"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #২৮ [তারিখ : ৩০ -০৭-২০২৩]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। সাতাশ তম রাউন্ড শেষে আজ ৩০ জুলাই ২০২৩ আঠাশ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @emon42
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: ইমন হোসেন। জাতীয়তা- বাংলাদেশী। শখ- ফুল গাছ রোপন করা। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার- ২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ২ বছর ২৮ দিন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
ছবিটি নেওয়া হয়েছে- ইমন ভাইয়ের পোস্ট থেকে
আমাদের শৈশব কৈশোর। ( publish- ২৯.০৭.২০২৩ )
ইমন ভাই এটা ঠিক বলেছেন, আসলেই এখনকার জেনারেশনের ছেলেমেয়েদের সাথে আমাদের বা আগের জেনারেশনের মধ্যে কোনো মতের মিল খুঁজে পাওয়া যায় না। এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা বলতে গেলে সবার থেকে এক ধাপ এগিয়ে, যেমন আমি বা আপনি যখন আপনার কম বয়েসী কাউকে ভালো পরামর্শ দিচ্ছেন, সে কিন্তু সেই বিষয়টা বোঝার চেষ্টা না করে নিজে যেটা বুঝছে সেটাই করবে সে যতই খারাপ কাজ হোক না কেন। কাউকে কিছু বোঝাতে গেলে উল্টে সেই, সেই পরামর্শ দাতাকে বোঝাতে যায়। এখন বর্তমানে যত ডিজিটাল হচ্ছে নতুন জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে তত দিনে দিনে পরিবর্তন লক্ষ করা যাবে, এটাই স্বাভাবিক।
আমাদের শৈশব কৈশোরে এইরকম ইন্টারনেট স্মার্টফোন সহজলভ্য ছিল না। তখন আমরা বিনোদনের জন্য বিভিন্ন দেশীয় খেলা খেলতাম। একটু বড় হলে শুরু করলাম ক্রিকেট ফুটবল খেলা। কিন্তু খেলাধুলা করার পরে বিনোদনের একটা অংশ অপূর্ণ থাকত। ওটা আমরা পূরণ করতাম টিভি দেখে। আমাদের শৈশবে তখন মোটামুটি রঙিন টিভি সব বাড়িতেই ছিল সঙ্গে ছিল ডিশ কানেকশন। প্রতিটা ছেলে মেয়েই কার্টুন পছন্দ করে। আমিও তার ব্যঙতিক্রম ছিলাম না।
এটা ঠিকই বলেছেন, আসলে আমাদের সময়ে কিন্তু আমাদের কাছে কোনো স্মার্টফোনই ছিল না, স্মার্টফোন কি আমার কাছে ছোট বাটনের ফোনটাই ছিল না, আমাদের সময়েই এই বাটনের ফোন ছিল শুধু, কিন্তু কিছুই বুঝতাম না অতো ফোনের বিষয়ে, কারণ তখন ফোন নিয়ে চলতাম না আর এইসব ইন্টারনেট এর কোনো কথাই ছিল না, শুধু ফোন করা আর আসাই ছিল কাজ। এখন বর্তমানে আনলিমিটেড ইন্টারনেট আসায় দেশীয় খেলা সব উঠে গেছে, এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এইসব দেশীয় খেলা কিছুই বোঝে না, বরং তারা ফোনের ভিতরের গেমগুলো ঠিকই বোঝে আর তাতেই ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যায়। তাই এটাই হলো তাদের কাছে মুখ্য বিনোদন, কিন্তু তাদের কাছে কিন্তু কোনো দেশীয় খেলার বিষয়ে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারবে না, কারণ জানেই না।
আমাদের শৈশবে তখন মোটামুটি রঙিন টিভি সব বাড়িতেই ছিল সঙ্গে ছিল ডিশ কানেকশন। প্রতিটা ছেলে মেয়েই কার্টুন পছন্দ করে। আমিও তার ব্যটতিক্রম ছিলাম না।
আমাদের সময়ে রঙিন টিভি বলে কিছু ছিল না, অনলি সাদা-কালো পর্দার টিভি ছিল। আর আমাদের গ্রামে সেই সময় বিদ্যুৎ ছিল না, ব্যাটারির মাধ্যমে টিভি দেখতাম। তখনকার সময়গুলো বেশ উপভোগ করতাম সবার সাথে, এখন সেগুলো আর চাইলেও পাওয়া যাবে না।
টম এন্ড জেরি অন্য তম ছিল
এটা কিন্তু আমার কাছেও বেশ প্রিয় একটি কার্টুন ছিল, আমি বেশি দেখতাম এই কার্টুনগুলো। কার্টুন মূলত সবারই প্রিয়, সে ছোট হোক আর বড়ো হোক,অবসর সময়ে এইসব মজার মজার কার্টুন দেখে বেশ আনন্দ উপভোগ করা যায়।
সব শেষে ইমন ভাইকে ধন্যবাদ জানাই হারিয়ে যাওয়া শৈশব এর স্মৃতিময় বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
সত্যি ওনার পোস্টটা চমৎকার ছিল, যখন আমরা ইন্টারনেটস্মার্টফোন ইত্যাদি বুঝতাম না, তখনকার সময়টাই কিন্তু অন্যরকম ছিল। যাইহোক খুবই ভালো লাগলো তার পোস্টে আরো চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য।
আজকের ফিচার্ড আর্টিকেলে ইমন ভাইয়ের পোস্টটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ইমন ভাইয়া অনেক ভালো লেখেন এবং তার পোস্টগুলো সত্যি অনেক চমৎকার ছিল। বর্তমান সময়টাই ডিজিটাল যুগ তাই তো সবকিছুই অনেক এগিয়ে ও হাতের মুঠোয়।
কিন্তু ইন্টারনেট ও স্মার্টফোন যখন ছিল না সেই সময়টাও ছিল অন্যরকম।
অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টা আমার বাংলা ব্লগ এর ফিচার্ড পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য। পরবর্তীতে আমি আরও ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ 💞🥀
আজকের ফিচারড আর্টিকেল রাইটার @emon42 ভাইকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো।তার সুন্দর ভেরিয়েশন এর পোষ্ট থেকে "আমাদের শৈশব কৈশোর।"এই পোষ্টটি ফিচারড আর্টিকেল হিসেবে যথাযত বলে মনে করি।
এই উদ্যোগটি গ্রহণ করার পর হতে দেখছি যে প্রতিদিনই একজন ক্রেয়েটিভ ইউজার কে ফিচারড অব আর্টিকেলের আওতায় আনা হয়। সত্যি বলতে ভালো কাজ করলে তার মূল্যায়ন তো হবেই । ধন্যবাদ দাদা ইউজারদের কে এত সম্মানিত করার জন্য।
দারুন একটি পোস্ট সিলেকশন করা হয়েছে। আমি আশা করি চমৎকার এই উদ্যোগের কারণে আমাদের ব্লগাররা তাদের লেখার মান আরো ভালো করার চেষ্টা করবে। চমৎকারভাবে পোস্টটি গুছিয়ে উপস্থাপন করা হয়েছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টটি চমৎকারভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।