"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২০১ [ তারিখ : ২৬.০১.২০২৪ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ২০০ তম রাউন্ড শেষে আজ ২৬ জানুয়ারি ২০২৪, ২০১ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@narocky71



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-নুরুল আলম রকি। জাতীয়তা- বাংলাদেশী। শখ- ফটোগ্রাফি করা। তিনি বিভিন্ন স্থানের, বিভিন্ন জিনিসপত্র ফটোগ্রাফি করতে পছন্দ করেন । বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসেন । ভ্রমণ করতে পছন্দ করেন । যেকোনো জায়গায় ভ্রমণ করতে গেলে সেখানে ফটোগ্রাফি করেন ।।শিক্ষাগত যোগ্যতা- প্রথমে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন । এরপর হাই স্কুলে ভর্তি হন । হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেন । এরপর তিনি চট্টগ্রাম কলেজে ইন্টার মিডিয়াতে ভর্তি হন । ওইখানে তিনি হোস্টেলে থেকে পড়াশোনা করেন । এরপর তিনি ওই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের জানুয়ারি মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ১০৯৯ দিন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

1000074873.jpg

ছবিটি নেওয়া হয়েছে-রকি ভাইয়ের পোস্ট থেকে

জেনারেল রাইটিং : অসৎ ব্যক্তি , সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। ( Publish: 25.01.2024 )


রকি ভাই আজকে দারুন একটা টপিকের উপর আর্টিকেল লিখেছেন। এটা দেখার সাথে সাথে আমি তার লেখাগুলো পড়ে বাস্তবের সাথে অনেক মিল পেয়েছি। আসলেই বর্তমানে এই পৃথিবীতে সৎ আর বিশ্বাসী মানুষের বড়োই অভাব, এখন খুঁজলেও যেন পাওয়া যায় না। যেখানেই যাবেন সেখানেই অসৎ মানুষের ছড়াছড়ি, আজকাল মানুষ কেউ আসলে সৎ উপায়ে কোনো কিছু করতে চায় না, সবসময় শর্টকার্ট খুঁজতে থাকে। আজকাল সৎ মানুষ আবার যদি অসৎ সঙ্গে পড়ে সেক্ষেত্রে বিষয়টা হিতে বিপরীত হতে পারে, যেমন সে দেখছে যে এই কাজটা কোনোমতেই করা উচিত হচ্ছে না, কিন্তু সাথে সেই অসৎ ব্যক্তি যদি উস্কাতে থাকে তাহলে সেও একসময়ে গিয়ে এই অসৎ পথ অবলম্বন করে বসে। তবে অনেক এমন সৎ ব্যক্তি আছে যারা নিজের জায়গাটা, নীতি ঠিকই ধরে চলছে। আসলে মানুষ যদি নিজে দৃঢ় থেকে সৎ ভাবে কোনো কাজ করে যায় তাহলে যতই সামনের মানুষ নিন্দা করুক বা যাই করুক না কেন তার তাতে যায় আসে না। অসৎ ব্যক্তিদের মাথায় থাকে শুধু শয়তানি চিন্তা আর মনে থাকে লোভী মনোভাব।

এটা ঠিক যে, যারা প্রকৃত সৎ ভাবে চলাফেরা করে তাদের উদ্দেশ্য সবসময় মহান হয়ে থাকে। সৎ পথে আসলে অনেক বাধা, বিপত্তি থাকে এবং সেটা অনেকটা কঠিন হয়। কিন্তু এই কঠিন বাধা পেরোতে পারলে সেই কষ্টটা আর কষ্ট বলে মনে হয় না জীবনে। সৎ পথে কোনোকিছু পাওয়া অতো সহজ হয় না, কিন্তু অসৎ পথে চাইলেই সেটা পাওয়া যায় যেকোনো মূল্যে। সৎ পথে সবসময় ধৌর্য আর কষ্ট করে কাজ করতে পারলে সেই ব্যক্তি জীবনে সফলতার পথ সময়ের চক্রে অবশ্যই খুঁজে পাবে।

রকি ভাই একটা বিষয় ঠিক বলেছেন যে, আজকাল টাকা-পয়সা ইনকামের বিষয়টা আসলে অনেকটা সহজ হয়ে গিয়েছে, বিশেষ করে অসৎ পথে। আজকাল সৎ পথে কয়জনইবা ইনকাম করে। অতি দ্রুত বা এক কোথায় বলা যায় রাতারাতি বড়ো লোক হতে হবে বা টাকা-পয়সার পাহাড় গড়তে হবে, এইরকম মনোভাব যাদের আছে তারাই বেশি করে এইসব অসৎ পথ অবলম্বন করে। আজকাল সরকারি চাকরি করতে গেলেও মোটা অঙ্কের ঘুষ দেওয়া লাগবে সে আপনার যতই ভালো রেজাল্ট এর সার্টিফিকেট থাকুক না কেন। সবকিছুই এখন এইরকম পর্যায়ে চলে গিয়েছে মানুষের মনোভাব। তবে এটা ঠিক যে, অসৎ পথ অবলম্বন করে একজন মানুষ যতই ধন সম্পত্তি গড়ুক না কেন, সেটা বেশিদিন টেকসই হয় না, একদিন সব ভেসেই যায় কোনো না কোনোভাবে।

যাইহোক, রকি ভাইয়ের এই আর্টিকেলটা আজকে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এতে বর্তমানের কিছু বাস্তবিক উদাহরণও আছে। এইধরণের একটা আর্টিকেল পাবলিশ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 6 months ago 

আসলে আমি বাস্তবতার সাথে মিলিয়ে এই টপিকটা নিয়ে পোস্টটা লেখার চেষ্টা করেছি। এই পৃথিবীতে এখন সৎ ব্যক্তির বড়ই অভাব। অসৎভাবেই এখন সব মানুষগুলো কাজ করে। আমি চেষ্টা করেছি সুন্দর করে বাস্তবতাকে তুলে ধরেহ শিক্ষণীয় এই পোস্টটা লিখে সবার মাঝে তুলে ধরার। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 6 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে narocky71 এর নাম দেখে সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর করে আজকের পোস্টটা লিখেছেন। বাস্তবতাকে তুলে ধরেছে দেখে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আসলে অসৎ ব্যক্তি যাকে দেখে তাকেই তার মতো মনে করে। ফিচারড আর্টিকেল হিসেবে ওনার এই পোস্ট সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

ফিচার্ড আর্টিকেলে রকি ভাইয়ের পোস্টটি সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। রকি ভাই বেশ দারুন লিখেছেন। বাস্তবতাকে কেন্দ্র করে
লেখাটি আমাদের সামনে বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সত্যিই অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কোন কাজের মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। কারণ যে যেমন সে অন্যকে সেরকমই মনে করে। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 6 months ago 

যারা অসৎ তাদের চিন্তাধারা সবসময় আলাদা থাকে। তাইতো তারা মানুষের ভালো দিকগুলো কিংবা ভালো গুণগুলো সহজে খুঁজে পায় না।আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোষ্ট নির্বাচিত করা হয়েছে।

 5 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্টে রকি ভাইয়াকে দেখে খুবই ভালো লাগলো ৷ আসলে তিনি খুবই সুন্দর সুন্দর পোষ্ট আমাদের মাঝে শেয়ার করেন ৷ তার মাঝে এই পোস্টটাও ছিলো অসাধারণ ৷ দারুণ কিছু কথা শেয়ার করেছেন তিনি পোস্টের মাধ্যমে ৷ অনেক ভালো লাগলো রকি ভাইয়া ফিচারড আর্টিকেল দেখে ৷ অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57610.17
ETH 3118.28
USDT 1.00
SBD 2.39