"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩৭৪ [ তারিখ : ২২-০৭-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nilaymajumder
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - নিলয় মজুমদার। জাতীয়তা- ভারতীয়। স্টিমিট আইডি - @nilaymajumder। নিলয় ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন। সেই পথ ধরে প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে তার বহু কাজ প্রশংসনীয়। নতুন নতুন জিনিস তৈরী করতে ও খুব ভালোবাসেন। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি নিলয়ের পছন্দের তালিকার শীর্ষে। স্টিমিট এ জয়েন করেছেন ২০২১ সালের জানুয়ারী মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
বসন্তের কোকিল... by @nilaymajumder (২২-০৭-২০২৪ )
বর্তমান সময়ে মানুষ অন্য মানুষের দুঃসময়ে পাশে থাকতে চায় না। যখন একজনের অন্য আরেকজনের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই সময়ই সুখের পাখিরা উড়ে যায়। মানুষ যেন নিজের মধ্যে থাকা মানবিকতা মেরে ফেলেছে। সেজন্য নিজের প্রয়োজনটুকু কিংবা অন্য মানুষের সুখের সময়টুকুতে তাদের সঙ্গে থাকা ছাড়া আর কিছুই বোঝে না। ধীরে ধীরে আমাদের সমাজ এক মানবতাহীন সমাজের দিকে এগিয়ে চলেছে। যদিও এর মধ্যে কিছু কিছু ব্যতিক্রমী ধর্মী মানুষ রয়েছেন তবে তাদের সংখ্যা এতটাই কমে গেছে যে তাদের সংখ্যা হাতে গুনে ফেলা সম্ভব। মাঝে মধ্যে মনে হয় পৃথিবীতে স্বার্থপর মানুষেই ভরে গিয়েছে। হয়তো কিছু মানুষ বদলেছেন সময়ের সাথে তাল মেলাতে গিয়ে আর কিছু মানুষ ইচ্ছাকৃতভাবেই কাউকে বেকায়দায় দেখলে দূরে সরে যান।
কারণটা যাই হোক আমাদের সমাজের এবং ব্যক্তিগত ভাবে কিছু পরিবর্তন দরকার সেটা নিলয় ভাইয়ের পোস্টে উঠে এসেছে। নিলয় তার পোস্টে সমাজের সেই খারাপ দিকটা যেমন তুলে ধরেছে সেই সাথে একজন মানুষ হিসেবে কি কি কর্তব্য তার কিছুটা রূপরেখা পোস্টের মধ্যে লিখেছে। আশা করবো আপনাদের ভালো লাগবে।