"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৫৪ [তারিখ: ০২-০৭-২০২৪]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @neelamsamanta
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
নাম: নীলম সামন্ত। জাতীয়তা: ভারতীয়। নীলম দি আমার বাংলা ব্লগে সদ্য যুক্ত হয়েই তার লেখার মাধ্যমে বেশ সুপরিচিত হয়েছেন। আদপে তিনি বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছেন। বর্তমানে বেশ কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছেন। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ তাঁর প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
রকম ফেরে যুগ বদলেছে, যুদ্ধও বদলেছে by @neelamsamanta (২৯.০৬.২০২৪)
প্রাণের সৃষ্টি থেকেই আমরা লড়ছি। শুরুর লড়াইটা ছিলো জন্মের। জন্মের পর লড়াই বেঁচে থাকার, হিংস্র পশুপাখির সাথে লড়াই করে আমরা গুহায় বেঁচে থাকলাম। তারপর আগুন আবিস্কার করে মাথা গোঁজার ঠাঁই ঠিক করলাম। আধুনিক মানুষ অর্থাৎ হোমো সেপিয়েন্স তারপর লড়াই করলো আমাদের মতোই দেখতে থাকা তুলনামূলক ভাবে কম হিংস্র নিয়ান ডারথালদের সাথে। ধীরে ধীরে সময়ের সাথে এগিয়ে মানুষ সভ্য হলো কিন্তু লড়াইটা থামেনি। বর্তমান সময়ে লড়াইটা পেটের সাথে। দুটো ভালো খেয়ে জীবন যাপন করার লড়াই। আর যাদের জীবন ধারণের লড়াইয়ের চিন্তা নেই তারা লড়ছে নিজের সাথে। নিজের মানসিক অবসাদের সাথে, সব থেকেও না পাওয়ার সাথে। তাই লড়াই থামবার না। যতদিন বেঁচে আছি ততদিন লড়াই চলতে থাকবে।
লড়াইয়ের যে চড়াই উতরাই জীবনকে ঘিরে রেখেছে সেটা নিয়েই আমাদের চলতে হবে। পোস্টের শেষ ভাগে এসে লেখিকা হয়তো সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। বর্তমান সময়ে নিজেদের মধ্যে হানাহানি দূরে সরিয়ে সম্মিলিত রূপে দ্রুত গতিতে পরিবর্তন হওয়া আবহাওয়ার সাথে বিরুদ্ধে লড়াইয়ের বেশি প্রয়োজন। যে লড়াইয়ে আমরা না জিততে পারলে আমাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে।
লেখার ধরণ আমাকে ভাবিয়েছে সেই সাথে নীলম দির বেশ কিছু আঁকা ছবি আমাকে মুগ্ধ করেছে। আশা করছি আপনাদেরও পোস্ট টি ভালো লাগবে।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। নিলাম আপুর প্রতিটি পোস্ট আমার অনেক ভালো লাগে। উনার লেখনীগুলো অসাধারণ। সময় বদলে গেছে তাই সবকিছুর ধরণ বদলে গেছে। এমনকি যুদ্ধের ধরন বদলে গেছে। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লেগেছে।
নিলাম আপুর লেখাগুলো অসাধারণ। সময়ের সাথে সাথে সবকিছুই বদলে গেছে।যুদ্ধও বদলে গেছে।যদিও পোস্টটি আমার পড়া হয়নি সময় করে পোস্টটি পড়ে নেব।তবে যতটুকু পড়ে বুঝেছি পোস্টটি অসাধারণ ছিল।দারুন একটি পোষ্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
একেই বলে সারপ্রাইজিং হ্যাপিনেস৷
আমার লেখা যে আপনার ভালো লেগেছে এটাই আমার কাছে অত্যন্ত আনন্দের৷ ভাবনাগুলোকে গুছিয়ে রাখার জন্য লিখি৷ তাকে যত্ন করে এই পরিবারের বন্ধুরা পড়েন। সে যে আমার কাছে কী বড় প্রাপ্তি তা কোনদিন বলে বোঝাতে পারব না৷
অনেক ভালোলাগা জানালাম আপনাকে দাদা।
আজকের ফিচারড আর্টিকেল হিসেবে কিন্তু অনেক সুন্দর একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে। নিলম দিদির এই পোস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। উনার পোস্টগুলো আমি অনেক সময় পড়ে থাকি। দিদি কিন্তু অনেক সুন্দরভাবেই কাজ করে যাওয়ার চেষ্টা করতেছে। আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে নিলম দিদির পোস্টটা সিলেক্ট করার জন্য ধন্যবাদ ।
আজকের ফিচার পোস্ট আগেই পড়ে নিয়েছি। যুদ্ধ এবং যুদ্ধকালীন মন নিয়ে এই লেখা ভীষণ তীব্র। বক্তব্য খুব পরিষ্কার এবং ধারালোও বটে। লেখাটির মধ্যে দর্শনও আছে। ফিচার পোস্টে এই পোস্টটি দেখে খুব ভালো লাগছে। ফিচার পোস্ট নির্বাচনে ব্লগের এডমিনদের দক্ষতা আমাকে মুগ্ধ করে বরাবর।
প্রথমেই আমার পক্ষ থেকে নিলম দিদিকে জানাই অনেক অনেক অভিনন্দন। তিনি অনেক সুন্দর একটা পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটাকে ফিচারড আর্টিকেল হিসেবে আজকে সিলেক্ট করা হয়েছে। এটা দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। উনার পোস্টটা এখনো পর্যন্ত না পড়া হলেও ভাবছি পড়বো। পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।