"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৯৪ [তারিখ : ১৯-০১-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @biplob89


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ মোঃ বিপ্লব । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ ছাত্র। শখঃ ফটোগ্রাফি, ঘোরাঘুরি ও লেখালেখি। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২৩ সালের মে মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240119_201517_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20240119_201425_Chrome.jpg

প্রচন্ড শীতে আগুন পোহানোর কিছু মুহূর্ত .... by @biplob89 (date 18.01.2024 )

কালকের আবহাওয়া ছিল আজকে আবহাওয়ার মত। কালকেও প্রচন্ড শীত পড়েছে। কালকে একদম সকালের দিকে কুয়াশা যেন মনে হয়েছিল বৃষ্টি হয়ে পড়ছে। কালকে দিনের বেশি সময়ই ঘরের মধ্যে বসে কাটাতে হয়েছে। তাই বিকেলে ভাবলাম একটু বাইরে বের হই । বাইরে এসে দেখি ঠান্ডা অনেক বেশি। এরপরে ভাবলাম একটু আগুন পোহানো যাক তাতে একটু ভালো লাগবে। আগুন পোহানোর জন্য যে খড়ের প্রয়োজন সেগুলো ম্যানেজমেন্ট করলেও আমি নিজেই এবং ছেঁড়া পলিথিন এবং বাস্তব জোগাড় করলাম কারণ এই ছেড়া পলিথিন এবং বাস্তবগুলোতে আগুন জ্বালালে অনেকক্ষণ থাকে। আগুন পোহানোর জন্য যে খড়ের প্রয়োজন তার জোগাড় হয়েছে যেটা আপনার উপরে ছবিটিতে দেখতে পাচ্ছেন।…


যে ঠান্ডা পড়েছে, তাতে অবশ্য লেখক যে অবস্থার বর্ণনা দিয়েছেন, এটা একদম সত্যি। কারণ পরিবেশ এবার অনেকটাই নাজুক অতিরিক্ত ঠান্ডার কারণে। যদিও এই দৃশ্যগুলো শহরাঞ্চলে খুব একটা দেখা যায় না, তবে এটা খুবই স্বাভাবিক দৃশ্য গ্রাম অঞ্চলে।

কেননা গ্রামীণ লোকজন অতিরিক্ত শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য, অনেক সময় আগুন জ্বালিয়ে উষ্ণতার খোঁজ করে। পোস্টটা যখন দেখছিলাম, তখন গত কয়েকদিন আগের আমার নিজের মুহূর্তের কথা মনে পড়ে গিয়েছিল। কেননা এমন ঘটনা আমার নিজের সঙ্গেও ঘটেছিল।

আমি নিজেও বাহিরে গিয়ে উঠতি বয়সী ছেলেরা যেখানে খড়কুটো জ্বালিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল, তেমন একটা জায়গায় আমি নিজেও সঙ্গী হয়েছিলাম। চেষ্টা করেছিলাম উষ্ণতা খোঁজার জন্য।

সত্যি বলতে গেলে কি, বিগত কয়েক বছরের থেকে এবারের ঠান্ডার পরিমাণ অনেকটাই বেশি। যদিও নিজ নিজ জায়গা থেকে সবাই সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছে, তারপরেও সবাই চেষ্টা করছে শীতের তীব্রতা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন উপায়ে। সেই ক্ষেত্রে আগুন জ্বালিয়ে, শীত নিবারণ করার চেষ্টা, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে ভীষণ স্বাভাবিক।

এক হিসেবে বলা যায়, শৈশব কালে অনেকেই হয়তো এমন ঘটনার সাক্ষী ছিল, তারই প্রতিচ্ছবি হয়তো লেখকের এই পোস্টটি। আমি শুভেচ্ছা জানাচ্ছি লেখক কে, এমন মুহূর্ত তুলে ধরার জন্য।


vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9ZqwqME9VZnTNtvWQjr4w7HRRcDGgaUxN3twwELrQwBP6G88UEwXKFUopkfHqSFbVSeiQ3w83coYauiZjUAkhKENqft.jpeg

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9TH9yzqywfSHexaWez2rPpF8p5PqFub8u8gWnKKWdvTXGfhQoQ2aSAd8ujCTrtTtLvWi1EoDGzBpxRLind7hWNTneKQ.jpeg

ছবি বিপ্লব ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 10 months ago 

শীতের বেলায় এভাবে আগুন তাপানো অনেক মজার। তবে গ্রামের বয়স্ক ব্যক্তিরা বেশি এভাবে আগুনে তাপ নেয় এবং একজন আরেকজনের সাথে মনের দুঃখ ও কথা শেয়ার করে। বিপ্লব ভাইয়ের পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

এই পোস্টের মাধ্যমে ছোট্টবেলায় দাদা এবং এলাকার মুরব্বিদের সাথে প্রচন্ড শীতে আগুন তাপানো মজাটা উপভোগ করতাম। যদিও ছোট বাচ্চাদের তখন তেমন একটা শীত কাবু করতে পারত না। যারা বয়সে অনেক বৃদ্ধ হয়ে গেছে তারা এভাবে আগুন ধরিয়ে আগুন তাপানো সেটাই উপলব্ধি করতে পেরেছি । এই পোস্ট সেরা আর্টিকেল হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91904.22
ETH 3093.99
USDT 1.00
SBD 3.11