"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪১১ [ তারিখ : ৩০.০৮.২০২৪ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selina75


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা উনারশখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি উনার অন্যতম ভালো লাগা।স্টিমিট প্লাটফর্ম এ জয়েন করেছেন ২০২২ সালের জুলাই মাসে।বর্তমানে স্টিমিট প্লাটফর্ম এ জার্নির বয়স প্রায় ২ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-08-30-08-48-43-903-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgWymz6Gu7yTGnaPXEMJn4bmijdvssbfjoUsu61e1qt497oKD5TCKcBk5u3YzVpf1n9vR8r1.jpeg

রেসিপিঃ তালের রসের পায়েস। ... @selina75 (29.08.2024 )

বন্ধুরা, বাংলাদেশের দক্ষিণ–পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলায় উজান থেকে আসা পানি ও বৃষ্টির কারনে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি কমায় তা দিন দিন উন্নতি হচ্ছে। বন্যাদূর্গত মানুষের সহায়তায় দেশের মানুষ সরকারের... .


আজকে যখন এবিবি ফিচার্ডের জন্য পোস্ট বাছাই করছিলাম এই পোস্ট টিতে আমার নজর পরে এবং ভাবলাম যে তখন একটু পোস্টটি পড়ে দেখি এবং পড়ে মনে হলো যে এটাই আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করা যায়।

মূলত এটা আমার কাছে আশ্চর্য লাগার একটি বিশেষ কারণ হলো। তালের রসের যে পায়েস বানানো যায় এটা আমার জানা ছিল না। আসলে আমার মনে হয় যে, এদিকে এই খাবারটা কেউ খায় না বলেই জানা ছিলো না। কারণ জন্ম থেকে দেখেছি যে তালের রস দিয়ে খালি পিঠা কিংবা কেক এই ধরনের খাবার গুলো তৈরি করা যায়। কিন্তু পায়েস তৈরি করা যায় এটা কখনোই খাইনি।

সাধারণত যদি বলি তাহলে আমি পায়েস খুব বেশি পছন্দ করি। অর্থাৎ অনেক বেশি দুধ, চিনি দিয়ে, পোলাওয়ের চাল দিয়ে তৈরি করা পায়েস আমার খুব পছন্দ। সেখানে যখন দেখলাম যে, তালের রস দেওয়া যায়। তাই আর অপেক্ষা না করেই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। কেনো যে এটা বাসায় বানানো হয় না, তাই বুঝতে পারিনি।আসলে সব জেলাতে কিন্তু সব খাবার খাওয়া হয় না।

যাইহোক উনার মার্কডাউন,বানান সব কিছুই মোটামুটি ভালো ছিলো।তবে ফটোগ্রাফীর দিক দিয়ে আরেকটু বিশেষ নজর দিতে হবে। আশা করছি ভবিষ্যতে উনি এ ধারা অব্যাহত রাখবেন এবং আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন।


Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgWymz6Gu7yTGnaPXEMJn4bmijdvssbfjoUsu61e1qt497oKD5TCKcBk5u3YzVpf1n9vR8r1.jpeg

ছবি গুলো @selina75 আপুর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 last month 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। সেলিনা আপুর প্রত্যেকটা পোস্ট আমার ভালো লাগে। উনি সত্যিই অনেক দক্ষতার অধিকারীনি। আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 last month 

সেলিনা আপুর নাম আজকের ফিচারড আর্টিকেলে দেখে খুবই ভালো লাগলো, বিশেষ করে তালের রসের পায়েস রেসিপি খুবই লোভনীয় ছিল। আপু প্রতি দিন দারুণ দারুণ পোস্ট উপহার দিয়ে থাকেন। আপুর জন্য শুভকামনা ভবিষ্যতের জন্য।

 last month 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে সেলিনা আপুর ইউনিক রেসিপি পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। তালের রসের পায়েস তৈরি করা যায়, এটাতো আমার একেবারেই জানা ছিল না। সেলিনা আপুর কাছ থেকে দারুন একটা রেসিপি আজকে শিখতে পারলাম। যদিও এটার টেস্ট কি রকম ওইটা জানা নেই, তবে অবশ্যই তৈরি করার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ সেলিনা আপুর এই পোস্টটি সিলেক্ট করার জন্য।

 last month 

ফিচারড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। সেলিনা আপু ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। তালের রসের পায়েস দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয় অনেক সুস্বাদু হয়েছিল। দারুন একটি রেসিপি আপুর মাধ্যমে শিখতে পারলাম। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 last month (edited)

দারুণ একটি পোস্ট ফিচার হয়েছে৷ খুব ভালো লাগছে৷ তাল আমার খুবই প্রিয়। কিন্তু পাই না। রেসিপি দেখেই কেমন ফিলিং লোভ টাইপ হচ্ছে৷ আহা।

 last month 

আমার তালের পায়েস রেসিপিটি আজ ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত চেস্টা করছি নিজের সর্বচ্চোটি দিয়ে কাজ করতে। আপনার পরামর্শ আমাকে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে সহায়তা করবে। আমি চেস্টা করব আপনার পরামর্শ মেনে নিজেকে উন্নত করতে। আবারও ধন্যবাদ জানাচ্ছি পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63441.26
ETH 2477.91
USDT 1.00
SBD 2.64