"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #১৩ [তারিখ : ১৬-০৭-২০২৩]
Banner Credit @alsarzilsiam
০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya
অথরের নামঃ তাসলিমা আক্তার সনিয়া।উনি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী।বাংলাদেশে তিনি বসবাস করেন।উনি পেইন্টিং করতে খুব ভালোবাসেন।আর সুযোগ পেলেই কোথাও ভ্রমণ করতে পছন্দ করেন।কারুকাজের প্রতি বিশেষ ভালোবাসা আছে।সব সময় নতুন নতুন কিছু শিখতে চান উনি।আর এটা একটা খুবই ভালো গুণ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল
"ডাই : রঙিন কাগজ দিয়ে ঝুড়ি তৈরি।" তারিখ:১৬/০৭/২০২৩||
আমার বাংলা ব্লগে আজ সবার পোস্ট দেখতে দেখতে @tasonya ম্যাডামের এই DIY project টা আমার দৃষ্টি আকর্ষণ করে।তখন আমি পোস্ট টি পড়তে শুরু করি। @tasonya ম্যাডাম আমার বাংলা ব্লগের একজন সম্মানিত ভেরিফাইড ব্লগার।তিনি নিয়মিত বিভিন্ন রকমের দারুণ দারুন পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেন।আজকের ডাই প্রজেক্ট টি ও ওনার সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার একটা দারুন প্রমাণ।তিনি রঙিন কাগজ,কাঁচি,গাম,পেন্সিল ও স্কেল ব্যবহার করে একটি দারুণ কাগজের রঙিন ঝুড়ি তৈরি করেছেন।এটা হয়তো প্রয়োজনীয় কোনো জিনিস নয় তবে beautification এর জন্য এই diy টা দারুণ।
উনি মোট ১৪ টা সুস্পষ্ট ধাপ উল্লেখ করেছেন। যার মাধ্যমে পুরো কাজটা কি ভাবে করা হয়েছে সেটা আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে।আর এটাই একজন ভালো ব্লগার এর গুন হওয়া উচিত।যা পাঠকের কাছে বোধগম্য তাই সার্থক পোস্ট বলে আমি মনে করি।রঙিন কাগজ অনেক ধৈর্য্য নিয়ে কেটে এবং সেগুলো পিন এর মাধ্যমে লাগিয়ে দারুণ একটি ডিজাইনের ঝুড়ি তৈরি করেছেন।আর সেই সাথে সাদা কাগজের ফুলটা ও যথেষ্ট সুন্দর হয়েছে।সামগ্রিক ভাবে বলতে গেলে এই diy কাজটা একটা complete কাজ।
প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সোনিয়া আপুর ডাই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। আপু নিঃসন্দেহে একজন ভালো মানের ব্লগার। সর্বোপরি আমি মনে করি আপু আমাদের কমিউনিটির একজন প্রিমিয়াম ব্লগার। রঙিন কাগজ দিয়ে আপু দুর্দান্ত একটি ঝুড়ি তৈরি করেছে। আপু বরাবরই আমাদেরকে দারুণ দারুণ পোস্ট উপহার দিয়ে থাকেন। আপুর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।
ফিচার্ড আর্টিকেল এই উদ্যোগটা অসম্ভব ভালো একটা উদ্যোগ। এটা পোস্টের আলাদা একটা ভ্যালু সৃষ্টি করে। আজকে আমার পোস্ট দেখে অবাক হয়ে গেলাম। বিশেষ করে আমার পোস্টকে এত গুরুত্ব দেওয়া হয়েছে দেখে ভালো লাগলো। আমি ভাবতেই পারিনি আমার পোস্টটা এত খুঁটিনাটি বিবেচনা করা হবে। তবে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পোস্ট পছন্দ করার। "আমার বাংলা ব্লগ" এভাবেই এগিয়ে যাক।
আমাদের আশেপাশে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক বস্তুই থাকে। অপ্রয়োজনীয় বস্তুকে সুন্দর কার্যপ্রদ্ধতির মাধ্যমে আকর্ষণীয় করে তুললে সেই বস্তুটি আবার আমাদের এই কাজে লাগে। সোনিয়া আপু সবসময় আমাদের সাথে সুন্দর সুন্দর কাজ শেয়ার করে থাকে।
উনার কাজগুলো আমার ভীষণ ভালো লাগে।
সোনিয়া আপু অনেক ভালো একজন ইউজার। উনার কাজগুলো আমাদের সবার অনেক ভালো লাগে। কাগজের ঝুড়ি তৈরি করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে । রঙিন কাগজ দিয়ে তৈরি করা কারুকার্যময় এই ঝুড়িটি ভীষণ সুন্দর ছিল।
অনেক সুন্দর ছিল রঙিন কাগজ ব্যবহার করে ঝউড়ই তৈরি ।আসলে তিনি দারুন কিছু তৈরি করে আমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে থাকেন। তার বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছি ভালো লাগলো।
ফিচার্ড আর্টিকেলে সোনিয়া আপুর ডাইপোস্টটি দেখে অনেক ভালো লাগলো ।সোনিয়া আপু একজন ভালো ইউজার এবং ওনার পোস্টগুলো সব সময় কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে। রঙ্গিন কাগজ দিয়ে আপু অনেক সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন। যা দেখতে অসাধারণ ছিল। আপুর জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল।
ফিচার্ড আর্টিকেলে আজ প্রিয় সোনিয়া আপুর ডাই পোস্টটি দেখে বেশ ভালো লাগলো ।সোনিয়া আপুর পোস্টগুলো সব সময় কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে। রঙ্গিন কাগজ কেটে অনেক সুন্দর একটি দৃষ্টি নন্দন ঝুড়ি তৈরি করেছেন। যা দেখতে অসাধারণ ছিল। অনেক অনেক শুভকামনা আপুর জন্য♥