"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১২৮ [তারিখ : ১৪-১১-২০২৩]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ১২৭ তম রাউন্ড শেষে আজ ১৪ নভেম্বর ২০২৩, ১২৮ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@nilaymajumder



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- নিলয় মজুমদার। জাতীয়তা- ভারতীয়। শখ- ফোটোগ্রাফি করা করা। বিবাহিতা।শিক্ষাগত যোগ্যতা-ইঞ্জিনিয়ারিং। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের অগাস্ট মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৪৪৪ দিন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

অবহেলা। ( Publish: 13.11.2023 )

আমার কাছে মনে হয় এই পৃথিবীতে গরিব মানুষের কোন মর্যাদা নেই। আসলে গরীব মানুষের জন্ম হয় অবহেলার মধ্য দিয়ে। আমাদের পৃথিবীতে প্রায় ১০০ ভাগ লোকের ভিতর শতকরা প্রায় অর্ধেক লোক গরিব। আর এই গরিব মানুষেরা সমাজে তাদের মাথা উঁচু করে কখনোই দাঁড়াতে পারে না। সমাজের প্রতিটি লোকের কাছে তারা সব সময় নির্যাতিত হয়। সমাজের কোন উন্নয়নমূলক কাজে এই গরিব মানুষেরা কখনোই অংশগ্রহণ করতে পারেনা। কিন্তু সমাজের কারিগর এই গরিবরাই। এই গরিবের যদি কাজ না করে তাহলে আমরা ধনী শ্রেণীর লোক আর এত আরামে জীবনযাপন করতে পারব না। আসলে সমাজের প্রতিটা ক্ষেত্রে এই গরিব মানুষদের অবদান অপরিসীম। তারা কখনোই নিজেদের জন্য কোন কিছু করার সামর্থ্য হয়ে ওঠে না। তারা শুধুমাত্রই দেশ এবং দশের জন্য কাজ করে যায়। কিন্তু এত কাজ করার সত্ত্বেও তারা সমাজের কাছ থেকে শুধু ঘৃণাই পায়।


আমার কাছে মনে হয় এই পৃথিবীতে গরিব মানুষের কোন মর্যাদা নেই। আসলে গরীব মানুষের জন্ম হয় অবহেলার মধ্য দিয়ে। আমাদের পৃথিবীতে প্রায় ১০০ ভাগ লোকের ভিতর শতকরা প্রায় অর্ধেক লোক গরিব।

এই কথাটা একদম ঠিক, আমাদের বর্তমান সমাজে গরিব মানুষের স্থান একদম নিচে। কেউ তাদের সম্মান বা মর্যাদা করতে পারে না, কারণ সে গরিব বলে। আজকালকার দিনে যার টাকা পয়সা আছে শুধু সেই সম্মান প্রাপ্ত। যেকোনো কাজে তাদের সবসময় অবহেলার দৃষ্টিতে দেখা হয়ে থাকে। কিন্তু যদি দেখা যায় তবে, এই গরিব মানুষরাই দিন মজুরি করে হোক আর যেভাবেই হোক, আমাদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিয়োজিত আছে। আর তারাই এই কাজগুলো সঠিক ভাবে সম্পন্ন করছে বলেই আজ সমাজে বিভিন্ন উন্নয়নশীল কাজগুলো এগিয়ে চলেছে। যেমন- কোনো রাস্তাঘাট তৈরি করা হোক বা কোনো বড়ো বড়ো উঁচু তলার বিল্ডিং করা হোক, সবকিছু তারাই কঠোর পরিশ্রমের মাধ্যমে করছে।

বর্তমান সময়ে অনেক ধনী লোক রয়েছে যারা এই গরিবদের দিয়ে প্রচুর পরিশ্রম করায়। কিন্তু এত পরিশ্রম করার সত্ত্বেও তারা তাদের সঠিক পারিশ্রমিক কখনোই পায় না। কারণ এই ধনী শ্রেণীর লোকেরা তাদের সব সময় তাদের ন্যায্য মূল্য থেকে সবসময় বঞ্চিত করে। যদিও এটি তাদের পরিশ্রমের টাকা।

এটা বাস্তব কথা, আমাদের সমাজে এখনো এইরকম বহু টাকা-পয়সা কামানো উচ্চ স্তরের মানুষ আছেন, তাদের মধ্যে কিছু লোকজন আছে, যারা টাকা উপার্জন করলেও তাদের মনুষ্যত্ববোধ অনেক নিম্নমানের। তাদের পাশে যদি কোনো গরিব মানুষকে দেখে বা দাঁড়িয়ে থাকে, তাহলে দেখা যায় সবসময় ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে বা সেখান থেকে দূরে সরে যেতে বলে। এইগুলো বাইরে চলাফেরার সময় চোখে এখনো পড়ে। দেখা যাবে, কোনো ফ্যাক্টরি বা যেকোনো কাজের জায়গায় এইসব গরিব মানুষেরা কর্মচারী হিসেবে অনেক রিস্কের কাজ করে থাকলেও তাদের মাইনে অনেক সময় কম দিয়ে থাকে, আর সেটার প্রতিবাদ করলেও তাদের নিস্তার নেই, তখন মালিক হয় কাজের থেকে ছাড়িয়ে দেবে, নাহলে চলবে অত্যাচার। যাইহোক, আজকে এই পোস্টটি আমার কাছে পড়তে পড়তে ভালো লাগে, আর বিষয়গুলো বাস্তবতার সাথে অনেক মিল আছে যেগুলো এই পোস্টে তুলে ধরা হয়েছে।

Sort:  
 10 months ago 

নিলয় দাদা অবহেলা নিয়ে বাস্তবিক কিছু কথা শেয়ার করেছেন তার পোস্টে! আসলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় গরিব মানুষ। তারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে সমাজের উচ্চবিত্ত মানুষেরা দ্বারা। নিলয় দাদার পোস্টটি ফিচারড আর্টিকেল নির্বাচিত করায় ধন্যবাদ জানাই 🍀

 10 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে আমার নামটি আসায় সত্যিই আমি আজ খুব খুশি। আসলে আপনাদের জন্য আমি ভালো কিছু নিয়ে আসার সব সময় চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।

 10 months ago 

অনেক ধন্যবাদ দাদা এত গুরুত্বপূর্ণ একটি পোস্ট ফিচারড আর্টিকেল নির্বাচন করার জন্য। কারণ নিলয় মজুমদার দাদার শেয়ার করা পোস্টের কথা গুলো খুবই মূল্যবান ছিল। আমার পড়ে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোস্ট নির্বাচন করার জন্য।

 10 months ago 

নিলয় ভাই খুব চমৎকার লিখেছিল, একটা বাস্তব চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তার এই লেখার প্রতিভার মাধ্যমে এবং আজকে তার লেখাটি সবার সেরা হিসেবে বিবেচিত হয়েছে।

 10 months ago 

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই, নিলয় মজুমদার দাদার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। তিনি একেবারে বাস্তবিক কিছু কথা তুলে ধরেছেন এই পোস্টের মাধ্যমে। আসলে গরিব মানুষের মর্যাদা কেউ দেয় না। সবাই তাদেরকে অবহেলা করে।

 10 months ago 

অনেক অনেক অভিনন্দন নিলয় মজুমদার দাদাকে।উনারে এই পোস্টটি আমি দেখেছি। খুব বাস্তবিক কিছু কথা তুলে ধরেছিলেন এই পোস্টের মাধ্যমে। আর সেই পোষ্ট ফিচারড আর্টিকেলে দেখে এমনিতেই ভালো লাগছে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54147.93
ETH 2274.31
USDT 1.00
SBD 2.35