"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৬৯ [তারিখ : ২৫-১২-২০২৩]steemCreated with Sketch.

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ১৬৭ তম রাউন্ড শেষে আজ ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬৮ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@maksudakawsar



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম- মাকসুদা আক্তার। জাতীয়তা- বাংলাদেশী। শখ- রান্না, ব্লগিং ইত্যাদি । বিবাহিতা । শিক্ষাগত যোগ্যতা-জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন পেশায় ডিগ্রী পাস। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের এপ্রিল মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৬২০ দিন ।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:


maksu.png



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

image.png

ছবিটি নেওয়া হয়েছে-মাকসুদা ম্যাডামের পোস্ট থেকে

ট্রাভেল পোস্ট- " কুয়াশা মাখা ভোরে প্রকৃতির মাঝে কিছুটা সময় " || Prepare tasty recipe by @maksudakwasar|| ( Publish: 25.12.2023 )

ছুটির দিন হওয়ার পরও খুবই একটি জররুী কাজে সেই কাক ডাকা ভোর চলে যেতে হলো রূপগঞ্জে। আজ অবশ্য আমরা একটু ভিন্ন পথে গিয়েছিলাম। কারন আমাদের ইচ্ছে ছিল যে আমরা শীতের সকালের প্রকৃতি দেখতে দেখতে যাবো। তাই প্রথমে আমরা চলে গেলাম পূর্বগ্রাম। সেখানে সকালের প্র্রকৃতি একটু উপভোগ করে নিলাম কিছুক্ষন। বেশ সুন্দর কুয়াশা ভরা সকালের নীরব আর নিস্তব্দ প্রকৃতি। আমরা খালি রাস্তায় কিছুটা সময় সোজা হাটা শুরু করলাম। বেশ ভালো লাগছিল সকাল সকাল এত সুন্দর প্রকৃতি দেখতে। আসলে শীতের সকালে গ্রামের পরিবেশ যে এতটা সুন্দর হতে পারে সেটা আমার আগে জানা ছিল না।...


আজকে যথারীতি বরাবরের মতো abb -featured article বাছাই করতে কমিউনিটির পোস্ট গুলো এক এক করে দেখছিলাম।একথা বলা বাহুল্য যে প্রায় প্রত্যেকটা পোষ্টটি দারুণ মানের।এই পোস্ট গুলো দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড়ে @maksudakawsar ম্যাডাম এর ' কুয়াশা মাখা ভোরে প্রকৃতির মাঝে কিছুটা সময় ' শিরোনামের পোষ্টটি।আমি পড়ে দেখলাম এটা একটা দারুণ শীতকালীন সংক্ষিপ্ত ভ্রমণের পোস্ট।এই শীতে পিঠে পুলির কথা বলতে বলতে উনি দারুণ ভাবে এই ছোট ভ্রমণ কাহিনী আমাদের মাঝে শেয়ার করেছেন।এই পোস্ট টা আমাদের কাছে অন্যান্য পোস্ট থেকে আলাদা মনে হয়েছে কারণ এই পোস্টের মধ্যে একটা নস্টালজিক ভাব আছে আর আছে প্রকৃতির শীতল সৌন্দর্যের হাতছানি।তাই এই পোস্ট টাকেই আমি আজকের ab -featured article হিসেবে নির্বাচন করলাম।এই শীতের মধ্যে ও বিশেষ জরুরি কাজ থাকার জন্য মাকসুদা ম্যাডাম খুব ভোরে রূপগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। উদ্দেশ্য নিজের জরুরি কাজটা সুসম্পন্ন করা।এই রূপগঞ্জ যাওয়ার পথে উনি পূর্ব গ্রামে খুঁজে পান পাখিদের আর কয়েকটি সুন্দর ফটোগ্রাফি ও করে নিয়েছেন।

এরপর নৌকো করে পৌঁছে যান নিজ গন্তব্য রূপগঞ্জে।এই শীতের মধ্যে ভোরের কুয়াশার চাদর ভেদ করে নৌকো ভ্রমণ আসলেই দারুণ একটা অভিজ্ঞতার।নিজের জরুরি কাজটা সেরে উনি বেশ কিছু তাজা সবজি ও পেয়ে যান।সত্যি দারুণ একটা ভ্রমণ কাহিনী বর্ণনা করেছেন।ধন্যবাদ উনাকে।

Sort:  
 7 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে মাকসুদা আপুর নামটা দেখে সত্যি খুবই ভালো লেগেছে আমার কাছে। সকালবেলায় প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর মুহূর্ত শেয়ার করেছিলেন। ধন্যবাদ জানাই ওনার এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 7 months ago 

শীতের সকালে গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর। মাকসুদা আপুর ভ্রমণ কাহিনীটি পড়ে বেশ ভালো লাগলো।আপুর পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

খুব চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই।আমার বাংলা ব্লগ" ফিচারড আর্টিকেল রাইটার-@maksudakawsar আপুকে দেখে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43