"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #০৬ [তারিখ : ০৮-০৭-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ripon40


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- রিপন মাহমুদ
জাতীয়তা বাংলাদেশী।
শখ-
ভালোবাসেন পড়তে,লিখতে,ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি,ডাই সৃজনশীল কাজকর্ম তার অনেক পছন্দের। তাছাড়া ঘুরতে অনেক ভালোবাসেন। তার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যান। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20230708_201338_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20230708_201845_Chrome.jpg

জোসনা রাতে নদীতে কাটানো দারুণ মুহূর্ত】...... by @ripon40 (date 08.07.2023 )

দেখতে দেখতে ঈদের আনন্দ ঘন মুহূর্তটা পার হয়ে গেল ।এবার ঈদে সবাই খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছে সেটাই প্রত্যাশা করি। ঈদ মানে আনন্দ অনেক মজা এবং পরিবারের সাথে দারুন মুহূর্ত উপভোগ করা। তাছাড়া বন্ধুদের সাথে কাটানো মুহূর্তটা সবচেয়ে সেরা মুহূর্ত যেটা বলার অপেক্ষা রাখে না। এবার ঈদের ছুটিতে সকল বন্ধু একত্রিত হয়েছিলাম তাছাড়া গ্রামের ছোট ভাই ব্রাদার সবাই বাড়িতে দারুণ মুহূর্ত অতিবাহিত করেছি। অনেক ধরনের মজা আড্ডা তামাশায় মেতে উঠেছিলাম। জোসনা রাতে নদীতে গিয়ে দারুন একটা মুহূর্ত পার করেছিলাম সেই মুহূর্তটা সত্যিই মনে রাখার মত।…


লেখকের আজকের পোস্টটিকে ফিচার্ড পোস্ট করার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, এই পোষ্টের মাধ্যমে আমি খুঁজে পেয়েছি বন্ধুত্বের ভিতরে আন্তরিকতার প্রকৃত বন্ধন। সত্যি বলতে গেলে কি, এখন হয়তো উৎসব পার্বণ ছাড়া এখন আর চাইলেও আগের মতো করে বন্ধুরা মিলে সেভাবে আড্ডা দেওয়া হয়ে ওঠেনা।

একসময় স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে প্রায়ই মাঝে মাঝে বন্ধুরা মিলে যখন যা মনে হয়েছে কখনো পরিকল্পনা বা পরিকল্পনা ছাড়াই ঝটপট পিকনিক বা দিগ্বিদিক ঘুরে বেড়ানো সম্ভব হয়েছে। তবে এখন আর এই সংসার নামক মায়াজালে পড়ে যেটা আর চাইলেও সেইভাবে সম্ভব হয় না।

আমি যখন লেখকের পোস্টটি পড়ছিলাম, তখন মুহূর্তেই আমার ফেলে আসা জীবনের শৈশব স্মৃতি গুলো যেন খুঁজে পাচ্ছিলাম সেই লেখার মাঝে। এমনটা যে শুধু আমার একার অনুভূতি হতে পারে তেমনটা কিন্তু না। যদি আপনারা লেখাটি পড়ে থাকেন, আমি মনেকরি আপনাদের ভিতরেও ভিন্নরকম অনুভূতির সঞ্চরণ হতে পারে। আমি লেখক কে ধন্যবাদ জানাই যে, সে তার নিয়মতান্ত্রিক জীবনের বাহিরে গিয়েও, এমন একটা সময় বের করে তার সব বন্ধুরা মিলে নিজেরাই নৌকা চালিয়ে পদ্মা নদীর শাখা নদীতে গিয়ে নৌকার উপরেই ছোট পরিসরে পিকনিকের আয়োজন করেছে, গান-বাজনা করেছে এবং নিজেদের মতো করে সময় কাটিয়েছে। যা এক কথায় সত্যিই রোমাঞ্চকর অনুভূতির ব্যাপার।

একটা বার চিন্তা করে দেখুন, চতুর্দিকে অন্ধকার যেখানে মোবাইলের ফ্লাশ লাইট একমাত্র সম্বল, চাঁদনী রাত, সর্বত্র পানি থৈ থৈ করছে, তার মাঝে ছোট ডিঙ্গি নৌকাতে করে লেখক তার বন্ধুদেরকে নিয়ে এমন একটা মুহূর্ত কাটিয়েছে যা আমাকে বেশ আনন্দিত করেছে। আমার তো মনে হচ্ছিল কল্পনাতেই তাদের সঙ্গে সেই আড্ডা তে যুক্ত হয়েছিলাম।

এমন মুহূর্ত লেখকের জীবনে বারবার আসুক তাদের এই বন্ধুত্বের বন্ধন চিরস্থায়ী হোক এমনটাই প্রত্যাশা করছি।

Screenshot_20230708_201845_Chrome.jpg

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

অসাধারণ বিশ্লেষণ করেছেন ভাই, এছাড়াও রিপন ভাই প্রতিনিয়ত বরাবর ভালো পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করেন।

 last year 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। যেই পোস্টটি আজকের ফিচারড আর্টিকেলের জন্য নির্বাচিত করা হয়েছে সেই পোস্টটি সত্যি দারুন ছিল। আসলে বন্ধু বান্ধবীদের সাথে সময় কাটানো এখন আর হয়ে ওঠে না। হয়তো কোন উৎসব ছাড়া আর সেভাবে দেখাও হয় না। অনেক অনেক ভালো লাগলো পোস্ট পড়ে।

 last year 

বেশ ভালো লাগলো এটা দেখে যে রিপন ভাইয়া কে এবারের ফিচারড আর্টিকেল রাইটার এর আওতায় আনা হয়েছে। আসলে একজন ভালো ইউজার যখন এ ধরনের একটি এচিভমেন্ট পায় তখন তার অনুভূতি যে কি রকম হয় তা বুঝানো মুশকিল। তবে দাদার এ ধরনের উদ্যোগ কে আমি আমার হৃদয়ের গভীর হতে সাধুবাদ জানাই।

 last year 

রিপন ভাইয়ের এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে বন্ধুদের সাথে এভাবে নৌকা ভ্রমণে গিয়ে পিকনিক করার মজাই আলাদা। তার মধ্যে যদি নিজেরাই নৌকা চালাতে পারে, তাহলে সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছি তারা।

 last year (edited)

বন্ধু রিপনের পোস্টটি এবিবি ফিচার্ড পোস্টের আওতায় এনেছেন দেখে খুব ভালো লাগলো। জোসনা রাতে কাটানো সেদিনের সেই মুহূর্তটা আমাদের জীবনে যেনো বারবার ফিরে আসে। বন্ধুত্বের বন্ধনে আমরা যেনো আমাদের জীবনকে আরো সুন্দর করে সাজাতে পারি।

 last year 

এক কথায় অসাধারণ, চমৎকার ভাবে বিশ্লেষণ করা হয়েছে এই পোস্টে, যা একজন অথরের জন্য মনমুগ্ধকর এবং সার্থকতা। একজন অথরের জন্য আরও মনোবল ধীর হবে এই প্রচেষ্টার মাধ্যমে। 🖤🔥

 last year 

অসাধারণ একটি ফিচার্ড আর্টিকেল দাদা আপনি বাছাই করলেন আসলে আপনার যাচাই-বাছাই এত সুন্দর আপনি খুব সুন্দর একটি বিষয় তুলে আনলেন। এই পোস্টটা আমি পড়েছিলাম অনেক ভালো লেগেছিল কারণ বন্ধুত্বের বন্ধন কতটা শক্ত এই পোস্ট না পড়লে বুঝা যায় না। আড্ডা, গান, খাওয়া-দাওয়া অনেক কিছু হল চাঁদনী রাতে সবাই মিলে। সুন্দর একটি ফিচার্ড আর্টিকেল বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

রিপন ভাই এর সম্পর্কে অসাধারন ভাবে উপস্থাপন করেছেন। উনি বরাবরেই ভালো মানের পোস্ট করেন। শুভকামনা।

 last year 

রিপন ভাইয়ের ফিচার্ড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। রিপন ভাই বন্ধুদের নিয়ে চাঁদনী রাতের আলোয় পদ্মা নদীতে নৌকা ভ্রমণের সাথে সাথে খাওয়া-দাওয়া ও আনন্দে সময় কাটিয়েছে যা দেখে খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি আমাদের এই ব্যস্ত সময়ে যেখানে আমরা পরিবারকে ঠিকমতো সময় দিতে পারি না, সেখানে বন্ধুদের নিয়ে সময় কাটানো খুবই কঠিন ব্যাপার। তাই রিপন ভাইয়ের এমন আনন্দঘন মুহূর্ত দেখে সত্যিই আমরাও খুবই আনন্দিত হয়েছি। যাই হোক, রিপন ভাইয়ের আজকের এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56160.19
ETH 2367.48
USDT 1.00
SBD 2.31