"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #০৮ [তারিখ : ১০-০৭-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emranhasan


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ



অথরের নামঃ ইমরান হাসান। । জাতীয়তা বাংলাদেশী,রাজধানী ঢাকাতে থাকেন।। শখঃ ফটোগ্রাফি । বর্তমানে তিনি একটি কোম্পানিতে মেকানিকাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। তিনি ভ্রমণ করতে পছন্দ করেন এবং অবসরে নতুন নতুন জিনিস তৈরী করে সবাইকে চমকে দেন।তিনি একটু জেদি ও আবেগ প্রবণ মানুষ, তবে খুব চিন্তাশীল।তিনি প্রায় বছর দুয়েক আগে আমার বাংলা ব্লগ এ জয়েন করেছিলেন।আর এখন অবধি নিয়মিত কাজ করে চলেছেন সাফল্যের সঙ্গে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2023-07-10 233058.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


image.png

পৃথিবীটা স্বার্থপর মানুষের কবলে। ...... by @emranhasan (date 10.07.2023 )

একটা সময় পৃথিবীতে মানুষ সুখে শান্তিতে বসবাস করতো এবং মানুষ মানুষকে ভালোবাসতো।
কথাটা ভবিষ্যতে হয়তো এভাবে বলতে হবে কখনো কোন একটা সময় পৃথিবীতে কিছু মানুষ ছিল যারা সুখী ছিল এবং মানুষকে ভালোবেসে ছিল।সময়ের পরিবর্তন হচ্ছে এবং পাল্লা দিয়ে মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে। এই মানসিক পরিবর্তনের মধ্যে রয়েছে লোভ, স্বার্থপরতা, এবং আত্মকেন্দ্রিকতা। লোভ বিষয়টি হলো কি করে অতি অল্প সময়ে বেশ পয়সাওয়ালা মানুষে পরিনত হওয়া। স্বার্থপরতা হলো শুধু মাত্র নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য যা যা করনীয় তাই করা। আর আত্মকেন্দ্রিকতা হলো শুধু মাত্র নিজের ভালো চিন্তা করা এবং একা এগিয়ে যাওয়ার চেষ্টা করা, যেখানে কে রক্তের সম্পর্ক আর কে দূরের সম্পর্ক দেখার বিষয় নেই। …


আমাদের চারপাশে প্রতিনিয়তই কিছু না কিছু ঘটেই চলেছে । অনেকেই আমরা সেগুলো গুরুত্ব দিয়ে দেখি আবার অনেকে সেগুলোকে গুরুত্ব দিয়ে দেখি না ।কিন্তু ঘটনা হচ্ছে যে কোনটাকে আমরা গুরুত্ব দেব এবং কোনটাকে আমরা গুরুত্ব দেব না সেটা আমাদের নিজেদের উপরে নির্ভর করে ।কিন্তু এমন কিছু ঘটনা এখন বেশি মাত্রায় হয়ে চলেছে সেটা প্রতিনিয়ত আমরা বুঝতে পারছি।

সময় পরিবর্তনশীল একথা আমরা সকলেই জানি কিন্তু সময়ের সাথে সাথে মানুষের প্রত্যেক মুহূর্তে মানসিকতার পরিবর্তন হয় সেটাও আমরা জানি তবুও এখন দিন যত যাচ্ছে বা আমরা যত এগিয়ে চলেছি তত যেন আমাদের মানসিকতার অনেকখানি পরিবর্তন ঘটছে ।আজ থেকে প্রায় দশ কুড়ি বছর আগেও এতটা পরিবর্তন মানুষের মধ্যে লক্ষ্য করা যায়নি ।যতদিন যাচ্ছে ততই যেন মানুষ আত্মকেন্দ্রিক এবং আর স্বার্থপর হয়ে উঠেছে ।

আজকের এই রাইটিং টাতে খুব সুন্দরভাবে ইমরান হাসান ভাই মানুষেরা মানসিকতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরেছেন। এটা একদমই সত্য যে মানুষ এখন হাতে টাকা পেলেই কাউকে তোয়াক্কা করে না। এমনকি এটাও দেখা যায় সেই টাকা মানুষ কোনো ভালো কাজে খরচ করবে তো নাই এমনকি সেরকম কোনো নিজেদের মধ্যে ইচ্ছাই জাগে না ।বরঞ্চ সেই টাকা প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনে নষ্ট খরচ করে ফেলছে, তবুও দু পয়সা দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে না।

মানুষ এখন তার নিজের রক্তের সম্পর্কের লোকের দিকেও নজর দেয়ার সময় নেই, শুধুমাত্র নিজের আখের গোছাতে ব্যস্ত।

আগেকার দিনে এমন এক সময় ছিল যখন মানুষ বড়দের সম্মান করতো তার সাথে পরিবারের সকলের কথা চিন্তা করতো এবং কোনো মানুষ দুর্বল থাকলে সেই মানুষটিকে কোনো অবস্থাসম্পন্ন মানুষ তার দায়িত্বভার নিয়ে নিতো। এখন তো সেই সকল চিন্তাভাবনা অতীত পুরোটাই এখন স্বার্থপরের দুনিয়া বরং যে সকল মানুষ গুলি আজ দুর্বল সে সকল মানুষদের সাথে নিজের স্বার্থের জন্য এবং তাদের সাহায্য না করার জন্য মানুষ তাদের সাথেই সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। তার মানে এখন মানুষের মানসিকতা কোথায় চলে গেছে। মানুষ এখন শুধু নিজেকে নিয়ে ভাবে আর নিজেদেরকে নিয়ে ভাবে বলেই এত আত্মকেন্দ্রিক হয়ে পড়ে এবং তার প্রমাণ প্রত্যেকে পরিবারই দেখা যায় এখন আর বড় পরিবার বলে কিছু থাকে না সবই এখন " অনু পরিবার"।

লোভ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সম্মান আর টাকা দুপাশে রাখলে, মানুষজন সম্মান বিক্রি করে টাকা নিয়ে হাঁটা দেবে।

এই লাইনটি অত্যন্ত বাস্তব সম্মত । মানুষ এখন নিজের সম্মানের কথা ভাবেনা। এখন মানুষের জীবনের শুধু টাকা আর টাকা চাই এমন মনোভাব তৈরি হয়েছে। আর ভালোবাসা সে তো এখন টাকার উপর নির্ভর করেই তৈরি হয়। মানুষ এখন মানুষকে ভালোবাসতে ভুলে গেছে এমনকি ভালোবাসা কাকে বলে সেটাও এখন মানুষ জানে না।এককথায় পৃথিবীর সকল মানুষগুলি স্বার্থের কাছেই বিক্রি হয়ে গেছে।

আমার কাছে ইমরান হাসান ভাইয়ের পোস্টটির প্রত্যেকটি লাইন খুব সত্য বলে মনে হয়েছে। এবং উনি খুব সুন্দর ভাবে গুছিয়ে এই পৃথিবীর স্বার্থপর মানুষদের কথা তুলে ধরেছেন প্রত্যেকটি লাইনে।

তবে যে যাই বলুক সৃষ্টিকর্তা রয়েছেন এবং তিনি তার ইশারায় পৃথিবী থেকে আগেও জঞ্জাল এবং পাপিষ্টদের মাটিতে মিশিয়েছেন।

পোষ্টের শেষভাগে উনি যে সৃষ্টিকর্তার কথা বলেছেন আমি মনে করি এই সৃষ্টিকর্তা আছেন বলেই আজও ভাল মানুষ রয়েছে আর তার জন্যই এই পৃথিবীতে আমরা হেসে খেলে চলতে পারছি। এবং যে সকল মানুষ এতটা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর সে সকল মানুষদের ও সময় আসবে ঠিকই । এবং তাদের শাস্তি মাপকাঠি সৃষ্টিকর্তাই ঠিক করে দেবেন ।

স্বামী বিবেকনন্দ এর কথায় যতক্ষণ অন্তরে স্বার্থপরতা রয়েছে, ততক্ষন ইশ্বরের প্রতি ভালবাসা অসম্ভব।”

এই রাইটিং থেকে নিজের কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে মানুষের মানসিকতা কখনোই বদলানো তো সম্ভব না তবুও আমার মনে হয় যে এই স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক মানুষের থেকে নিজেকে দূরে রাখাই ভালো । আর নিজেদের মধ্যে সেই আত্মবিশ্বাস রেখে যতটা তাদের থেকে সুবিধা না নেওয়া যায় ততই ভালো ।এই কনটেন্ট এর টপিকটি খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। এবং এই লেখার মার্কডাউন, লেখার ধরন এবং বানান সবকিছুই ঠিকঠাক ছিল তাই জন্য ইমরান হাসান ভাইকে জানাই অনেক ধন্যবাদ এত সুন্দর একটি টপিক নিয়ে আমাদের কমিউনিটির প্রত্যেকটি মেম্বারের সাথে শেয়ার করার জন্য।


image.png

ছবিটি ইমরান হাসান ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইমরান ভাইয়ের পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। আসলেই বেশিরভাগ মানুষ দিনদিন এতোটা স্বার্থপর হয়ে যাচ্ছে, যা বলার মতো নয়। লোভ লালসা মানুষকে এমনভাবে ঘিরে ধরেছে, মানুষ যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাচ্ছে দিনদিন। টাকা ছাড়া বেশিরভাগ মানুষ এখন কিছুই চিনে না। হালাল-হারাম,বৈধ-অবৈধ কোনো কিছুরই তোয়াক্কা করে না। শুধু টাকা হলেই চলে। সামনের দিনগুলো হয়তোবা আরো ভয়ংকর হয়ে উঠবে। যাইহোক এমন বাস্তবসম্মত একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ইমরান ভাইকে।

 last year 

আজকের ফিচার অব আর্টিকেল যাকে মনোনীত করা হয়েছে তিনি কিন্তু আমার একজন প্রিয় ব্যক্তিত্ব। সত্যি বলতে ভাইয়ার প্রতিটি পোস্টই আমার কাছে বেশ ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটির নতুন একটি যুগান্তকারী উদ্ভাবন হলো ফিচার অব আর্টিকেল মনোনয়ন। তাই এমরান হাছান ভাইকে এখানে দেখতে পেয়ে বেশ ‍মুগ্ধ হলাম।

 last year 

কমিউনিটির অনেক ভালো একজন সদস্য হলে ইমরান হাসান ভাইয়া। তিনি কমিউনিটির সবাইকে খুব সুন্দর পরামর্শ দিয়ে থাকেন। উনার কাজগুলো আমারও বেশ পছন্দ। ভাইয়া তার পোস্টের মাধ্যমে স্বার্থপর মানুষদের কথা আমাদের সাথে তুলে ধরেছেন ।

 last year 

অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিনিয়ত এমন সুন্দর সুন্দর উদ্যোগ গুলো নেওয়ার জন্য। সেরা ফিচারড আর্টিকেল বাছাই করা অনেক সুন্দর একটি পরিকল্পনা। সবার মাঝে থেকে খুব সুন্দর বিষয় গুলো তুলে আনা খুবই বিচক্ষণতার সাথে করতে হয়। তো এ সপ্তাহে ইমরান হাসান @emranhansan ভাইকে ফিচারড আর্টিকেলের ক্ষেত্রে সেরা বাছাই করার জন্য অনেক ভালো লাগলো। কারণ উনি ব্যক্তিত্ব হিসেবে অনেক ভালো একজন মানুষ। উনার লেখা গুলো আমার সব সময় ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ইমরান হাসান ভাইকে সেরা ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 last year 

আজকের ফিচারড আর্টিকেল ইমরান ভাইয়ের লেখা 'পৃথিবীটা স্বার্থপর মানুষের কবলে' পোস্টের যথার্থ ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার খুবই ভালো লেগেছে। সত্যিই ইমরান ভাই লেখা এই পোস্টটি অসাধারণ হয়েছিল।

 last year 

ইমরান হাসান ভাইয়ের লেখা এই পোস্ট আমি পড়ে। আমার কাছে খুবই ভালো লেগেছিল। আসলে আমরা দিনে দিনে স্বার্থপর হয়ে যাচ্ছি। স্বার্থের জন্য আপন মানুষগুলো যেমন পাল্টে যাচ্ছে তেমনি দিনে দিনে সবাই অচেনা হয়ে যাচ্ছে।

 last year 

ফিচার্ড আর্টিকেলে ইমরান হাসান ভাইয়ের লেখাটি পড়ে অনেক ভালো লাগলো।ভাইয়া একদম বাস্তবতা নিয়ে লিখেছেন । পৃথিবীটা এমন হয়ে যাচ্ছে কারোর দিকে তাকানোর মত মনে হয় কারো সময় নেই।টাকা পয়সা লোভ লালসা মানুষকে বেশিরভাগ স্বার্থপর করে দিচ্ছে। যায় দিন ভালো আসে দিন খারাপ। জানিনা সামনের দিনগুলো কেমন হবে। তবে ইমরান ভাইকে এখানে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।

 last year 

ইমরান হাসান ভাই দারুন একটা পোস্ট শেয়ার করেছেন আজকে। আসলে মানুষের মন মানসিকতার এমন পরিবর্তন হতে চলেছে যেটা নিজেকে স্বার্থবাদী করে তুলেছে। আগে আমরা ছোট্ট বেলায় যে পরিবেশ দেখেছি বর্তমান তার অনেক পার্থক্য যেটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। অনেক ভালো লাগলো তার পোস্টটি নির্বাচন করায়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62410.74
ETH 2445.09
USDT 1.00
SBD 2.67