"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭০৩ [ তারিখ : ১১- ০৭ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার -@mostafezur001


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20250711_145909_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20250711_145845_Chrome.jpg

বৃষ্টির মধ্যেও সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা by @mostafezur001 ( date 11.07.2025 )

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমি শারীরিক শিক্ষার শিক্ষক হবার জন্য অনেকদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই শারীরিক শিক্ষার শিক্ষক হবার জন্য গত কয়েকদিন যাবত আমাকে বিভিন্ন ধরনের পরীক্ষাতে অংশগ্রহণ করতে হচ্ছে। এটাকে পরীক্ষা ও বলা চলে আবার প্রতিযোগিতা ও বলা চলে। যেহেতু পরীক্ষা চলছে তাই আমি প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পার করছি আর এজন্যই আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে পোস্ট শেয়ার করতে পারছি না। আশা করি এখন থেকে আবারো আপনাদের মাঝে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত পোস্ট শেয়ার করতে পারব। আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি।--


অথরের লেখাটি যখন পড়ছিলাম, তখন কিছুটা হলেও নিজের মধ্যে ভালোলাগা কাজ করছিল , কেননা এমন বৃষ্টির দিনে বৃষ্টির পানিতে কিংবা পুকুরে সাঁতার কাটা বা গোসল করার মুহূর্ত অথর তার লেখার মাঝে তুলে ধরেছে।

যদিও অথর স্বেচ্ছায় গোসল করেনি, কেননা এটা একটা প্রতিযোগিতা ছিল। তারপরেও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে অথরের যে অভিজ্ঞতা হয়েছে, তারই আলোকে অথর পোস্টটা লেখার চেষ্টা করেছে।

এমন অভিজ্ঞতা অথরকে আরো পরিপক্ক ভাবে শরীরচর্চার শিক্ষক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করুক, এমনটাই কামনা করছি। তাছাড়াও সময়টা যে বেশ আনন্দঘনও ছিল, তা কিন্তু অথরের লেখা পড়েই বুঝতে পেরেছি ।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yeHY5aK8oDW3VTcvimCQjsv7daoFLiv3SBrMKceMbyCE33jh9JbztTfSQYBefPcmwLa7HZgK7oy3g56nQUcUXoU9thnbp.jpeg

ছবিটি মোস্তাফিজুর ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 108911.31
ETH 4327.79
USDT 1.00
SBD 0.83