"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৫৫ [তারিখ : ২৪-০৩-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @rahnumanurdisha


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: রাহনুমানূর দিশা। জাতীয়তা- বাংলাদেশী। বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পাঠরত রাহনুমানূর দিশা ম্যাডাম আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন। উনি যেমন বাংলা ভাষায় লিখতে ও পড়তে যেমন ভালোবাসেন তেমনি যেকোনো নতুন বিষয় নিয়েই জানতে তার আগ্রহ অনেক। ছবি তুলতে ও ছবি আঁকা দিশা ম্যাডামের পছন্দের বিষয়। আর অবসর সময়ে উনি গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240324-220328.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20240324-215916.png

জীবনটা অনিশ্চিত এই পৃথিবীতে by @rahnumanurdisha (date 24.3.2024 )

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। মৃত্যু ভয় কমবেশি আমাদের সবারই রয়েছে।তবে ভয় কে কখনোই জয় করা সম্ভব হয়না আমাদের।একদিন না একদিন এই ভয়ের কাছে পরাজিত হতেই হয়।আমাদের পরিবার থেকে আরো একজন সদস্য পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।বিগত দুই মাসের মধ্যে আমার দুইজন আত্মীয় মারা গেলেন।তারা আমার অত্যন্ত নিকট আত্মীয় একজন নানি যেটা আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম।আরেকজন আমার খালু।গত শনিবার ভোর চারটার দিকে তিনি মারা গিয়েছেন…


যার জন্ম হয়েছে তার মৃত্যু এক অবধারিত ব্যাপার। মাতৃ গর্ভ থেকে জন্মগ্রহণ করে সব জীব এক সময় গিয়ে মৃত্যুবরণ করে। কোন মানুষের ক্ষেত্রে সেটা জীবনের শেষ লগ্নে গিয়ে হয় যখন তারা বয়স জনিত কারণে কিংবা রোগ জনিত কারণে গত হন। আবার কিছু মানুষ খুব তাড়াতাড়ি পৃথিবীকে বিদায় জানিয়ে পরলোক গমন করেন। ইদানিং আমিও পরপর কয়েকটি মানুষের চলে যাওয়া দেখলাম। যেগুলো দেখার পর একটা প্রশ্ন কথা মনে বারবার ভেসে উঠছে, জীবন আসলেই কতো ক্ষীণ। আমরা এই আছি পর মুহূর্তে নেই।

আমাদের জীবন সবসময় এক অনিশ্চয়তার মধ্যে থাকে। অথচ আমরা নিজেদেরকে সর্বশক্তিমান ভাবতে থাকি। কিন্তু ঠিক তখনই জীবন আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা ক্ষনিকের জন্য। এই আছি কিছু পরে নাও থাকতে পারি।

আজ আমার বাংলা ব্লগে সকলের পোস্ট ঘাঁটতে ঘাঁটতে দিশা ম্যাডামের পোস্টটি নজরে আসে। কাছের মানুষের মৃত্যু শোকে ভারাক্রান্ত হয়ে মানুষের মানসিক পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে সেটা তার লেখায় স্পষ্ট বোঝা যাচ্ছিলো। যখন তার পোস্ট পড়ছিলাম তখন বারবার মাথায় ঘুরছিলো, মৃত্যু কতো তাড়াতাড়ি আমাদের যে কাউকেই এক লহমায় মাটিতে নিয়ে চলে আসতে পারে। জীবন ঠিক কতটা অনিশ্চিত। মৃত্যুকে পছন্দ না করলেও কিংবা ভয় করলেও সে আমাদেরকে এক সময় তার কোলে টেনে নিয়ে যাবেই। আর এটাই চিরন্তন সত্য।


Screenshot_20240324-215916.png

ছবিটি rahnumanurdisha ম্যাডামের ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last month 

প্রতিটি মানুষের এই ধারণাটা মনে রাখা উচিত। কারণ আমাদের জীবনটা অনিশ্চিত। কখন যে কার জীবনে সৃষ্টিকর্তার ডাক আসবে বোঝাই যাবে না। কারণ এমন কিছু কিছু ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যায়। ক্ষনিকের জন্য আমরা একটু সচেতন হই। আবারও আমরা সেই ভুলা মনে সবকিছু করেই থাকি। এমন লেখা গুলো পড়ে খুবই ভালো লেগেছে। আমাদের সকলের মনে রাখা উচিত জীবন আমাদের ক্ষণিকের জন্য। বিষয়টি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে দাদা।

 last month 

কিছুক্ষণ আগেই আপুর এই পোস্টে কমেন্ট করা হয়েছিল। আপুর পোস্টটা পড়ে সত্যি খুব খারাপ লেগেছিল। দুই মাসের মধ্যেই আপন ২ মানুষকে হারিয়েছে উনার খালা। আপনজন হারানোর কষ্ট সব থেকে বেশি হয়। আসলে আমরা যেকোনো সময় মারা যেতে পারি। কারণ আমাদের সবার জীবনটাই অনিশ্চিত। মৃত্যু কে তো মানতে হবেই। আমাদের জন্ম যেহেতু হয়েছে মৃত্যু অবশ্যই হবে। মৃত্যু না মানলেও সেই মানুষটার মৃত্যু হবে। আজকের ফিচারড আর্টিকেলে @rahnumanurdisha আপুর পোস্টটা দেখে খুব ভালো লেগেছে। এই পোস্টটি সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 last month 

@rahnumanurdisha আপুর এই পোস্টটা আমি দেখেছিলাম। ওনার পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ। যখন প্রথমবার ওনার পোস্ট পড়েছিলাম তখন তো খুবই খারাপ লেগেছে। ওনার খালা পরপর দুইজন প্রিয় মানুষকে হারিয়েছে। যে দুজনের গুরুত্ব ওনার জীবনে অনেক বেশি ছিল। একদিন সবারই মৃত্যু হবে। অনেকেই এটা মানে আবার অনেকেই মানে না। এখানে মানা অথবা না মানাতে কিছুই নেই। একদিন সবাইকে চলে যেতে হবে এটাই সত্য।

 last month 

দিশা আপুর জন্য অভিনন্দন জ্ঞাপন করছি তার পোস্টটি আজকের ফিচার আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য। বরাবরই দিশা আপু অনেক ভালো ভালো পোস্ট করে থাকেন যেগুলো খুবই মানসম্মত। তারই মধ্যে হতে একটি পোস্ট আজকে ফিচার আর্টিকেল হিসেবে মনোনীত হয়েছে।। অবশ্যই আপুর জন্য শুভকামনা রইল যেন তিনি আরো অনুপ্রাণিত হয়ে ভালো কোয়ালিটি সম্পন্ন পোস্ট আমাদের উপহার দিতে পারেন।

 last month 

এই নশ্বর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আমাদের। আমাদের মৃত্যু কখন হয় কেউ বলতে পারে না। জীবনটা আসলেই অনিশ্চিত। রেহনুমা আপুর পোস্টটি পড়া হয়নি। তবে যেটা বুঝতে পারলাম, তিনি বাস্তবিক কথা লিখেছেন। 🌼। ধন্যবাদ আপুর পোস্টটি ফিচারড আর্টিকেল সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59179.00
ETH 2969.17
USDT 1.00
SBD 3.75