"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪২১ [ তারিখ : ১০-০৯-২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার @bijoy1
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
$PUSS COIN আপনার উপকারে আসবে কি?। by @bijoy1(date 09.09.2024 )
আমার বাংলা ব্লগের একটি নতুন উদ্যোগ হচ্ছে পুস কয়েন । আমার বাংলা ব্লগকে যে রকম দাদা স্টিম ব্লকচেইনে কমিউনিটি গুলোর মধ্যে শীর্ষ কমিউনিটিতে রূপান্তর করেছেন । তেমনি পুস কয়েন কেও ভালো একটি পজিশনে নিয়ে যাবেন।
দাদার পুস কয়েন কে উপরে নিয়ে যাওয়ার আমাদের টিম সর্বদা কাজ করে যাচ্ছেন ।
বর্তমানে আমাদের কমিউনিটিতে পুস কয়েন নিয়ে একটি কনটেস্ট চলতেছে।
এজন্য প্রচুর পরিমান পুস কয়েন রিলেটেড পোস্ট হচ্ছে।
আজকে যখন আমার বাংলা ব্লগের কমিউনিটির পোস্ট গুলো দেখতে ছিলাম, অনেক পুস রিলেটেড পোস্টের মাঝে বিজয় ভাইয়ের পোস্টটি বেশ ভালো লেগেছে উনি অনেক গুছিয়ে পুস কয়েন সম্বন্ধে বিস্তারিত লিখেছেন ।
আমরা কেন পুস কয়েন হোল্ড করবো, এর পেছনে কার কার অবদান আছে, সবকিছু সমন্ধে অনেক বিস্তারিত লিখেছেন ।
সবদিক বিবেচনা করে তাই এই পোস্টটিকে আজকের ফিচারড পোস্ট হিসেবে নির্বাচন করা হলো ।
ফিচারড আর্টিকেলে বিজয় ভাইয়ের নামটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে।পুস কয়েন নিয়ে আমাদের সবারই স্বপ্ন।পুস করেন ভালো একটি পজিশনে যাবে এটা আমরা সবাই আশা করিএবং এর ভবিষ্যৎ অনেক ভালো হবে।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। বিজয় ভাইয়ার এই পোস্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। উনি সুন্দর করে puss কয়েন নিয়ে লিখেছেন। আমার তো দারুন লেগেছে বিষয়টি।
অনেক বেশী সুন্দর একটা পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে। আর এই পোস্টটি মনোনীত করা হয়েছে দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। এই পোস্টটি যদিও আমার পড়া হয়নি, তবে আমি এখন অবশ্যই চেষ্টা করবো সময় পেলে এটি পড়ার জন্য। অনেক ধন্যবাদ এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।
আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট দেখে আমার অনেক ভালো লাগলো। বিজয় ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছে। আর ভাইয়ের এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর একটা পোস্ট কে বাছাই করার জন্য অসম্ভব ধন্যবাদ।