আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২১[তারিখ : ২৪-০৭-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emon42


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- ইমন হোসেন। জাতীয়তা বাংলাদেশী। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করেন। উনি একজন ছাত্র। আপাতত কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করছেন। খেলাধুলার প্রতি বিশেষ ঝোঁক বিশেষ করে আমি ফুটবল। উনি ফুটবলকে উনার ভালোবাসা বলেও মনে করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20230724-223552~2.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


শ্রেষ্ঠত্ব চিরকাল থাকে না ।। by @emon42 (তারিখ ২৪-০৭-২০২৩)

পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। কেউ কখনো একটা জায়গা চিরস্থায়ীভাবে দখল করতে পারে না। সবকিছুরই ধ্বংস আছে সবকিছুরই পতন আছে। বিশেষ করে ক্ষমতার। আজকে আমি এইরকম একটা টপিকস নিয়েই কথা বলব। আপনারা যারা মোটামুটি ক্লাব ফুটবল অনুসরণ করেন নিশ্চয়ই জানেন ইউরোপিয়ান ক্লাব ফুটবল এখন আতঙ্কে রয়েছে। এটার সবচাইতে বড় কারণ সৌদি আরব। …


ইমন হোসেন ভাই ফুটবল খুব ভালোবাসেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ভক্ত উনি তার সাথে রিয়াল মাদ্রিদ সবচেয়ে পছন্দের ক্লাব।

আজকের আর্টিকেলটিতে উনি লিখেছেন ইউরোপীয় ফুটবলের সাথে নতুন উঠে আসা সৌদি আরবের লীগের একটা সমসাময়িক তুলনা। বর্তমানে সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো বেনজেমার মতো নামী দামী ইউরোপীয় লিগ কাঁপানো নামকরা খেলোয়াড়রা ধীরে ধীরে চলে আসছে সৌদি আরবের ফুটবল লীগে এবং সমৃদ্ধ করছে এশিয়ার এই দেশটির ফুটবল। সেইসাথে ইউরোপীয় ফুটবল কিছুটা হলেও তারা জৌলুস হারিয়ে ফেলছে।

লেখার লেখার মূল বক্তব্য যে ধীরে ধীরে ইউরোপীয় ফুটবল হয়তো শ্রেষ্ঠত্বের মুকুটটা হারিয়ে ফেলছে এবং সেটাই ছিনিয়ে নিচ্ছে সৌদি আরব। যদিও সেটা সময় বলবে তবে তার লেখাটি বর্তমান সময়ের ফুটবল বিশ্বের এক দোদুল্যমান পরিপ্রেক্ষিত তুলে ধরেছে।


Image.jpeg
Image

ছবিটি @emon42 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

ক্রিশ্চিয়ানো রোনালদো আমারও খুব পছন্দের একজন ফুটবল খেলোয়াড়। একসময় ক্লাবের খেলা গুলো দেখা হতো। তবে এখন সময় হয়ে উঠে না। গত বিশ্বকাপে সৌদি আরব এককথায় দুর্দান্ত খেলেছিল। আর্জেন্টিনার মতো দলকে হারিয়েছিল। সৌদি আরব শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নিবে সেই কামনা করছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগকে। যে আমার পোস্ট কে এবিবি ফিচারড পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।

 last year 

খেলা দেখতে কিন্তু আমারও বেশ ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলে টুকটাক খেলা দেখা হয়। খেলা নিয়ে এত সুন্দর একটি পোস্ট কে নির্বাচন করায় দাদাকে অসংখ্য ধন্যবাদ। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখতে কিন্তু আমারও বেশ ভালো লাগে।

 last year 

খেলাধুলা আমার অনেক বড় একটি নেশা খেলা প্রিয় লোক আমি। যেকোনো ধরনের খেলাধুলা খুবই পছন্দ করি বিশেষ করে ফুটবল যেটা এখনো রাত জেগে দেখা হয়। বর্তমানে সৌদি লীগ অনেক জনপ্রিয়তা পাচ্ছে বড় বড় তারকাদের তাদের লীগে অবস্থান নেওয়া জনপ্রিয়তা বাড়তেই থাকবে।

 last year 

খেলা দেখতে ভালো লাগে।সময় পেলে মাঝে মধ্যে দেখি। খেলা নিয়ে সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেলে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইমন হোসেন ভাইয়ের ফুটবলের প্রতি ভালোবাসা দেখে অনেক ভালো লাগলো।

 last year 

emon42 ভাইকে অভিনন্দন তার পোস্ট এই ফিচারড আর্টিকেলে সিলেক্ট হওয়ার জন্য।এই উদ্যোগটি অনেক ভালো একটি উদ্যোগ। আর এই উদ্যোগের সাধুবাদ জানাই ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66914.48
ETH 3341.32
USDT 1.00
SBD 2.72