"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৬৬ [তারিখ : ০৫-০৪-২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristychaki


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ অতশী চাকী (বৃষ্টি) । জাতীয়তাঃ বাংলাদেশী। বাংলাদেশের গাইবান্ধা জেলার বাসিন্দা বৃষ্টি আপু নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে খুব পছন্দ করেন। আর তার ভালো লাগে নতুন নতুন জায়গাতে ঘুরতে যেতে। "ভালো কাজের, ভালো ফল" কথাটিতে বৃষ্টি আপু মনে প্রাণে বিশ্বাস করেন এবং সেটাই নিজের জীবনে মেনে চলার চেষ্টা করেন। ২০২২ সালের জুলাই মাসে উনি স্টিমিটে যুক্ত হন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :

Screenshot_20240405-203144.png

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল:


IMG.jpeg

কর্ণ বাবুর জন্মদিন by @bristychaki (তারিখ ০৫.০৪.২০২৪)

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি। আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে জন্মদিনের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশাকরি আপনাদের ভালো লাগবে।

আজকের ফিচার্ড পোস্ট বাছাই করতে গিয়ে দারুন দারুন পোস্ট দেখতে পেয়েছিলাম। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই পোস্টটি দারুণ লেগেছিল। জন্মদিন সবার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন এবং সেই দিনটি যদি হয় কাছের কোন মানুষের তাহলে তো কোন কথাই নেই। মনে হয় সেদিন সারাটা দিন ঈদ ওও পূজার মতো কেটে যায়। ঠিক এমন একটি জন্মদিনের পোস্ট আজ ফিচার্ড পোস্ট হিসেবে আজ সিলেক্ট করেছি।

বৃষ্টি চাকি আপু এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, গানের পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

কর্ন হল বৃষ্টি আপুর একমাত্র ভাগ্নির সন্তান এবং তার অনেক কাছের একজন মানুষ। আজ সেই কর্ন বাবুর জন্মদিনকে ঘিরে বিস্তারিত বিষয়গুলো এই পোস্টের মধ্যে তুলে ধরেছেন। পোস্টটি যখন পড়ছিলাম তখন আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছিল। কর্ণ বাবুকে নিয়ে সারা দিনের প্রচুর আয়োজন ছিল এবং দিনশেষে তার জন্মদিন উদযাপন। এসব কিছু বিষয় তিনি পোস্টের মধ্যে অনেক চমৎকারভাবে ফুটে তুলেছেন। সবকিছু বিষয়ে বিবেচনা করে আজকে এই পোস্টটি হিসেবে মনোনীত করা হলো।


IMG.jpeg

ছবিটি নেয়া হয়েছে @bristychaki আপুর পোস্ট থেকে


ধন্যবাদ

Sort:  
 2 months ago 

আমার আজকের পোস্ট টি ফিচার্ড আর্টিকেল এ মনোনীত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি।🙏🙏কর্ণ বাবু আমার খুবই বিশেষ একজন মানুষ আর তাঁর জন্মদিনের মুহুর্ত টি আরও বেশি স্পেশাল করার জন্য আবারও কৃতজ্ঞতা জানাই কমিউনিটির সকলকে।🙏🙏আজকের এই আনন্দের অনুভূতি অন্য রকমের যা ভাষায় প্রকাশ করার মতো নয়।আশাকরি আগামীতে আরও অনেক ভালো কিছু করতে পারবো।ধন্যবাদ।🙏🙏

 2 months ago 

বৃষ্টি আপুর পোস্টটি যদিও আগে পড়া হয়নি তবে এখন পড়ে বেশ ভালো লাগলো। বাচ্চাদের জন্মদিন করলে বাচ্চারা অনেক খুশি হয়। পরিবারের সবাই এই ধরনের ঘরোয়া অনুষ্ঠানটি পালন করলে পরিবারের ভিতর একটি আনন্দ কাজ করে।পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপুর পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে বৃষ্টি চাকী আপুর নামটা দেখে অনেক বেশি ভালো লাগলো। আপুর এই পোস্টটা যদিও আগে দেখিনি, তবে ফিচারডে দেখে ভালো লেগেছে। বেশিরভাগ বাচ্চাদের দুর্বলতা হচ্ছে কেকের মধ্যে। বাচ্চাদের জন্মদিন যদি পালন করা হয় তাহলে তারা খুবই আনন্দিত হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বৃষ্টি চাকী এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.031
BTC 69345.27
ETH 3816.44
USDT 1.00
SBD 3.67