"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২৬০ [ তারিখ : ৩০-০৩-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @riyadx2


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - রিয়াদ। শিক্ষাগত যোগ্যতা - রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ।বাসস্থান - বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড ।উনি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসেন সে সাথে উনার লেখালেখির হাত ও বেশ ভালো।স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২২ সালের সেপ্টেম্বর মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ১ বছর ৬ মাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-03-30-22-58-26-233-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9kbBxJHcTbnV3JeiebkJuLVCxciexuffKYAPs79Yct7M15Mc3aeRt7JPaeaWGcyqdhmnjCfMJFjJ9sFkZo2kKAxvviCLjVY.png

জেনারেল রাইটিং: ঈদ সকলের জন্য আনন্দের হয় না... By @riyadx2 (30-03-2024 )

আমরা প্রত্যেকেই জানি যে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সাধারণ ঈদ সকল মানুষের মনে আনন্দ বয়ে আনে না।ঈদ‌ কিছু মানুষের মনে দুঃখ বয়ে আনে। আমরা চাইলে তাদের মাঝে ও আনন্দ ভাগাভাগি করে দিতে পারবো। কিন্তু..


আজকের এবিবি ফিচার্ডের পোস্ট বাছাই করার সময়, ওনার এই পোষ্টের টাইটেলটি দেখার পর মনে হলো যে আজকের এবিবি ফিচার্ড পোস্ট হিসেবে এটাই বাছাই করা উচিত।

এই পোস্টটি বাছাই করার অন্যতম একটি কারণ হলো, বর্তমানে আমাদের দেশে শীঘ্রই কয়েকদিন পরেই ঈদুল ফিতর উদযাপন হবে। এবং এটার জন্য আমরা সকলেই বিভিন্ন কেনাকাটায় ব্যস্ত। কারন আমাদের বছরে দুইটা মাত্র ঈদ আসে এবং এই দুইটা দিন আমাদের জন্য অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি মজার। এবং সেই আনন্দটাকে আমরা দ্বিগুণ করতে বিভিন্ন ধরনের শপিং করে থাকি। শুধু যে নিজেদের জন্য শপিং করি তাই নয়,পরিবারের সকলের জন্যই শপিং করি। কিন্তু উনি খুব তিক্ত একটি সত্য কথা বলেছেন এবং সেটা হলো সত্যিই আমাদের আশেপাশের অনেক মানুষ একটা ভালো জামা পায় না গায়ে দেওয়ার জন্য। যখন আমরা অনেক দাম দিয়ে, দাম দিয়ে অনেক ভালো ভালো ড্রেস কিনি।

মানুষ হিসেবে কিন্তু চিন্তা করতে গেলে এটা আমাদের জন্য অসম্ভব লজ্জার একটি ব্যাপার। তার কারণ হলো, আমরা সচ্ছল বলেই আমরা কিনতে পারি। কিন্তু যারা সচ্ছল নয় যাদের অবস্থা অসচ্ছল! তাদেরকে তো আমাদেরই সাহায্য করা উচিত। কিন্তু আমরা তাতে খুব একটা আগ্রহ বোধ করি না।

এবং উনি আরো একটি ঠিক কথা বলেছেন যে, আমাদের ধর্মে অবশ্যই ঈদের সময় প্রত্যেক ধনীদের বলা হয়েছে তারা যেনো গরিবদের সাহায্য করে। কারণ ঈদের মানেই হলো আনন্দ। আর যখন আমার, আপনার প্রতিবেশী নিরানন্দে দিন কাটাচ্ছে। তখন আমরা আনন্দ উদযাপন করছি। এর চেয়ে পৈশাচিক ব্যাপার আর কি ই বা হতে পারে, তাই না?

উনার লেখাটি সত্যিই বেশ ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে যে উনার এই লেখাটি অর্থাৎ এই পোস্টটি পড়ে যদি একটা মানুষ ও সচেতন হয়। তাহলে এতেই উনার লেখার সার্থকতা নিহিত। উনি আমাদের সকলকে যে বার্তাটি দিতে চেয়েছেন। সেটা হলো,ঈদের আনন্দ আমাদের ভাগ করে নেওয়া উচিত সকলের সাথে। সেটা ধনী, গরিব, আত্বীয়,প্রতিবেশী সকলের সাথেই।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9kbBxJHcTbnV3JeiebkJuLVCxciexuffKYAPs79Yct7M15Mc3aeRt7JPaeaWGcyqdhmnjCfMJFjJ9sFkZo2kKAxvviCLjVY.png

ছবি গুলো @riyadx2 এর ব্লগ থেকে নেওয়া


সব মিলিয়ে উনার লেখাটি বেশ ভালো হয়েছে। এবং আশা করছি উনি ভবিষ্যতেও আমার বাংলা ব্লগ কে এমন দারুন সব পোস্ট উপহার দেবেন।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 4 months ago 

বাস্তবতাকে কেন্দ্র করে রিয়াদ ভাইয়া খুব সুন্দর কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কথাগুলো পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই ঈদ সকলের জন্য আনন্দ না। কারণ হতদরিদ্র মানুষগুলো নিজের চাহিদা মত পাচ্ছে না কিছু কিনতে।আমাদের সকলের উচিত এই ঈদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোষ্টে রিয়াদ ভাইয়ের নামটা দেখে অনেক ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন এই পোস্ট। ঈদ প্রত্যেকটা মানুষের জন্য আনন্দ হয়ে আসে না এটা ঠিক। আমরা হয়তো আনন্দ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু কিছু মানুষ হয়েছে যারা তো এমনিতেই অনেক কষ্টের দিন কাটায়। তাহলে তারা কিভাবে পারবে এদের সময় নতুন জামা কিনতে ভালো মন্দ খাবার খেতে। তাদের জন্য এই দিন আসে কষ্ট হয়ে। বাস্তবতা ফুটিয়ে তুলেছেন আপনি অনেক সুন্দর করে।

 4 months ago 

আজকের ফিচারড আর্টিকেল হিসেবে অনেক সুন্দর একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে, যেটা দেখে খুবই ভালো লেগেছে। তিনি এই পোস্টের মধ্যে একেবারে সত্য কথাগুলো উল্লেখ করেছেন। ঈদ সবার জন্য সত্যি কিন্তু আনন্দের হয় না। তবে সবাই যদি মানবিকতার হাত সবার দিকে বাড়িয়ে দেয় তাহলে অন্যদের জন্য এটা খুবই ভালো হবে। সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরী। অনেকে রয়েছে ঈদের নতুন জামা পড়তে পারে না, তাদেরকে নিজের থেকে সাহায্য করা প্রয়োজন। ওনার পোস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই পোস্ট বাছাই করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

রিয়াদ ভাই দারুণ একটি বিষয় নিয়ে লিখেছে আর তার লেখাটি আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেলে দেখে খুব ভালো লাগলো।ধন্যবাদ

 4 months ago 

প্রতিদিন আমার বাংলা ব্লগে ফিচারড আর্টিকেল শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @riyadx2 ভাইয়া কে দেখে খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65800.35
ETH 3464.66
USDT 1.00
SBD 2.68