"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১৩১ [তারিখ : ১৭-১১-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shyamshundor


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - শ্যামসুন্দর। জাতীয়তা - বাংলাদেশী। পেশাঃ বর্তমানে ছাত্র। শখঃ নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে তার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো তার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করেন আর মনে প্রাণে বিশ্বাস করেন,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
স্টিমিটে যুক্ত হনঃ ২০২২ সালে জুন মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20231117_210934_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20231117_210834_Chrome.jpg

একতা by @shyamshundor (17.11.2023 )

১৯৪৭ সাল, বৃটিশরা ভারতীয় উপদেশ ত্যাগ করবে।এমন সময় তারা উপমহাদেশকে ভারত পাকিস্তান দুই ভাগে ভাগ করে দিয়ে যায়।পাকিস্তানের আবার দুইটি অংশ ছিল একটি পূর্ব পাকিস্তান, আপরটি পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কে সব সময় শোষণ করতে চাইত। এরই পরিপ্রেক্ষিতে ১৯৭১সালের মুক্তিযুদ্ধ।৩০লক্ষ শহীদ। এই ত্রিশ লক্ষ শহীদের পরিবার ছিল,বাবা মা ছিল,স্ত্রী কন্যা ছিল। তারা কিন্তু পরিবারের চিন্তায় ঘরে বসে থাকেন নি। নিজের বুকের তাজা রক্ত দিয়ে গেছেন যাতে বাকিরা স্বাধীন ভাবে বাচতে পারে...


লেখক এর আজকের পোস্টটা যখন আমি পড়ছিলাম তখন যেন অন্যরকম একটা উদ্দীপনা কাজ করছিল নিজের মাঝে। পারিপার্শ্বিক অবস্থার বিচার বিশ্লেষণ লেখক উদাহরণের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তুলেছে তাতে এক প্রকার লেখকের এমন চিন্তা ধারাকে প্রশংসা করতেই হয়।

সত্য কথাগুলো বরাবরই অপ্রিয় হয়, সত্যিই আমাদের মাঝে একতা নেই, সবকিছু ভঙ্গুর হয়ে গিয়েছে আর সেই সুযোগটাই গ্রহণ করেছে কিছু সুবিধাবাদী লোক। আমারও তেমনটাই মনে হয়, মানুষ যখন পারিপার্শ্বিক অবস্থা নিয়ে সমষ্টিগতভাবে আলোচনা করবে কিংবা নিজের অধিকার আদায়ের ক্ষেত্রে সচেতন হবে তখন আসলে সিন্ডিকেট বলুন আর যাই বলুন না কেন, সবকিছু নিপাত যেতে বাধ্য। লেখক এর লেখার সঙ্গে সমর্থন জানিয়ে বললাম , আসলেই পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তনের জন্য, নিজেদের ভিতরে একতাবদ্ধ হওয়া বড্ড জরুরী।

তাই সবদিক বিবেচনায়, লেখক এর আজকের এই পোস্টটিকে, আমি ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।


TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLy2ph4BECM3pzpijCukNfYBZsaGJ3VrkBY1NnNwFQPyEqg3YuqjHYf1UnXFxkeScouPt17YRf9AGucpv4gdMW9FS1sLM6H3vE.jpeg

ছবি শ্যামসুন্দর ভাইয়ের ব্লগ থেকে নেওয়া


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 11 months ago 

অসাধারণ একটি পোস্ট আপনি ফিচারড আর্টিকেলে নিয়ে আসলেন। বেশ ভালো লাগলো। আসলে গুরুত্বপূর্ণ একটি টপিকস ছিল। যদি নিজেদের মধ্যে একতাবদ্ধতা না থাকে তাহলে সুবিধাবাদী লোকেরা সেই সুযোগ ব্যবহার করে। যা বর্তমানে আমাদের দেশেরই একই অবস্থা। সেটা পারিবারিক ক্ষেত্রে হোক কিংবা ব্যক্তিগত ক্ষেত্রে হোক। অথবা কোন দলের ক্ষেত্রে হোক সব জায়গায় একতাই হচ্ছে সর্ব উৎকৃষ্ট পন্থা। তাই পোস্টটি আমারও বেশ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

ধন্যবাদ পোস্টটিকে ফিচার্ড করে আমাকে সম্মানীত করার জন্য৷

 11 months ago 

অভিনন্দন @shyamshundor 🎉❤️
গতকাল পোস্টটি পড়েছিলাম এবং বেশ ভালো লেগেছে। বেশ কিছু বিষয় তিনি গুছিয়ে লিখেছেন যা একদমই বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। সত্যি বলতে উপযুক্ত একটি পোস্ট মনোনয়ন করা হয়েছে। 👌

 11 months ago 

যদিও পোস্টটি আগে পড়া হয়নি তবে এখন পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো । শ্যামসুন্দর ভাই আমার বাংলা ব্লক কমিউনিটির বেশ ভাল একজন ইউজার। এই পোস্টটি বাস্তবতার সাথে যথেষ্ট মিল রয়েছে। ফিচার্ড আর্টিকেল হিসেবে পোস্টটি নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

সত্যিই আপনি বেছে বেছে অনেক সুন্দর একটি পোস্ট সিলেক্ট করলেন। শ্যামসুন্দর ভাইয়ের এই পোস্টের টাইটেল দেখেই আমার কাছে ভালো লেগেছিল। ঠিক বলেছেন বর্তমানে আমাদের মাঝে একতার খুবই অভাব রয়েছে। লেখকের এই লেখাটা খুবই দারুণ লেগেছে। শ্যামসুন্দর ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 59536.13
ETH 2366.24
USDT 1.00
SBD 2.53