"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৩৮৪ [তারিখ : ০৩-০৮-২০২৪]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৩৮৩ তম রাউন্ড শেষে আজ ০৩ আগস্ট ২০২৪, ৩৮৪ তম রাউন্ড-এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @mohamad786


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - মোঃ ফয়সাল আহমেদ ।স্টিমিট আইডি - @mohamad786 । উনি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করেন। সে সাথে বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করেন। তিনি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে উনার খুবই ভালো লাগে।তিনি স্টিমিট প্লাটফর্মে ২০১৯ সালের জুলাই মাসে যুক্ত হয়েছেন।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৬ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

Screenshot_2024-08-03-01-20-07-361-edit_com.android.chrome.jpg



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjwefdCvit3UtFTKKnvnCEjnbTzwc4H7oYTrBygbpDd9Syc5dWA68NBuLvp7wEsWn62dnNzXDfkcVD1KL.jpeg


“মানব ধর্মই পরম ধর্ম: সহানুভূতি,প্রেম ও মানবিক মূল্যবোধ”(Post Publish: 02.08.2024 )

মানব ধর্মই পরম ধর্ম—এই উক্তিটি আমাদের জীবন ও সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর অর্থ বহন করে। মানব ধর্ম বলতে বোঝায় এমন একটি ধর্ম, যা মানুষের মঙ্গল, কল্যাণ এবং সৌহার্দ্যের ওপর ভিত্তি করে গঠিত। এটি কোন নির্দিষ্ট ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, ...


উনার পোস্টটি আজকের এবিবি ফিচার্ড আর্টিকেল, হিসেবে উল্লেখ করার বিশেষ একটি কারণই হলো, উনার পোস্টের বিষয়টি অর্থাৎ মানব ধর্ম।

যে ধর্মটিকে আমরা দিন দিন ভুলতে বসেছি। অর্থাৎ মানুষে মানুষে, ধর্মে ধর্মে কতো তফাৎ কতো বিদ্বেষ। কিন্তু প্রতিটি ধর্মের মূলে যদি আমরা যাই। তাহলে দেখবো সেখানে বারবার করে বলা হয়েছে যে, ধর্ম মানেই শান্তি। ধর্ম মানেই শান্তি প্রতিষ্ঠা করা। প্রতিটি ধর্মেই বলা হয়েছে অন্য ধর্মকে সম্মান করার কথা, অন্য ধর্মের মানুষদের সম্মান করার কথা, প্রতিটি জাতির ইতিহাসে লিখা রয়েছে অন্য জাতিকে শ্রদ্ধা করার কথা। অর্থাৎ এগুলোই কিন্তু মানব ধর্ম। অর্থাৎ সবকিছুর ঊর্ধ্বে একটা মানুষকে ভালোবাসা,সাহায্য করা, শ্রদ্ধা করা তার পাশে দাঁড়ানো ই আসল।

কিন্তু যতো দিন যাচ্ছে, ততোই আমরা মানব ধর্ম সম্পর্ক টি থেকে যেনো একেবারে নিজেকে মুক্ত করে ফেলছি। কিন্তু এটা একটুও টের পাচ্ছি না যে, আমরা নিজেদেরকে মুক্ত করছি না। আমরা নিজেদেরকে একটি খাঁচায় বন্দি করে ফেলছি। যেখানে থাকে না মনুষত্ব, যেখানে থাকে না মানবতা, যেখানে থাকে না মানুষ। থাকে শুধু মানুষরূপের অমানুষ।আমরা সবাই যদি আমাদের নিজেদের ধর্মের ইতিহাসগুলো পড়ি। তাহলে দেখবো, এই ইতিহাসের প্রতিটি পাতায় লেখা রয়েছে এক ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মের প্রতি কতোটা শ্রদ্ধাবোধ থাকা উচিত, কতোটা বেশি মানুষে মানুষে ভালোবাসা থাকা উচিত সেসব।

কিন্তু আমরা সেসবের কোনো কিছুকেই কোনো আমলে নেই না। আমরা সব সময় আমাদের অন্যায়গুলোকে ঢাকার জন্য আশ্রয় নেই ধর্মের,বর্ণের, জাতির এবং নির্বিশেষে সব রকম ভাবেই তফাৎ করার মাধ্যমে সে চেষ্টা করি। কিন্তু আমাদের কোনোভাবেই ভুলে গেলে চলবে না যে, মানব ধর্মই হলো পরম ধর্ম। মানব ধর্মই হলো পরম শান্তির ধর্ম। কারণ মানব ধর্ম থেকে আমরা শিখতে পারি প্রকৃতির প্রতি প্রেম,প্রকৃতি মায়ের প্রতি আমাদের দায়িত্ব এবং একজন মানুষ হিসেবে অন্য মানুষের প্রতি দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসা।

এই সবকিছুই উনি উনার পোস্ট এ উল্লেখ করেছেন এবং আমি আমার মতোন করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। উনার এই পোস্টটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। কারণ আমি মনে করি আমাদের সকলের মধ্যেই মানব ধর্মকে জাগ্রত করতে হবে।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjwefdCvit3UtFTKKnvnCEjnbTzwc4H7oYTrBygbpDd9Syc5dWA68NBuLvp7wEsWn62dnNzXDfkcVD1KL.jpeg


ছবিটি নেওয়া হয়েছে- @mohamad786 এর পোস্ট থেকে


উনার পোস্টের লেখার ধরণ, টপিক, মার্কডাউন এবং লেখার বিষয়বস্তু সব কিছুই খুব ভালো ছিলো। আশা করছি উনি ভবিষ্যতেও আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন।

Banner New.png

Sort:  
 3 days ago 

বর্তমান পরিস্থিতিতে কেউ ভালো নেই। কারো মাঝে কোনো ভেদাভেদ নেই। মানবজাতির মাঝে ভেদাভেদ থাকা উচিত না। আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট চমৎকার হয়েছে। অসাধারণ একটি পোস্ট নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 days ago 

ভীষণ সুন্দর একটি পোস্ট এবং যথাযোগ্য পোস্টটি ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচিত হয়েছে। অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি লেখাকে ফিচার্ড বানিয়ে সবার সামনে তুলে ধরার জন্য। লেখক কে শুভকামনা জানাই।

 3 days ago 

আজকের ফিচার্ড আর্টিকেলে মোহাম্মদ ভাইয়ের পোস্টটি মনোনীত হয়েছেন দেখে খুব ভালো লাগলো। মানব ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। যার মাঝে মানবতা রয়েছে সেই প্রকৃত মানুষ। আসলে আমরা মানব ধর্ম ভুলে গিয়েছি। এতো অসাধারণ পোস্ট নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে মোহাম্মদ ভাইয়ের নামটা দেখে অনেক ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর একটা টপিক নিয়ে এই পোস্টটা লিখেছেন। মানবধর্ম নিয়ে লেখা উনার এই পোস্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এখন মানুষ ধর্ম নিয়ে আরো অনেক বেশি ভেদাভেদ সৃষ্টি করছে। মানব ধর্ম এখন সবাই অনেক বেশি ভুলে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়ার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 3 days ago 

মানব ধর্মে পরম ধর্ম, মানব সত্য পরম সত্য।আমাদের মানুষ হওয়া খুবই জরুরী। যেদিন মনুষত্ববোধে উজ্জীবিত হয়ে মানুষ হতে পারব তখন থেকেই আমরা সুন্দর একটি সমাজ,সুন্দর একটি দেশ পাব।পোস্টটা আমি যখন লিখতে ছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে, এই পোস্টটি ফিচার্ড আর্টিকেলে যাবে।মানব ধর্ম নিয়ে লেখা আমার এই পোস্ট ফিচার্ড আর্টিকেলে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে।ভবিষ্যতের দিন গুলোতে আরো সুন্দর সুন্দর কনটেন্ট আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ।

 3 days ago 

বর্তমান পরিস্থিতে যে গুলি আমরা দেখতে পাচ্ছি তাতে দিনের আলোর মত পরিস্কার বোঝা যাচ্ছে আজ ধর্ম বলে কোন কিছুই মানুষের মধ্যে নেই। থাকলে এমন পরিস্থিতি আমাদের দেখতে হত না। যাই হোক অনেক অনেক ধন্যবাদ এমন একটি পোষ্টকে বাছাই করার জন্য। ধন্যবাদ সবাইকে।

 3 days ago 

বেশ দারুণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে।মানুষ মানুষের জন্য। আর মানব ধর্ম পরম ধর্ম।বর্তমান সময়ে কারোর মধ্যে কোন ভেদাভেদ নেই।সবাই সবার জন্য।মোহাম্মদ ভাইয়া বেশ দারুন টপিক নিয়ে লিখেছেন। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য।

 3 days ago 

মানব ধর্ম এখন মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে এটা ঠিক। এখন তো মানব ধর্মকে কেউ তেমন একটা পাত্তাও দেয় না বললে চলে। কিন্তু এই মানব ধর্মই তো আমাদের পরম ধর্ম। মানবজাতির মাঝে ভেদাভেদ থাকা একেবারেই উচিত না। অনেক সুন্দর একটা বিষয় তুলে ধরা হয়েছে এই পোস্টে। অনেক ভালো লাগলো আমার কাছে এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে দেখে।

 3 days ago 

ফিচারড আর্টিকেল হিসেবে @mohamad786 ভাইয়ার এই পোষ্টটি দেখে খুব ভালো লাগলো।আসলে এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24