"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৭৪ [তারিখ : ৩০-১২-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emon42


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ ইমন হোসেন। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ ছাত্র। শখঃ লেখালেখি করতে এবং ফুটবল খেলতে বেশ পছন্দ করেন। তার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। তিনি, একটা বিষয় সবসময় বিশ্বাস করেন, মানিয়ে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২০ সালের আগস্ট মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20231230-215603~2.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


হার না মানা যোদ্ধা - @emon42 (তারিখ 29.12.2023)

গতবছরের ১১ ডিসেম্বর। দিনটা হয়তো বিশেষ কোন দিন না। তবে ফুটবল ফ‍্যান রোনালদো ফ‍্যানদের কাছে দিনটার আলাদা একটা গুরুত্ব আলাদা একটা তাৎপর্য আছে। ঐদিন সর্বকালের অন‍্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো কান্না করতে করতে মাঠ ত‍্যাগ করেছিল। এর কারণ ছিল তার দলের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পরাজয়। দিনটা যেকোন ফুটবল ফ‍্যান ভুলে যেতে চাইবে। কিন্তু সেটা আর সম্ভব হয় কোথায়। প্রায়ই ফেসবুকে রোনালদোর সেই কান্নাভেজা চেহারার ছবি সামনে চলে আসে। সেটা দিয়ে অবশ‍্য আর্জেন্টাইন মেসি ফ‍্যানরা ট্রল করতে ছাড়েন না। রোনালদো বুড়িয়ে গেছে রোনালদো ফুরিয়ে গেছে। বয়স তো তার তখন ৩৭ বছর। সেজন্য পর্তুগালের তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোস রোনালদো কে বেঞ্চে বসিয়ে রেখে শুরুর একাদশ নামালেন মাঠে। মাঠে পুরো পর্তুগাল দল অথচ সব ক‍্যামরাম‍্যান এর ক‍্যামেরা রোনালদোর দিকে তাক করানো। সেদিন এটা অবাক করেনি এতটুকু। কারণ মানুটা যে রোনালদো।...


এভাবেও ফিরে আসা যায়! এক বছর আগে যে মানুষটাকে বিশ্বের তাবড় ফুটবল সমালোচক ও বিশ্লেষকরা নানা ধরনের সমালোচনায় ভরিয়ে দিয়েছিল। সবাই মানুষটাকে আনফিট এবং পেশাদার ফুটবল খেলার যোগ্য নয় বলে দাগিয়ে দিয়েছিল। আজ ঠিক তার এক বছর পর সেই মানুষটা সেই সব ফুটবল সমালোচক ও বিশ্লেষকদের মুখে সপাটে জবাব ছুঁড়ে দিলো। ৩৮ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে "আনফিট" সেই ফুটবল খেলোয়াড় ২০২৩ সালে দেশ ও ক্লাবের হয়ে ৫৩ টি গোল করেছে। পৃথিবীর সমস্ত উঠতি ফুটবল খেলোয়াড়কে ছাপিয়ে ২০২৩ এ সেই "আনফিট" ব্যক্তিই সর্বোচ্চ গোলদাতা।

রোনাল্ডো বারবার ফিরে এসেছে। নিজেকে প্রমাণ করার ইচ্ছে এবং অদম্য জেদ রোনাল্ডোকে বারবার ফিরিয়ে নিয়ে এসেছে। বিশ্ব যতবার রোনাল্ডোকে বাতিলের খাতায় ফেলেছে রোনাল্ডো ততবারই নতুন ভাবে জ্বলে উঠেছে। আজ ২০২৩ এর ফুটবল বর্ষ শেষে রোনাল্ডো পৃথিবীর সর্বাধিক গোলের চূড়ায় দাঁড়িয়ে আছে তখন ইমন ভাইয়ের কথাটাই মানায়, "রোনাল্ডো হয়তো বুড়িয়ে গিয়েছেন কিন্তু ফুরিয়ে যান নি"।


IMG.jpeg

Source : Pixabay

ধন্যবাদ

Sort:  
 5 months ago 

আসলে খেলা এখন তেমন একটা দেখা হয় না। তবে আমার বাংলা ব্লগের স্পোর্টস পোস্ট গুলো পড়লে মোটামুটি খেলা দেখার স্বাদ পাই। যাই হোক ইমন ভাইয়ের এই পোস্টটি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে ভালো লাগলো।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

এই পোস্টটি পড়ে কিছুক্ষণ আগে কমেন্ট করেছিলাম। বেশ ভালো লিখেছেন উনি। ক্রিস্টিয়ানো রোনালদো নিঃসন্দেহে হার্ড ওয়ার্কিং একজন ফুটবলার। রোনালদো আমার খুবই পছন্দের একজন ফুটবলার। এই বয়সে এসেও তিনি বিশ্বমঞ্চ কাঁপাচ্ছেন, যা দেখে সত্যিই অবাক লাগে। রোনালদোর শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে পারেনি,একমাত্র কোচের কারণে। যাইহোক শুভকামনা রইল আমার প্রিয় এই ফুটবলারের জন্য। এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 5 months ago 

পোস্টটি যদিও আগে পড়া হয়নি তবে এখন পড়ে বেশ ভালো লাগলো। ইমন ভাইয়া আমার বাংলা ব্লগের একজন ভালো ইউজার। তার বিগত পোস্টগুলো বেশ দারুন ছিল। ইমন ভাইয়ের পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে ইমন ভাইয়ের নাম দেখে ভালো লাগলো। ওনার এই পোস্টটা আমি দেখিনি। সর্বপ্রথম ফিচারড আর্টিকেল পোস্টে দেখলাম। এই পোস্টটা আমার কাছে একান্ত ভাবে সত্যি খুব ভালো লেগেছে। কারণ ফুটবল খেলা খুব ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ ওনার এই পোষ্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 5 months ago 

রোনাল্ডোকে এমনিতেই চিনি এবং কি এই খেলোয়াড়দের কথা অনেক শুনেছি। তবে যেহেতু আমি খেলা দেখি না, তাই তার সম্পর্কে কোন ধারণা নেই। ইমন ভাইয়া ওনাকে নিয়ে খুব সুন্দর করে একটা পোস্ট লিখেছে, আর ওনার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে এটা দেখে ভালো লেগেছে। এই পোস্টটা বাছাই করা হয়েছে এটা দেখে সত্যি ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67863.38
ETH 3708.58
USDT 1.00
SBD 3.65