"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৬১ [তারিখ : ৩১-০৩-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃমহিন আহমেদ । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- ভ্রমণ করা এবং গান গাইতে খুব পছন্দ করেন। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করেন। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ডাই পোস্ট | সমুদ্রের তলদেশের চমৎকার দৃশ্যের ডাই প্রজেক্ট তৈরি। by @mohinahmed (date 31.03.2024 )

আজকে আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। যাইহোক আমি বিভিন্ন রঙের ক্লে দিয়ে সমুদ্রের তলদেশের চমৎকার দৃশ্যের ডাই প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেছি। সমুদ্রের তলদেশে অনেক কিছুই থাকে। যেমন পাথর, ছোট ছোট সবুজ গাছ,বিভিন্ন প্রজাতির মাছ এবং আরও অনেক কিছু। সাবমেরিনে উঠে সমুদ্রের তলদেশ দেখার সৌভাগ্য হয়েছিল আমার। সেই ভাবনা থেকেই ব্যতিক্রমধর্মী এই ডাই প্রজেক্টটি তৈরি করার চেষ্টা করেছি। ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে আমার। এই ডাই প্রজেক্টটি তৈরি করতে প্রচুর সময় লেগেছিল। তবে তৈরি করার পর এতটাই ভালো লেগেছে যে,সব কষ্ট নিমিষেই দূর হয়ে গিয়েছে। যাইহোক ধাপে ধাপে আমি এই ডাই প্রজেক্ট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই পোস্টটি দেখে ,এমন ডাই প্রজেক্ট তৈরি করতে পারেন।…


আমার বাংলা ব্লগে একমাত্র কমিউনিটি যেখানে প্রচুর পরিমাণ ভ্যারাইটি পোস্ট পাওয়া যাই । তার মধ্যে অন্যতম হচ্ছে রেসিপি পোস্ট, জেনারেল রাইটিং পোস্ট, ডাই প্রজেক্ট পোস্ট । সাধারণত জেনারেল রাইটিং পোস্ট গুলো লেখা কিছুটা সহজ হলেও, রেসিপি এবং ডাই পোস্টগুলা তৈরি করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কারণ এই সকল পোস্টগুলোর জন্য, আগে রেসিপি বা ডাই প্রজেক্টটি তৈরি করতে হয় তারপরে এটি নিয়ে পোস্ট লিখতে হয় । তাই আমি সবসময় এই সকল পোস্টগুলোকে একটু বেশি পছন্দ করে থাকি ।

আজকে যখন কমিউনিটিতে ফিচারড পোস্ট নির্বাচনের জন্য , পোস্ট বাছাই করতে ছিলাম। মুহিন ভাইয়ের ডাই পোস্টটি দেখে খুব ভালো লাগলো। উনার প্রজেক্টটি ছিল, সমুদ্রের তলদেশে চমৎকার বিশ্বের একটি প্রজেক্ট।

সত্যি বলতে সাধারনত কোন কনটেস্ট ছাড়া আমি এ ধরনের ডাই প্রজেক্ট খুবই কম দেখি কমিউনিটিতে। উনার প্রজেক্ট অনেক ভালো লেগেছে আমার। এবং উনি প্রজেক্ট এর প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যেটা দেখে যে কেউ এই প্রজেক্টটি তৈরি করতে পারবে খুব সহজেই।

সবদিক বিবেচনা করে তাই এই পোস্টটিকেই আজকের ফিচার্ড পোস্ট হিসাবে নির্বাচন করা হলো।


ছবিটি মুহিন ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 7 months ago 

আমার এই ডাই প্রজেক্টটি আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে, যা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। এই ডাই প্রজেক্টটি তৈরি করতে প্রচুর সময় লেগেছিল। তবে এখন মনে হচ্ছে, এই পোস্ট করাটা একেবারে সার্থক হয়েছে। সব কষ্ট নিমিষেই দূর হয়ে গিয়েছে। যাইহোক আমার এই ডাই প্রজেক্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 7 months ago 

ফিচারড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। মহিন আহমেদ ভাই আমার বাংলা ব্লগের বেশ ভালো একজন ইউজার।
ভাইয়ার পোস্টগুলো পড়া হয় অনেক ভালো
লেখেন।ডাইপোস্টি সত্যিই অসাধারণ ছিল। ফিচারড আর্টিকেলে পোস্টি মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

গতকালকে কমেন্ট করা হয়েছিল মহিন আহমেদ ভাইয়ার এই পোস্টে। ওনার এই পোস্ট যখন আমি কমেন্ট করার সময় দেখেছিলাম, তখন তো একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অনেক সুন্দর একটা ডাই প্রজেক্ট তিনি তৈরি করেছেন। অনেক সুন্দর করে সমুদ্রের তলদেশের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছিলেন তিনি। ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেলে দেখে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 7 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সমুদ্রের তলদেশের দারুণ একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই পোস্ট আমার ভীষণ ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64