"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #১১৬ [তারিখ : ০১-১১-২০২৩]
Banner Credit @alsarzilsiam
০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- শিমুল আক্তার।
জাতীয়তা বাংলাদেশী। উনার ভাষ্যমতে - বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি। আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা। আমি একজন গৃহিণী। আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই। নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি। এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২২ সালের মার্চ মাসে স্টিমিটে জয়েন করেছেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
জেনারেল রাইটিং -- 💕 " মুখোশের আড়ালে মানুষ " by @shimulakter by.• 31 September 2023||
বেশীর ভাগ মানুষের দুটো রুপ দেখা যায়।মানুষ ও মুখোশের আড়ালে মানুষ।
মুখোশের আড়ালে মানুষ গুলো আমাদের জন্য খুবই বিপদজনক।এ ধরনের মানুষের সংস্পর্শে থাকলে আপনার উন্নতির কিছুই হবে না।
অনেক ভালো লাগলো আপু আজ আমার এই জেনারেল রাইটিং পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য। আসলে মানুষ আর মুখোশের আড়ালে মানুষগুলো যতোটা আমরা চিহ্নিত করতে পারবো।ততোই নিজেদেরকে সেভ রাখতে পারবো।অসংখ্য ধন্যবাদ আপু। অনেক ভালো লাগলো। ❤️
শিমুল আক্তার আপু জেনারেল রাইটিং এর জন্য খুবই দারুণ একটি টপিকস নির্বাচন করেছেন এবং বেশ আলোচনামূলক একটি লেখা শেয়ার করেছেন। আসলেই অনেক মানুষ এর বাহিরের রুপ দেখে বোঝার উপায় থাকে না যে ভেতরে কতটা কুৎসিত রুপ রয়েছে। আর এমন মানুষকে বিশ্বাস করলে ক্ষতি অনিবার্য।
আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। যদিও এই পোস্ট পড়া হয়নি। তবে একেবারে সত্যি কথাগুলোই এখানে তুলে ধরা হয়েছে। মুখোশের আড়ালে লুকানো মানুষের আসল রূপ কখনোই বুঝতে পারা যায় না। আর সেই সব মানুষের থেকে সব সময় বিপদ ছাড়া আর কোন কিছু আশা করাও যায় না।
আজকের ফিচার্ড আর্টিকেল টি পড়ে খুবই ভালো লাগলো।আপুর পোস্টটি সিলেক্ট করা হয়েছে।তিনি সবসময় আমাদের মাঝে সুন্দর ব্লগ উপহার দিয়ে থাকেন।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ফিচার্ড আর্টিকেলটি পড়ে অনেক ভালো লাগলো। সত্যিই আজকাল মানুষের ভিতরে দুটি রূপ দেখা যায়। আর পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।
আজকের এই ফিচারড় আর্টিকেল পোস্টে শিমুল আক্তার আপুর নামটা দেখে অনেক ভালো লেগেছে। তিনি সবসময় অনেক সুন্দর সুন্দর পোস্ট করে থাকে যেগুলো আমি অনেক পছন্দ করি। আর ওনার পোস্ট প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি। তিনি এই পোস্টে একেবারে বাস্তবিক কিছু কথা তুলে ধরেছেন। ধন্যবাদ এই পোস্ট বাছাই করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেলে শিমুল আপুর জেনারেল রাইটিং পোস্টটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে শিমুল আপুর লেখা এই পোস্টটি সত্যি অনেক সুন্দর ছিল। শিমুল আপুর এই পোষ্টের মধ্যে বাস্তব সময়ের চিত্রটি দারুন ভাবে ফুটে উঠেছে।