"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৪২ [তারিখ : ৩০-০৯-২০২৪]



Banner: @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @rahnumanurdisha


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথর - রাহনুমানূর দিশা। স্টিমট: @rahnumanurdisha । জাতীয়তা বাংলাদেশী। বর্তমান এ অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছেন ।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে উনার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে ও ভালোবাসেন।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করেন।স্টিমিট এ জয়েন করেছেন ২০২২ সালের জুন মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000031397.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000031398.jpg

অনলাইন যখন বিড়ম্বনা by @rahnumanurdisha (তারিখ 30.09.2024 )

আজকে আপনাদের মাঝে কোন টপিক নিয়ে হাজির হয়েছি বুঝতে পেরে গিয়েছেন নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা।বর্তমান যুগে অনলাইন আমাদের জীবনমান অনেকটা সহজ করে দিয়েছে ঠিক।তবে কিছু কিছু ক্ষেত্রে অনলাইন বিড়ম্বনার সৃষ্টি করে।আর যাতে করে মানুষের যেন হয়রানির শেষ থাকেনা।আমাদের দেশে বর্তমান শিক্ষা,চিকিৎসা,যাত্রা পথের টিকিট সবকিছুই অনলাইন নির্ভর হয়ে পড়েছে।অনলাইন যেমনি আমাদের সুবিধা করে দিয়েছে অনেক ক্ষেত্রে তেমনি কিছু অসুবিধাও আমাদের ফেস করতে হচ্ছে।আপনারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন বর্তমান জন্ম নিবন্ধন থেকে শুরু করে স্কুল কলেজ পর্যায়ের ইউনিক কার্ড গুলো অনলাইনেই করতে হচ্ছে।এটা অবশ্য কিছুক্ষেত্রে ভালো ফল দিয়েছে অফলাইন দৌড়াদৌড়ির পেরা নেই।...


অনলাইন সব কাজ আমাদের জন্য যেমন সুবিধা জনক তেমনি আমাদের অনেক সমস্যারও সৃষ্টি করেছে। আপনি ইন্টারনেট এবং ইন্টারনেট সংক্রান্ত পরিষেবা ভালো কাজেও ব্যবহার করতে পারবেন আবার সেই সাথে খারাপ কাজেও ব্যবহার করতে পারবেন। ভালো কাজ নাকি খারাপ কাজ, সেটা আপনার ও আমার হাতে। এখন কমবেশি সব দেশের বিভিন্ন সরকারি কাজকর্ম অনলাইনে হয়ে গেছে। আমাদের দেশে তো অনেক সরকারি সুযোগ-সুবিধা সবই অনলাইনের মাধ্যমে পাওয়া যায়। সে এক অন্য বিষয়টা। আসলে অনলাইন হোক কিংবা অফলাইন ভুল করা আমাদের খুবই স্বাভাবিক। তাই আমাদের দেশে কোনো বিষয় অনলাইনে আপলোড কিংবা নিবন্ধন করলে, পরবর্তীতে আমাদের আরো সময় দেওয়া হয় কারণ যদি কেউ কিছু ভুল ভ্রান্তি করে থাকেন সেগুলো ঠিক করে নিতে পারবেন সেদিকটা মাথায় রেখে। আমাদের দেশের এই নিয়মটা যে কতটা কাজের সেটা আজ @rahnumanurdisha র পোস্ট পড়ে বুঝতে পালাম।

আমরা সচরাচর আমার বাংলা ব্লগের অনেকের গুরুত্বপূর্ণ পোস্ট অনেক সময় মিস করে যাই আমার কাছে তার পোস্টটা সেইরকম লাগলো। একটা সমস্যার সম্মুখীন হয়ে উনি অনলাইনের যেদিকটা তুলে ধরেছেন সেটা যেমন সবার জানা জরুরি তেমনি তার জন্য যদি আপনাদের কাছে কোন সুরাহা থাকে তাহলে অবশ্যই তার পোস্টের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।


1000031398.jpg

ছবি গুলো @rahnumanurdisha র ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 7 hours ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। মাঝে মাঝে অনলাইন যেমন উপকারে আসে তেমনি অনেক সময় বিরম্বনার শিকার হতে হয়। আসলে ভালো দিক যেগুলোর আছে সেগুলোর কিছু খারাপ দিকও রয়েছে।

 4 hours ago 

আমার বাংলা ব্লগ আজকের ফিচারড আর্টিকেলে অনলাইন যখন বিড়ম্বনা এই জেনারেল রাইটিং পোস্টটি মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আসলে অনলাইনে পণ্য নিলে উপকারিতার পাশাপাশি অনেক অপকারিতা রয়েছে। অনেক সময় পণ্য নিতে বেশ বিড়ম্বনার শিকার হতে হয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63312.28
ETH 2601.44
USDT 1.00
SBD 2.79