"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৪৩ [তারিখ : ০২-১০-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed


অথরের নামঃ মহিন আহমেদ। জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- আর্ট করা, গান গাওয়া , ফটোগ্রাফি করা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


Screenshot_20241002_142200_Chrome.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


Screenshot_20241002_142142_Chrome.jpg

ডাই পোস্ট || কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে লাভ শেপের একটি ওয়ালমেট তৈরি (তারিখ ০২.১০.২০২৪)

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। আমাদের কমিউনিটিতে অনেকেই খুব সুন্দর সুন্দর ডাই পোস্ট তৈরি করে, আমাদেরকে প্রতিনিয়ত উপহার দিয়ে যাচ্ছেন। যাইহোক আমি কার্ডবোর্ড এবং বিভিন্ন রঙের ক্লে দিয়ে ভিন্ন ধরনের একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আসলে কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে যেকোনো ডাই প্রজেক্ট তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। কারণ তৈরি করার পর এতটাই ভালো লাগে যে, মনটা একেবারে ভরে যায়। যাইহোক আমি কার্ড বোর্ডের মধ্যে লাভ শেপ এঁকে, তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর ক্লে দিয়ে লতাপাতা এবং ফুল তৈরি করে কার্ড বোর্ডের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি,যাতে করে ওয়ালমেটটি দেখতে আকর্ষণীয় লাগে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে লাগিয়ে রাখলে রুমের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। যাইহোক ধাপে ধাপে আমি এই ওয়ালমেট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই পোস্টটি দেখে এমন ওয়ালমেট তৈরি করতে পারেন।


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovTNXCTxFatjq9tMcCBQCQH1cH77Ld1M9Em6kNBX8XpxNUKVAH3nxGkaUvUWjdeSWWGnZrKtTgHkCvqAcWBRFdC2a.jpg



ছবিটি নেয়া হয়েছে @mohinahmed এর পোস্ট থেকে


আজকের ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে মহিন আহমেদের এই পোস্টটি আমার কাছে খুবই ভালো লাগলো। মহিন আহমেদ আমাদের কমিউনিটির অন্যতম সেরা মেম্বারদের ভেতরে একজন। তার সৃজনশীল কর্মকাণ্ড এবং তার ডেডিকেশন চোখে পড়ার মতো। তিনি অত্যন্ত বৈচিত্র্যময় একজন ব্লগার। তিনি নানা রকমের পোস্ট কমিউনিটিতে শেয়ার করে থাকেন। সেখানে থাকে আর্ট পোস্ট, ফটোগ্রাফি পোস্ট, রেসিপি পোস্ট রিভিউ পোস্ট, সেই সাথে জেনারেল রাইটিং এবং ভ্রমণ বিষয়ক পোষ্টও রয়েছে। তার মতো বৈচিত্রময় ব্লগার আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কমই রয়েছে।

তিনি যে শুধু পোস্ট করেই থেমে থাকেন তা নয়। কমিউনিটিতে তার এনগেজমেন্ট চোখে পড়ার মতো। কমিউনিটির প্রতিটা বিষয়ে তিনি দারুন রেসপন্স করে থাকেন। সেই কারণে কমিউনিটির সকলেই তাকে বেশ পছন্দ করেন। তার ভেতরে প্রতিনিয়ত শেখার যে আগ্রহ সেটা খুবই চমৎকার একটা ব্যাপার। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।


ধন্যবাদ

Sort:  
 3 months ago 

আমার এই ডাই পোস্টটি আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। আসলে কাজের স্বীকৃতি পেলে সত্যিই খুব ভালো লাগে। এতে করে নতুন নতুন কিছু করার আগ্রহ বৃদ্ধি পায়। যাইহোক এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

মহিন আহমেদ ভাইয়া অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছে। ওনার তৈরি করা ওয়ালমেট আমার নিজেরও অনেক ভালো লেগেছে দেখতে। ওয়ালমেটের কালার কম্বিনেশন দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 3 months ago 

মহিন ভাইয়া বেশ দারুন একটি ওয়ালমেট তৈরি করেছে।ভাইয়ার ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গেলাম।ওয়ালমেটের ডিজাইনটি আমার অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন টাও বেশ দারুন ছিল। ধন্যবাদ দারুন একটি পোষ্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 3 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই ধরনের ওয়ালমেট গুলো সাজিয়ে রাখলেও দেখতে অনেক ভালো লাগে। বেশ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 97055.90
ETH 3358.21
USDT 1.00
SBD 3.23