"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৯৩[ তারিখ : ১২.০৮.২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @green015
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- রিপা রায়।স্টিমিট আইডি - @green015।জাতীয়তা - ভারতীয়।পড়াশোনা- অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। কবিতা লেখা ও ফুলের বাগান করা উনার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতেও উনি খুব ভালোবাসেন।স্টিমিটে জয়েন করেছেন ২০১৮ সালের জানুয়ারি মাস এ।বর্তমান এ স্টিমিট জার্নির বয়স প্রায় ৬ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
স্বরচিত কবিতা: "হৃদয়ের ছত্রছায়া হয়ে"... @green015 (10.08.2024 )
আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করার সময় উনার এই কবিতাটি আমার বেশ ভালো লেগেছে। তাই ভাবলাম যে আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে এই পোস্টটিকে নির্বাচন করা যায়।
প্রথমত উনার কবিতার প্রশংসা করবো। অর্থাৎ উনার স্বরচিত কবিতাটি সত্যি বেশ ভালো লেগেছে আমার কাছে। কারণ ছন্দের দারুণ মিল ছিলো, শব্দ চয়ণ ছিলো একেবারে সুনিপুণ, সে সাথে আবেগ ছিলো। এই সব কিছু মিলিয়ে কবিতাটি কে একটি ভিন্নমাত্রা দিয়েছে কবিতার লেখক। অর্থাৎ কবিতাটি নিজের আবেগকে সব কিছুর সাথে মিলিয়ে নেওয়ার, নিজের আবেগগুলোকে ওই ভালোবাসার সবকিছুর সাথে মেশানোর আনন্দটাই আলাদা। সব সুখেও যেমন তাকে মিশানো যায়। ঠিক তেমনটাই খুব কষ্টেও তাকেই মেশানো যায়। সব ভালোবাসার উল্লাসে যেমন তাকে পাওয়া যায় ঠিক রংধনুকেও তার সাথেই মিলানো যায়।
প্রতিদিন কবিতার এই নতুন নতুনত্ব, প্রতিদিন এই দারুন দারুন সব কবিতা হৃদয় ছুঁয়ে যায়। শুধু তাই নয়, কবিতার সারাংশ কবিতাটি বুঝতে অনেক বেশি সাহায্য করে। তাই এটা সহ যখন কবিতাটি উপস্থাপন করা হয়। তখন কবিতাটি একটি ভিন্নমাত্রা পায়। যা উনার কবিতাটিতে আমরা দেখতে পাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও তিনি আমাদের সাথে এমন দারুন দারুন সব কবিতা পোস্ট শেয়ার করবে।
ছবি গুলো রিপা আপুর ব্লগ থেকে নেওয়া
উনার পোষ্টের লেখনী, কবিতার ছন্দ, বানান, মার্কডাউন সবকিছুই মোটামুটি ভালো ছিলো।আশা করছি ভবিষ্যতেও তিনি উনার এই ধারা অব্যাহত রাখবেন এবং আমার বাংলা ব্লগের পাশেই থাকবেন।
আমি চেষ্টা করি সবসময় নতুন কিছু নতুনভাবে উপহার দেওয়ার জন্য।কবিতা লিখতে আমার ছোটবেলা থেকেই ভালো লাগে।চেষ্টা করছি শব্দের ভিন্নমাত্রায় লাইনগুলোকে ভিন্নআঙ্গিক দিতে।আবেগের মিশেলে ছন্দের মিল খুঁজে পেতে।এই কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো।অনেক আনন্দিত ও অনুপ্রেরণা পেলাম পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন হওয়ার জন্য।অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু,আমার পোস্টটি এত সুন্দরভাবে তুলে ধরার জন্য।
আজকের ফিচারড আর্টিকেল রাইটার @green015 আপুকে দেখে ভালো লাগলো।আসলে এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
ধন্যবাদ ভাইয়া।
আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার হিসেবে green015 আপুর পোষ্ট মনোনীত হয়েছে দেখে খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর একটা পোষ্ট আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেলে আনার জন্য।
প্রথমেই @green015 দিদিকে জানাই অনেক অনেক অভিনন্দন। তিনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আর ওনার কবিতা তো আমার বেশিরভাগ সময় পড়া হয়ে থাকে। উনার সবগুলো কবিতার মত এই কবিতাটাও ছিল অনেক বেশি সুন্দর। ছন্দ মিলিয়ে সত্যি খুব সুন্দর ভাবেই তিনি এই কবিতাটা লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ, দিদির এই কবিতাটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু,বরাবরের মতোই উৎসাহ দেওয়ার জন্য।
গ্রিন আপুকে অনেক অভিনন্দন। ফিচারড
আর্টিকেলে রাইটার হিসেবে গ্রীন আপুর পোষ্টটি মনোনীত হয়েছে দেখে অনেক ভালো লাগলো। গ্রীন আপু বেশ দারুন কবিতা লেখেন তার কবিতাগুলো আমার পড়া হয়। অনেক ধন্যবাদ দারুণ একটি কবিতা ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করার জন্য ।
আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে গ্রীন আপুর নাম দেখে অনেক ভালো লেগেছে। তিনি অনেক বেশি সুন্দর করে আজকের এই কবিতাটা লিখেছেন। আপুর কবিতা আমার অনেক পছন্দের। উনার কবিতাগুলো পড়তে আমার খুব ভালো লাগে। এই কবিতা পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।