"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৫১ [ তারিখ : ২১.০৩.২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @haideremtiaz


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই উনাকে ইমতিয়াজ নামেই চিনে। তিনি একজন ছাত্র। সম্প্রতি উনি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। বর্তমানে বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছেন। পাশাপাশি লেখালেখি করে আসছেন গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা।তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ও উনি ভালোবাসেন।সে সাথে অসহায় মানুষদের পাশে দাঁড়াতেও ভালোবাসেন।স্টিমিট এ জয়েন করেছেন ২০২১ সালের মার্চ মাস এ।বর্তমান এ স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-03-21-01-12-53-180-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcVSSeQEZBvxDhSXjH6N83y95JkHEDuPGLh7Fj4LDuZzr67MC6QiFR9q3r7cEJRs6uatpvFZqoF4Y4VdtfS2WM6Fwr3mh.webp

ছোটগল্পঃ ' অসমাপ্ত প্রেম '... @haideremtiaz (২০.০৩.২০২৪ )

গ্রামের ছেলে রাসেল। সবেমাত্র এইস এস সি পাশ করে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে। গ্রামে থেকেও রাসেল খুবই মেধাবী একজন ছেলে। স্কুলের সবকটি পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন করেছে। পরিবারের বড় ছেলে হওয়ায় বাবা মা তাকে আদরও করেছে ভীষণ।..


আজকে যখন এবিবি ফিচার্ড এর পোস্ট বাছাই করছিলাম। তখন এই পোস্টটা চোখে পরাতে ভাবলাম যে পোস্টটা একটু পড়া যাক।কারণ মোটামুটি গল্প পড়তে কম বেশি আমরা সবাই ভালোবাসি।

প্রথমেই আমি যা বলতে চাই। তা হলো এই গল্পটাকে গল্প হিসেবে না দেখে। একটি মেসেজ হিসেবে দেখলে সবচেয়ে ভালো হবে। কারণ আমাদের বর্তমান পরিবেশের বাস্তব একটি চিত্র এই গল্পটির মূলভাবটি।

বাস্তব চিত্র বললাম এই কারণে যে আজকাল অহরঅহ এই ব্যাপার এভাবেই ঘটছে অর্থাৎ অনেক সম্পর্ক খুব দ্রুতই গড়ে ওঠে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াই এবং সে সব সম্পর্ক খুব দ্রুতই ভেঙে যায় এবং তার বলিদান হয় কোনো না কোনো একজন বা প্রায় সময় দুইজন ই।আসলে আত্মহত্যা কখনই কোনো কিছুর সমাধান হতে পারে না। কিংবা কোনো দুঃখকে ভুলার জন্য ড্রাগস নেওয়া কখনোই কোনো সমাধান হতে পারে না। কিন্তু আমাদের সমাজে এটাই সবচেয়ে বেশি হয়ে থাকে।

বর্তমানে ভালোবাসার সম্পর্কে শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস ভরসা এসব একেবারে নেই বললেই চলে। আর যেটা সবচেয়ে বেশি থাকে, তা হলো হুটহাট ডিসিশন নেওয়া।যেটার কারণে অনেক ভালো কিছু ও অনেক সময় অনেক খারাপের দিকে পরিণত হয় এবং যেটা কখনো ঠিক করাও সম্ভব হয় না।

উনার এই লেখাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। এবং এই লেখাটি আজকে পিন পোস্ট হিসেবে নির্বাচন করার একটাই কারণ। সেটা হলো সকলকে সচেতন করা। যেনো এই ধরনের কাজ থেকে বিরত থাকা। কারণ উনার এই গল্পের মাধ্যমে একটাই মেসেজ দেওয়া হয়েছে যে, এই কাজগুলো খুব অন্যায় এবং এই কাজগুলো কখনোই কোনো ভালো কিছু বয়ে আনতে পারে না।


সবকিছু মিলিয়ে উনার আজকের লেখাটি বেশ ভালো ছিলো। আশা করছি ভবিষ্যতে ও উনি আমাদের এই ধরনের পোস্ট উপহার দিয়ে আমাদের পাশে থাকবেন।


54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcVSSeQEZBvxDhSXjH6N83y95JkHEDuPGLh7Fj4LDuZzr67MC6QiFR9q3r7cEJRs6uatpvFZqoF4Y4VdtfS2WM6Fwr3mh.webp

ছবি গুলো @haideremtiaz এর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 4 months ago 

প্রথমেই হায়দার ইমতিয়াজ ভাইয়াকে অভিনন্দন জানাই যে তার পোস্টটি এবিবি ফিচারের জন্য মনোনীত করেছেন। আমি ওনার পোস্টটি পড়েছি আসলে যথার্থ বললো একটি বার্তা আমাদের মাঝে তিনি দিয়েছেন তার পোস্টের মাধ্যমে। আসলেই যে কোন কাজ করতে গেলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করেই করা উচিত। নইলে সেটার পরিনাম সব সময় ভালো হয় না। আত্মহত্যা কখনো একটি সঠিক পন্থা হতে পারে না। যাইহোক হায়দার ইমতিয়াজ ভাইয়ার পোস্ট টি পড়ে আমার আজকে ভালো লেগেছে তার থেকেও ভালো লেগেছে তার পোস্টটি ফিচারে মনোনীত করার জন্য।

 4 months ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই 🌼। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 4 months ago 

@haideremtiaz ভাইয়ার এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই গল্পটার মাধ্যমে আমরা সবাই সচেতন হতে পারব। এটার মধ্যে বাস্তবিক কথাগুলো রয়েছে। এই কাজগুলো আসলেই অন্যায়ের কাজ। ভালো কিছু কখনো হয়না এগুলো দিয়ে। উনার লেখা গল্পটা যদিও পড়া হয়নি। তবে ফিচারড আর্টিকেলে দেখলাম। অবশ্যই পিন পোস্ট থেকে পড়ে নেওয়ার চেষ্টা করব।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের ছোট্র একটি মন্তব্য আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে।

 4 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। ছোট গল্প পড়তে আমার অনেক ভালো লাগে। যদিও এই গল্পটি পড়া হয়নি। তবে সময় করে পড়তে হবে। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

 4 months ago 

আসলে ছোট গল্প লিখতে ও পড়তে দুটোই আমার কাছে দারুন লাগে।তবে হায়দার ইমতিয়াজ ভাইয়ের এই গল্পটি আমার পড়া হয়ে উঠে নাই।তবে ফিচার্ড আর্টিকেলে এই পোস্টটি সিলেক্ট হওয়ার কারণে দেখতে পেলাম। অবশ্যই পড়ে নেব গল্পটি। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ভাইয়া আপনার প্রতি।

 4 months ago 

আমি মনে করি একজন লেখক হিসেবে এটাই আমার স্বার্থকতা। তার ফলস্বরূপ আমার গল্পটি আজ ফিচারড আর্টিকেল সিলেক্ট করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি ফিচারড আর্টিকেল সিলেক্ট করার জন্য। 🌼

 4 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে হায়দার ইমতিয়াজ ভাইয়ের নামটা দেখে তো অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু সকলের জন্য সচেতন মূলক একটা পোস্ট। আসলে বর্তমানে ভালোবাসার সম্পর্কটা একেবারে ভিন্ন রকমের হয়ে গিয়েছে। সত্যিকারের ভালোবাসা এখন একেবারেই দেখা যায় না বললে চলে। এখনকার ভালোবাসার মধ্যে রয়েছে না কোন বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা কোন কিছু। অনেক সুন্দর করে তিনি এটা লিখেছে। পোস্টটাকে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

যে কোন গল্প পড়তে লিখতে অনেক ভালো লাগে।ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। যদিও গল্পটি পড়া হয়নি তবে গল্পটি পড়ে নিব। ধন্যবাদ দারুণ একটি পোস্ট ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64599.25
ETH 3467.96
USDT 1.00
SBD 2.55