"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #১২ [তারিখ : ১৪-০৭-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tanuja


অথরের নামঃ তনুজা সরকার। তিনি একজন গৃহিণী। তার আরো একটা পরিচয় আছে। তিনি আমাদের সকলের প্রাণপ্রিয় দাদার সহধর্মিনী। তিনি একাধারে একজন সফল মা, একজন সফল গৃহিনী, একজন কবি এবং একজন চমৎকার রাধুনী। দারুন দারুন সব রেসিপি তৈরিতে তার জুড়ি মেলা ভার। তিনি কলকাতায় বসবাস করেন। তিনি এক সন্তানের জননী। তিনি ২০১৭ সালের ডিসেম্বরে স্টিমিটে জয়েন করেন।

এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


IMG_20230714_222151.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH815h3h4suTojstZkJKebvMnCpnsk2bQfRV8hNezLyEwRmLgNGofnwpfMWPi6sDZTLrzU2gL47nszZf9kZivf4Cv3sPA96W.jpeg

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৩৯ || "ঝাল ঝাল নবরত্ন ভর্তা" তারিখ:১৩/০৭/২০২৩||

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আজ আপনাদের সাথে প্রতিযোগিতার বিষয় নিয়ে হাজির হয়েছি। যদিও এবারের বিষয়টি আমার খুবই পছন্দের। আমার বাংলা ব্লগ প্রতিবারই অনেক মজার মজার আয়োজন করে থাকে। তবে এবারের প্রতিযোগিতার বিষয়টি বেশ ভালো ছিলো।প্রতি বারই এরকম নতুন নতুন প্রতিযোগিতা দেখলে আমার খুব ভালো লাগে। কারণ এই প্রতিযোগিতার কারনে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য এডমিন ও মডারেটর ভাইয়া ও আপুদের জানাই অসংখ্য ধন্যবাদ।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yN36bqfKd9j7f2EnC58ap9AsYFsZW9XB48WZ6BcKt1mR3ewaszb26k5bTd9eaDXcMzZAd4uWdijtKhdbqKUeckwmKNcW2.jpeg

ছবিটি নেয়া হয়েছে তনুজা বৌদির পোস্ট থেকে।

আমার বাংলা ব্লগের কনটেস্ট গুলিতে বৌদির সরব উপস্থিতি সবসময় লক্ষ্য করা যায়। তিনি তার দারুন সব সৃজনশীলতা নিয়ে হাজির হয়ে যান প্রত্যেকটা কনটেস্টে। সেটা ডাই প্রজেক্ট এর ক্ষেত্রেই হোক আর রেসিপি পোষ্টের ক্ষেত্রেই হোক। ইউনিক রেসিপি তৈরিতে কমিউনিটিতে তার সমকক্ষ আমি আর কাউকে দেখি না। অন্যান্য বারের মতো এবারও তিনি কনটেস্টে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন। রেসিপিটি দেখতে যেমন ইউনিক ছিলো। সেটার নামও ছিলো ইউনিক। জীবনে অনেক রকম ভর্তার নাম শুনেছি কিন্তু বৌদির তৈরি করা নবরত্ন ভর্তার নাম এবারই প্রথম শুনলাম। তবে ভর্তার নাম কেন নবরত্ন দেওয়া হয়েছে এটা তিনি ব্যাখ্যা করেছেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH814mwuiCZQjdwjCX4A7e2P3Q2snHbbAqiZ8kdAx3pkYg1d9qpQNWUvQHLBaUekTUg2sn6S2ZiVDRgqKWyLXRh6Co5XBYzr.jpeg

ছবিটি নেয়া হয়েছে তনুজা বৌদির পোস্ট থেকে।

বৌদির পোস্ট থেকে আরো একটি জিনিস জানতে পারলাম যে আমাদের দাদা ভর্তা খেতে খুবই পছন্দ করেন। এই ভর্তা তৈরিতে বৌদি এমন সব উপকরণ ব্যবহার করেছেন যেগুলো সচারচর ভর্তা তৈরিতে ব্যবহার করতে দেখি না। উপকরণগুলো দেখেই বোঝা যাচ্ছিল দারুন কিছু তৈরি হতে যাচ্ছে। বিশেষ করে যখন দেখলাম উপকরণের ভেতর ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং চুইঝাল ব্যবহার করা হয়েছে। তখনই মনে হয়েছিলো বিশেষ কিছু হবে রেসিপিটা। সেই সাথে এই রেসিপিতে লেবুর পাতা ব্যবহার করা হয়েছিল একটা দারুণ ফ্লেভার আনার জন্য। আমরা সবাই জানি লেবুর পাতার সুঘ্রাণ যে কোন খাবারের স্বাদ পরিবর্তন করতে পারে। পোস্টের শেষে জানতে পারলাম ভর্তাটি খেতে কিছুটা ঝাল ঝাল হয়েছিলো কিন্তু দারুন মজা হয়েছিলো। এত চমৎকার একটি ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য বৌদিকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বৌদির পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। বৌদির এই পোস্টটি আমি দেখেছিলাম। ভর্তাটি দেখতে সত্যিই বেশ লোভনীয় লেগেছিল। এই ধরনের ভর্তা পেলে পেট ভরে ভাত খাওয়া যাবে। আশা করি বৌদি সামনেও অনেক চমৎকার রেসিপি আমাদেরকে উপহার দিবেন। বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আজকে চমৎকার একজন মানুষকে ফিচারড আর্টিকেল এর সেরা হিসাবে দেখতে অনেক ভালো লেগেছে প্রিয় দিদিকে। আসলে উনি আমাদের সকলের প্রিয় একজন মানুষ। উনার প্রশংসা না করলে হয় না দিদির কাজ গুলো খুবই নিঁখুত ভাবে করে থাকেন। দিদির রেসিপি, কবিতা সব গুলোই আমার কাছে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আজকের ফিচারড আর্টিকেলে প্রিয় দিদিকে মনোনীত করার জন্য।

 last year 

রেসিপিটি দেখেই মনে হচেছ বেশ স্বাদের ছিল। এছাড়া বউদির এ সপ্তাহের প্রতিটি পোস্ট বেশ লোভনীয় ছিল। তাই আমার মনে তনুজা বউদি কে আজকের ফিচার্ড আর্টিকেল এর একজন করায় দাদা কে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমাদের সকলের অতি প্রিয় তনুজা বৌদিকে
উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এটা ঠিক বলেছেন যে বৌদি যেরকম ডাই প্রোজেক্ট এবং কনটেস্ট গুলোতে যে রেসিপিগুলো নিয়ে আসেন সেগুলো সত্যিই অসাধারণ হয়ে থাকে। তবে এবার ভর্তা রেসিপিটি ও কিন্তু দারুণ হয়েছে নবরত্ন ভর্তা। ♥♥

 last year 

জী ভাইয়া বৌদি শত ব্যস্ততার মাঝেও সব গুলো কন্টেস্টে অংশ গ্রহন করার চেষ্টা করেন। বৌদির রান্নার হাত অনেক পাকা। মাঝে মাঝে এমন রেসিপি তৈরী করেন যা দেখে আমরা আশ্চর্য হয়ে যায়। বৌদিকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

প্রতিনিয়ত আমাদের প্রিয় বৌদি প্রত্যেকটি কনটেস্টে অংশগ্রহণ করে আমাদেরকে খুবই উৎসাহিত করে আসছেন। আর এই অংশগ্রহণ দেখে সত্যিই আমরা মুগ্ধ হয়ে যাই। আজ বৌদির ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা দেখে খুবই ভালো লাগছে। বৌদির আর্টিকেল ফিচার্ড হিসেবে বাছাই করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

ফিচার্ড আর্টিকেলে বৌদির নামটি দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। বৌদির পোস্টটি অনেক প্রশংসনীয়। এক কথায় অসাধারণ হয়েছে। ব্যস্ততার মাঝেও বৌদি আমাদেরকে উৎসাহিত করার জন্য কনটেস্টে অংশগ্রহণ করে এই জন্য অনেক ভালো লাগে। বৌদির প্রত্যেকটি রেসিপি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। দিদির রেসিপিগুলো অনেক ইউনিক হয়। অনেক ধন্যবাদ আমাদের তনুজা বৌদিকে আজকে ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66599.39
ETH 3336.69
USDT 1.00
SBD 2.70