"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৪৭ [ তারিখ : ০৫.১০.২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।**
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selinasathi1
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - সেলিনা সাথী। স্টিমিট আইডি - @selinasathi1। উনি প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর।সে সাথে একজন সমাজ কর্মি ও সংগঠক। এছাড়া ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। তিনি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার" এর। উনার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর তিনি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করেন।স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের জুন মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় সাড়ে ৩ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
বৈষম্যের দেয়াল ভেঙে এক নতুন দিনের প্রত্যাশায়--কবিতা - বৈষম্য ... @selinasathi1 (04.10.2024 )
সত্যিই বৈষম্য আমাদের পিছু ছাড়েনি। কারণ বৈষম্য যদি আমাদের পিছু ছাড়তো। তাহলে কারো কারো জন্য জীবন আনন্দের, আবার কারো কারো জন্য জীবন অসীম অন্ধকার এর হতো না।
উনার আজকের লেখাটি ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করার একটি কারণ হলো। উনার লেখাটি এতো ভালো একটি বিষয় নিয়ে। যেটা থেকে আসলে চোখ ফেরানো মুশকিল। কারণ সত্যিই আমাদের সমাজ থেকে বৈষম্য কিন্তু যায়নি। অর্থাৎ আমরা যতোই বলি যে বৈষম্য বিরোধী কিন্তু আমরা সেই বৈষম্যের মধ্যেই আটকে যাই প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি ব্যাপারে।কিন্তু উনার কথাই ঠিক। অর্থাৎ সবকিছু হারিয়ে ফেললেও বৈষম্য আমাদের খুব গভীরভাবে আঁকড়ে ধরলেও। আমরা কিন্তু এখনো আশা রাখতে পারি যে, কখনো না কখনো বৈষম্য দূর হবে। কারণ বৈষম্য ব্যাপারটাই অসম্ভব নির্মম। বৈষম্য মানেই দুটো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। যে বিভেদের দেওয়াল অনেক বেশি চওড়া।
উনার কবিতাটি নিয়ে কথা না বললেই নয়। কারণ কবি মানুষ, তাই কবি মানুষের কবিতা নিয়ে আসলে তেমন কোনো কিছু বলার নেই। কারণ কবি মানুষের কবিতা হয় একেবারেই অসম্ভব সুন্দর। উনার কবিতার ভাষা যেমন খুব সুন্দর, ঠিক তেমনটাই প্রতিবাদী। যে প্রতিবাদের মধ্যে থাকে সমাজের জন্যে ভালো কিছু চাওয়া, যে প্রতিবাদ হয় সমাজকে ঘিরে, যে প্রতিবাদ হয় সত্যকে ঘিরে, যে প্রতিবাদ হয় মানবকল্যাণকে ঘিরে। সবকিছু মিলিয়ে উনার আজকের টপিস, আজকের কবিতা অনেক দারুন ছিলো। আশা করছি প্রতিনিয়ত আমরা এই ধরনের কবিতা এবং এই ধরনের চিন্তাভাবনা উনার কাছ থেকে উপহার পাবো। কারণ বৈষম্য নিয়ে যে চিন্তা করে, বুঝতে হবে যে সে আসলেই সমাজের জন্য ভালো কিছু চাইছে। কারণ বৈষম্য সমাজের অনেক বড় একটি ব্যাধি। যে রোগ না সাড়াতে পারলে আমাদের সমাজ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে বৈষম্যের চাপে।
ছবিগুলো @selinasathi1 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
আজ অনেক দিন পর আমার পোস্ট ফিচারড আর্টিকেলে স্থান পাওয়ায় অন্য রকম একটা অনুভূতি ছুঁয়ে যাচ্ছে মনের গভীরে। বৈষম্যের দেয়াল ভেঙে এক নতুন দিনের শুরু হোক সমাজের প্রত্যেকটি প্রান্তরে। বৈষম্যহীন সমাজে সবাই সুযোগ পাবে সমান ভাবে এটাই প্রত্যাশা।
আজকের ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সাথী আপু অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপুকে জানাই অনেক অনেক অভিনন্দন। আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ।
আজকের এই ফিচারড আর্টিকেল পোস্ট দেখেই আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম আজকের ফিচারড আর্টিকেলে। সাথী আপু প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করে। তার মধ্যে এটাও অনেক সুন্দর ছিল। আপুর পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক বেশি ধন্যবাদ।
ফিচার্ড আর্টিকেলে দারুন একটি পোস্ট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সাথি আপুর কবিতা মানে অসাধারণ কিছু। সাথী আপুর কবিতা আমার অনেক ভালো লাগে। আপু কবিতা বেশ দারুন লিখেন। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য।