"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৭১ [তারিখ : ১০-০৪-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @rituamin


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ রিতু আমিন । জাতীয়তাঃ বাংলাদেশী । পেশাঃ গৃহিণী । শখঃ বাগান করা, আর্ট করা, ফটোগ্রাফি করা এবং নতুন নতুন রেসিপি তৈরি করা। প্রতিনিয়ত নতুন কিছু শিখতে ও জানতে তার ভালো লাগে। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২২ সালের এপ্রিল মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000022177.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000022176.jpg

ইফতার আয়োজন । by @rituamin (date 09.04.2024)

রমজান মাসে কাছে আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে ইফতার করাতে পারলে কি যে শান্তি লাগে তা বলে বোঝানো সম্ভব না। আমি কয়েকজন মেহমানকে আমার বাসায় দাওয়াত করেছিলাম ইফতার করানোর জন্য। ছোটবেলায় এই রমজান মাসে প্রত্যেকটা দিন খুব আনন্দ করতাম। প্রত্যেক দিন কারো না কারো বাসা থেকে ইফতার আসতো নয়তো আমাদের বাসা থেকে কারো বাসায় ইফতার দেওয়া হতো। রোজা রেখে বিকেল বেলা ক্লান্ত শরীরে সবার বাসায় ইফতার দিতে অনেক ভালো লাগতো। এখন কেমন যেন মনে হয় মানুষের মধ্যে এসে আন্তরিকতা গুলো আর নেই সেই মুহূর্তগুলো আর ফিরে আসে না মাসের প্রত্যেকটা দিনই যেন একটা উৎসবের আমেজ কাজ করতো।…


সম্ভবত আর দু-একদিন বাকি আছে ঈদ উৎসবের। তার ঠিক আগ মুহূর্তে এসে এই পোস্টটা আমি ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করছি। তার পিছনে অবশ্য কিছু যুক্তি আছে, তা আমি নিজের মতো করে প্রকাশ করার চেষ্টা করছি।

দীর্ঘ একটা মাস, কিভাবে যে কেটে গেল তা যেন বুঝে উঠাই গেল না। মনে হল এই তো সেদিন রোজা শুরু হলো, আজ তা দেখতে দেখতে একদম শেষের দিকে, সময় বড্ড দ্রুত চলে যায়।

হয়তো আর দুদিন পরেই ঈদ উৎসব পালিত হবে, সবার ভিতরে সেই আনন্দের প্রতিচ্ছবি যেন এখন থেকেই দেখা যাচ্ছে। তবে সেসময় হয়তো রমজান মাসের স্মৃতিগুলো শুধু স্মৃতি হিসেবেই রয়ে যাবে। কেননা আবারও একটি বছর অপেক্ষা করতে হবে এই রমজান মাসের জন্য।

এই যে নিজেদের ভিতরে এত আন্তরিকতা, এত আত্মিক মেলবন্ধন, পরিবার-আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া, নিজের জায়গা থেকে সাধ্যমত কমবেশি সবাইকে আপ্যায়ন করা কিংবা মানবিকতার যে ব্যাপারগুলো থাকছে, তা কিন্তু রমজান মাসে বেশ ভালোভাবে পরিলক্ষিত হয়েছে।

আমি চাই এই ধারাবাহিকতা, শুধুমাত্র রমজান মাসেই শেষ না হয়ে যাক। চলমান থাকুক প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে।

অথরের পোস্টটা যখন আজ পড়ছিলাম, তখন পুরো রমজান মাসের ব্যাপারগুলো যেন কিছুটা চোখের সামনে সাদৃশ্য হচ্ছিল। কেননা এমনভাবে আমার নিজেরও অনেক জায়গাতেই ইফতার করার সুযোগ হয়েছিল, অনেক মুখরোচক খাবার খাওয়ার সৌভাগ্য হয়েছিল।

তবে এটা সত্য দিন যতো গড়িয়ে গিয়েছে, রমজান মাসের চিত্র আগে যেরকম ছিল তেমনটা এখন আর নেই। বর্তমানে সবাই তো আত্মকেন্দ্রিক, তারপরেও অথর তার নিজের জায়গা থেকে তার মেহমানদের জন্য যতোটুকু করেছে, এটাই বা কজন করে।

সব মিলিয়ে দারুণ উপভোগ করেছি লেখাটা, শুধু রমজান মাসেই না, আন্তরিকতা বিরাজ থাকুক প্রতিটা সময়।


1000022173.jpg

ছবিটি রিতু আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 months ago 

রিতু আমিন আপুর এই পোস্ট যদিও দেখা হয়নি তবে দারুন একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেখতে দেখতেই রমজানের একটি মাস একেবারে কেটে গেল। আর ইফতারের আয়োজন দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট ছিল। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে।

 3 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে। এই পোস্টটা আমার নিজেরও অনেক বেশি ভালো লেগেছে। ইফতারের আয়োজন টা অনেক সুন্দর ভাবে করেছেন তিনি। অসংখ্য ধন্যবাদ এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 3 months ago 

এই পোস্ট যখন আমি পড়েছিলাম বেশ ভালো লেগেছে। কারণ রিতু আমিন আপু অনেক সুন্দর অনুভূতি শেয়ার করলেন মেহমানদেরকে ইফতারি খাওয়ানোর মুহূর্ত নিয়ে। সেই সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সিলেক্ট করলেন।

 3 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে রিতু আমিন আপুর নামটা দেখে অনেক ভালো লাগলো। তিনি অনেক সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছিলেন। আর উনার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে, দেখেই তো খুব ভালো লাগলো। তিনি নিজের অনুভূতিগুলো সুন্দর করেই তুলে ধরেছিলেন। যেগুলো অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ওনার পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65092.40
ETH 3470.06
USDT 1.00
SBD 2.50