"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩৯৬ [ তারিখ : ১৫-০৮-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃমহিন আহমেদ । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- ভ্রমণ করা এবং গান গাইতে খুব পছন্দ করেন। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করেন। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
বন্ধুদের সাথে মাওয়া গিয়ে ইলিশ খাওয়ার অনুভূতি by @mohinahmed (date 15.08.2024 )
আজকের ফিচার আর্টিকেলের অথর আমাদের সকলের পরিচিত মহিন আহমেদ। তিনি মাওয়া গিয়ে ইলিশ খাওয়ার অনুভূতি শেয়ার করেছেন। বাংলাদেশের মাওয়া স্পট ইলিশ খাওয়ার জন্য ভিষণ পপুলার একটি জায়গা। এই জায়গাটাতে গিয়ে বন্ধুদের সাথে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। সবচেয়ে বেশি ভালো লাগে মাঝরাতে গিয়ে ইলিশ খাওয়া। মহিন আহমেদ ভাই গিয়েছিলেন একটু সকাল সকালেই। আমি এখন পর্যন্ত যত মানুষের এই মাওয়া গিয়ে ইলিশ খাওয়ার গল্প শুনেছি সবার মুখ থেকেই এটা জেনেছি যে তারা হুট করে সিদ্ধান্ত নিয়েছে।
হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ছাড়া আসলে যাওয়া হয় না। যাই হোক, তারা ছয় জন গিয়েছিল এবং দারুন একটি মুহূর্ত কাটিয়েছে। ইলিশ মাছের লেজ ভর্তা, সরিষার তেল দিয়ে কড়া করে ইলিশ আর বেগুন ভাজা৷ লিখতে গিয়েই কেমন লোভ লাগছে!!
তবে এ সকল জায়গায় দামাদামি করতে না পারলে একটু লস খেতে হয়। যেমন প্রথমে ইলিশ মাছের দাম চেয়েছিল ২৬০০ টাকা, সেটা কমিয়ে ১৬০০ টাকা করা হয়। যারা দামাদামি করতে জানে না তারা এখানে ঠকে যায়। যাই হোক, মহিন আহমেদ ভাইয়ের এক্সপেরিয়েন্স অনেকের হয়তো কাজে লাগবে। পোস্টের বিষয়বস্তু এবং মান চিন্তা করে এই পোস্টটি আজকের ফিচার আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হলো।
মাওয়া গিয়ে ইলিশ খাওয়ার মজাই আলাদা। তবে এটা ঠিক সেখানে গিয়ে ইলিশ অবশ্যই দামাদামি করে কিনতে হয়। নয়তো ঠকতে হয়। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছিলাম আমরা। যাইহোক আমার এই পোস্টটি আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আজকের ফিচারড আর্টিকেল পোস্টে মহিন আহমেদ ভাইয়ার নামটা দেখে অনেক বেশি ভালো লাগলো। তিনি অনেক সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। ইলিশ মাছ খাওয়ার ব্যাপারে জেনে তো, আমার এখন খেতে ইচ্ছে করছে অনেক বেশি। তবে উনার দামাদামি করে ইলিশ কেনার বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। না হলে তো তিনি ভালোভাবেই ঠকে যেতেন। অনেক টাকা লস হতো এতে। অনেক অনেক ধন্যবাদ মহিন আহমেদ ভাইয়ার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেল হিসেবে মহিন আহমেদ ভাইয়ের পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখেই অনেক ভালো লাগলো। তিনি নিজের বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া করার মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক সুন্দর করে। মাওয়া গিয়ে ইলিশ খাওয়ার অনুভূতিটা অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন তিনি এটা দেখে বেশি ভালো লাগলো। আর দামাদামি করার কারণে তিনি ঠকে নিই। পোস্টটা বাছাই করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
মহিন ভাই তার বন্ধুদের সাথে মাওয়া ঘাটে ইলিশ খাওয়ায় মজার মুহূর্ত শেয়ার করেছেন।পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে দেখতে পেয়ে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ফিচার্ড আর্টিকেলে মহিন আহমেদ ভাইয়ের নামটি দেখে অনেক ভালো লাগলো। বন্ধুদের সাথে খাওয়া দাওয়ার দারুন একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।অনেক ধন্যবাদ মহিন ভাইয়ার পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।