ভেতর বিভিন্ন অনুভূতি সৃষ্টি করলে দেখবেন সেই অনুভূতিগুলো নিয়ে অনেক সুন্দর কবিতা লিখতে পারছেন। আমার তো মনে হয় এরকম করা ছাড়া ভালো কবি হওয়া সম্ভব না।

 19 days ago 

যিনি শব্দের ছন্দোবদ্ধ কথাকে কল্পনা বা বাস্তবে সর্বোচ্চ সৌন্দর্য্যমুখর সৃজনশীলতার মধ্যে পাঠকের মন আকৃষ্ট ও মোহিত করে এবং শব্দের জাদুতে পাঠককে আঁকড়ে রাখে। এই বিষয়গুলো স্মরণ রাখলেই একজন ভালো কবি হওয়া সম্ভব।

 19 days ago 

আমার মতে,,
ভালো কবি হওয়ার জন্য সুন্দর চিন্তাভাবনা ও অনুভূতির প্রয়োজন।যেখানে বাস্তব এবং কল্পনার সমান মূল্যায়ন করা হবে।

 19 days ago 

ঠিক বলেছেন দিদি। একজন কবি হতে হলে এই গুণগুলি থাকা প্রয়োজন।

 19 days ago 

হুম, আর সঙ্গে মনের মধ্যে প্রেমিক প্রেমিকার কাল্পনিক প্রতিচ্ছবি অঙ্কন।☺️☺️

 19 days ago 

একদম লজিক্যাল কথা বলেছেন দিদি অবশ্যই ভালো কবি হওয়ার জন্য সুন্দর চিন্তা ভাবনা ও অনুভূতির প্রয়োজন হয়।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.031
BTC 68465.88
ETH 3766.15
USDT 1.00
SBD 3.66